প্রথম টি-টোয়েন্টিতে সমানে সমানে লড়াই করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওয়েলিংটনে অস্ট্রেলিয়াকে রুদ্ধশ্বাস জয় এনে দেন টিম ডেভিড। সেখানে আজ অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিরা জিতেছে হেসেখেলে। কিউইদের ৭২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক মাস রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে ২০১, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে নিজের নাম লেখানো সহ বেশ কিছু রেকর্ড হয়েছে তাঁর। সেখানে অকল্যান্ডে আজ ৪ বলে ৬ রানের ইনিংসের মধ্যেও করেছেন রেকর্ড। এই ছয় রান ম্যাক্সওয়েল করেছেন ছক্কা মেরে। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ ছক্কা মেরে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ছক্কায় সবার ওপরে তিনি। দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ছক্কা মেরেছেন।
১৭৫ রান তাড়া করতে নেমে দলীয় ৬ রানেই ভেঙে যায় নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ইনিংসের ষষ্ঠ বলে ফিন অ্যালেনকে বোল্ড করেন জশ হ্যাজলউড। ৬ বলে ১ ছক্কায় ৬ রান করেন অ্যালেন। উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোর তালে তালে রানের চাকাও ধীরগতির হয়ে যায় নিউজিল্যান্ডের। দলটির স্কোর মুহূর্তেই হয়ে যায় ৬.৩ ওভারে ৪ উইকেটে ২৯ রান। সাধারণত মিডল অর্ডারে ব্যাটিং করা মিচেল স্যান্টনার এই ম্যাচে ব্যাটিং করেন ৩ নম্বরে। নিউজিল্যান্ড অধিনায়ক করেন ১৩ বলে ৭ রান।
বিপদে পড়া নিউজিল্যান্ডের হাল ধরেন গ্লেন ফিলিপস ও জশ ক্লার্কসন। পঞ্চম উইকেটে ৩২ বলে ৪৫ রানের জুটি গড়েন তাঁরা। ১২তম ওভারের পঞ্চম বলে ক্লার্কসনকে বোল্ড করে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ১৩ বলে ১০ রান করেন ক্লার্কসন। এরপর জাম্পার বলে বোল্ড হয়ে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ডাক মারেন অ্যাডাম মিলনে।
টানা দুই বলে দুই উইকেট নিয়েই জাম্পা শুধু ক্ষান্ত হননি। অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার এরপর নিয়েছেন নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ গ্লেন ফিলিপসের উইকেট। ১৪তম ওভারের তৃতীয় বলে জাম্পাকে তুলে মারতে যান ফিলিপস। লং অনে ক্যাচ ধরেন টিম ডেভিড। ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রান করেন ফিলিপস। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া ফিলিপসের ইনিংসটাই যেন কিউইদের ইনিংসের একমাত্র বিজ্ঞাপন।
ফিলিপসের আউটে কিউইদের স্কোর হয়ে যায় ১৩.৩ ওভারে ৭ উইকেটে ৮৩ রান। এরপর শেষের দিকে ট্রেন্ট বোল্টের ১১ বলে ১৬ রানের ইনিংসটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। ১৬তম ওভারের পঞ্চম বলে বোল্টকে ফেরান জাম্পা। এরপর ১৭তম ওভারের শেষ বলে লকি ফার্গুসনকে যখন নাথান এলিস বোল্ড করেন, তখন কিউইদের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ৯ উইকেটে ১০২ রান। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার চোটে পড়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি ডেভন কনওয়ে। এখানেই শেষ হয়ে যায় কিউইদের ইনিংস।
ম্যাচসেরা হয়েছেন প্যাট কামিন্স। ২২ বলে ৫ চারে ২৮ রান করেন কামিন্স। বোলিংয়ে ৩ ওভারে ১৯ রানে নেন ১ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়া ঝোড়ো শুরু করেছিল। ৮.৫ ওভারে ৩ উইকেটে ১০৪ রান করে অজিরা। এরপর থেকেই অস্ট্রেলিয়ার রানরেট যেমন কমতে থাকে, তেমনি উইকেটও পড়তে থাকে নিয়মিত গতিতে। ৭০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৯.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ট্রাভিস হেড। ২২ বলের ইনিংসে ২ চার ও ৫ ছক্কা মেরেছেন হেড। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। ৩.৫ ওভার বোলিং করে ১২ রান খরচ করেন। ২টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।
প্রথম টি-টোয়েন্টিতে সমানে সমানে লড়াই করেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওয়েলিংটনে অস্ট্রেলিয়াকে রুদ্ধশ্বাস জয় এনে দেন টিম ডেভিড। সেখানে আজ অকল্যান্ডে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অজিরা জিতেছে হেসেখেলে। কিউইদের ৭২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক মাস রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপে ২০১, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে নিজের নাম লেখানো সহ বেশ কিছু রেকর্ড হয়েছে তাঁর। সেখানে অকল্যান্ডে আজ ৪ বলে ৬ রানের ইনিংসের মধ্যেও করেছেন রেকর্ড। এই ছয় রান ম্যাক্সওয়েল করেছেন ছক্কা মেরে। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৬ ছক্কা মেরে অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে ছক্কায় সবার ওপরে তিনি। দ্বিতীয় স্থানে থাকা অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৫ ছক্কা মেরেছেন।
১৭৫ রান তাড়া করতে নেমে দলীয় ৬ রানেই ভেঙে যায় নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। ইনিংসের ষষ্ঠ বলে ফিন অ্যালেনকে বোল্ড করেন জশ হ্যাজলউড। ৬ বলে ১ ছক্কায় ৬ রান করেন অ্যালেন। উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারানোর তালে তালে রানের চাকাও ধীরগতির হয়ে যায় নিউজিল্যান্ডের। দলটির স্কোর মুহূর্তেই হয়ে যায় ৬.৩ ওভারে ৪ উইকেটে ২৯ রান। সাধারণত মিডল অর্ডারে ব্যাটিং করা মিচেল স্যান্টনার এই ম্যাচে ব্যাটিং করেন ৩ নম্বরে। নিউজিল্যান্ড অধিনায়ক করেন ১৩ বলে ৭ রান।
বিপদে পড়া নিউজিল্যান্ডের হাল ধরেন গ্লেন ফিলিপস ও জশ ক্লার্কসন। পঞ্চম উইকেটে ৩২ বলে ৪৫ রানের জুটি গড়েন তাঁরা। ১২তম ওভারের পঞ্চম বলে ক্লার্কসনকে বোল্ড করে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। ১৩ বলে ১০ রান করেন ক্লার্কসন। এরপর জাম্পার বলে বোল্ড হয়ে নিজের মুখোমুখি হওয়া প্রথম বলেই ডাক মারেন অ্যাডাম মিলনে।
টানা দুই বলে দুই উইকেট নিয়েই জাম্পা শুধু ক্ষান্ত হননি। অস্ট্রেলিয়ার এই লেগস্পিনার এরপর নিয়েছেন নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ গ্লেন ফিলিপসের উইকেট। ১৪তম ওভারের তৃতীয় বলে জাম্পাকে তুলে মারতে যান ফিলিপস। লং অনে ক্যাচ ধরেন টিম ডেভিড। ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪২ রান করেন ফিলিপস। নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া ফিলিপসের ইনিংসটাই যেন কিউইদের ইনিংসের একমাত্র বিজ্ঞাপন।
ফিলিপসের আউটে কিউইদের স্কোর হয়ে যায় ১৩.৩ ওভারে ৭ উইকেটে ৮৩ রান। এরপর শেষের দিকে ট্রেন্ট বোল্টের ১১ বলে ১৬ রানের ইনিংসটা শুধু ব্যবধানই কমাতে পেরেছে। ১৬তম ওভারের পঞ্চম বলে বোল্টকে ফেরান জাম্পা। এরপর ১৭তম ওভারের শেষ বলে লকি ফার্গুসনকে যখন নাথান এলিস বোল্ড করেন, তখন কিউইদের স্কোর হয়ে যায় ১৭ ওভারে ৯ উইকেটে ১০২ রান। নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার চোটে পড়ায় ব্যাটিংয়ে নামতে পারেননি ডেভন কনওয়ে। এখানেই শেষ হয়ে যায় কিউইদের ইনিংস।
ম্যাচসেরা হয়েছেন প্যাট কামিন্স। ২২ বলে ৫ চারে ২৮ রান করেন কামিন্স। বোলিংয়ে ৩ ওভারে ১৯ রানে নেন ১ উইকেট।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং পেয়ে অস্ট্রেলিয়া ঝোড়ো শুরু করেছিল। ৮.৫ ওভারে ৩ উইকেটে ১০৪ রান করে অজিরা। এরপর থেকেই অস্ট্রেলিয়ার রানরেট যেমন কমতে থাকে, তেমনি উইকেটও পড়তে থাকে নিয়মিত গতিতে। ৭০ রানে শেষ ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া ১৯.৫ ওভারে ১৭৪ রানে অলআউট হয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন ট্রাভিস হেড। ২২ বলের ইনিংসে ২ চার ও ৫ ছক্কা মেরেছেন হেড। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। ৩.৫ ওভার বোলিং করে ১২ রান খরচ করেন। ২টি করে উইকেট নিয়েছেন স্যান্টনার, অ্যাডাম মিলনে ও বেন সিয়ার্স।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫