পাঁচ টেস্টের সিরিজের দুই ম্যাচ শেষে ১-১-এ সমতা। রাজকোর্টে আজ থেকে শুরু তৃতীয় টেস্ট। সিরিজে এগিয়ে যাওয়ার এই লড়াই আবার বেন স্টোকসের শততম টেস্ট। তবে কেউ যদি মনে করেন ফাইলফলক ছোঁয়া এই টেস্ট ম্যাচ বাড়তি গুরুত্ব পাবে ইংলিশ অধিনায়কের কাছে, সেটি ভুল। সব টেস্ট ম্যাচই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বেন স্টোকস।
‘প্রতিটি টেস্টই পরের টেস্টের সমান গুরুত্বপূর্ণ।’ বিবিসি স্পোর্টস অনলাইনকে স্টোকস বলে গেলেন, ‘এই টেস্টের পর আরেকটি টেস্ট আসবে, আর সেটা হবে ১০১তম। ক্যারিয়ারটা যে অনেক লম্বা, সেটিরই প্রমাণ এটি। কিন্তু ৯৯, ১০০ কিংবা ১০১-এ কী আসে-যায়! এটা তো স্রেফ একটি সংখ্যাই।’
‘স্রেফ সংখ্যা’ সবার কাছে কী! মাঠের ধারাবাহিক পারফরমার না হলে শততম টেস্ট খেলার ভাগ্য সবার হয় না। তাই অন্যের কাছে এটির আলাদা গুরুত্ব থাকতে পারে, কিন্তু স্টোকসের কাছে নেই। প্রতিটি ম্যাচেই যিনি নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেন, সতীর্থদের থেকে সেরাটা পাওয়ার সম্ভাব্য সব পথই খোলা রাখেন, সেখানে তিন অঙ্ক ছোঁয়া টেস্টে তাঁর সত্যিই কী আসে-যায়। তবে তাঁর ‘কী আসে-যায়’ নিয়ে যাতে ভক্তদের মনে বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেটি মাথায় রেখেই স্টোকস বললেন, ‘কেউ আবার বুঝে নিয়েন না যে আমি যে সুযোগ পেয়েছি, তা নিয়ে সন্তুষ্ট নই।’
জেমস অ্যান্ডারসন (১৮৪) ও জো রুটের (১৩৭) পর বর্তমান ইংল্যান্ড দলের ১০০তম টেস্ট খেলা তৃতীয় ক্রিকেটার হতে যাচ্ছেন স্টোকস। তবে তাঁর সেঞ্চুরি টেস্টের আগে ভিসা নিয়ে জটিলতার শিকার ইংল্যান্ড দলের স্পিনার রেহান আহমেদ।
এর আগে ভিসা জটিলতার কারণে দুবাই থেকে ভারতে না আসতে পেরে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন শোয়েব বশির। দেরিতে পৌঁছানোর কারণে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি তাঁর। এবার ভিসা জটিলতার শিকার রেহান। দুই টেস্টের মাঝামাঝি লম্বা সময় পাওয়ায় ভারত থেকে দুবাই গিয়েছিলেন ছুটি কাটাতে। সিঙ্গেল এন্ট্রি ভিসা হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েন তিনি। পরে অবশ্য সমস্যার সমাধান হয়।
রেহানকে রেখেই তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন টাম হার্টলি ও খণ্ডকালীন বোলার জো রুট। আর পেস আক্রমণে থাকবেন মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।
পাঁচ টেস্টের সিরিজের দুই ম্যাচ শেষে ১-১-এ সমতা। রাজকোর্টে আজ থেকে শুরু তৃতীয় টেস্ট। সিরিজে এগিয়ে যাওয়ার এই লড়াই আবার বেন স্টোকসের শততম টেস্ট। তবে কেউ যদি মনে করেন ফাইলফলক ছোঁয়া এই টেস্ট ম্যাচ বাড়তি গুরুত্ব পাবে ইংলিশ অধিনায়কের কাছে, সেটি ভুল। সব টেস্ট ম্যাচই তাঁর কাছে সমান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বেন স্টোকস।
‘প্রতিটি টেস্টই পরের টেস্টের সমান গুরুত্বপূর্ণ।’ বিবিসি স্পোর্টস অনলাইনকে স্টোকস বলে গেলেন, ‘এই টেস্টের পর আরেকটি টেস্ট আসবে, আর সেটা হবে ১০১তম। ক্যারিয়ারটা যে অনেক লম্বা, সেটিরই প্রমাণ এটি। কিন্তু ৯৯, ১০০ কিংবা ১০১-এ কী আসে-যায়! এটা তো স্রেফ একটি সংখ্যাই।’
‘স্রেফ সংখ্যা’ সবার কাছে কী! মাঠের ধারাবাহিক পারফরমার না হলে শততম টেস্ট খেলার ভাগ্য সবার হয় না। তাই অন্যের কাছে এটির আলাদা গুরুত্ব থাকতে পারে, কিন্তু স্টোকসের কাছে নেই। প্রতিটি ম্যাচেই যিনি নিজেকে নিংড়ে দেওয়ার চেষ্টা করেন, সতীর্থদের থেকে সেরাটা পাওয়ার সম্ভাব্য সব পথই খোলা রাখেন, সেখানে তিন অঙ্ক ছোঁয়া টেস্টে তাঁর সত্যিই কী আসে-যায়। তবে তাঁর ‘কী আসে-যায়’ নিয়ে যাতে ভক্তদের মনে বিভ্রান্তির সৃষ্টি না হয়, সেটি মাথায় রেখেই স্টোকস বললেন, ‘কেউ আবার বুঝে নিয়েন না যে আমি যে সুযোগ পেয়েছি, তা নিয়ে সন্তুষ্ট নই।’
জেমস অ্যান্ডারসন (১৮৪) ও জো রুটের (১৩৭) পর বর্তমান ইংল্যান্ড দলের ১০০তম টেস্ট খেলা তৃতীয় ক্রিকেটার হতে যাচ্ছেন স্টোকস। তবে তাঁর সেঞ্চুরি টেস্টের আগে ভিসা নিয়ে জটিলতার শিকার ইংল্যান্ড দলের স্পিনার রেহান আহমেদ।
এর আগে ভিসা জটিলতার কারণে দুবাই থেকে ভারতে না আসতে পেরে ইংল্যান্ডে ফিরে গিয়েছিলেন শোয়েব বশির। দেরিতে পৌঁছানোর কারণে সিরিজের প্রথম টেস্টে খেলা হয়নি তাঁর। এবার ভিসা জটিলতার শিকার রেহান। দুই টেস্টের মাঝামাঝি লম্বা সময় পাওয়ায় ভারত থেকে দুবাই গিয়েছিলেন ছুটি কাটাতে। সিঙ্গেল এন্ট্রি ভিসা হওয়ায় বিমানবন্দরে আটকা পড়েন তিনি। পরে অবশ্য সমস্যার সমাধান হয়।
রেহানকে রেখেই তৃতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। তাঁর সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন টাম হার্টলি ও খণ্ডকালীন বোলার জো রুট। আর পেস আক্রমণে থাকবেন মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫