ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে বীরত্বপূর্ণ ড্রয়ের পর ভারতের এবার নামবে লন্ডন মিশনে। লন্ডনের ওভালে আগামীকাল শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। ম্যাচ শুরুর আগের দিন ইংলিশ ক্রিকেটারদের সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সাপ্তাহিক র্যাঙ্কিং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ হালনাগাদ করেছে। নতুন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন বেন ডাকেট। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৩। ডাকেটের সতীর্থ বেন স্টোকস, জ্যাক ক্রলি, ওলি পোপেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। স্টোকস টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন স্টোকস। ম্যানচেষ্টারে সিরিজের চতুর্থ টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তিনি। ব্যাটিংয়ে করেন ১৪১ রান। বোলিংয়ে ১০৫ রানে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে পাঁচটিই নিয়েছেন প্রথম ইনিংসে।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পোপ ও ক্রলি এখন অবস্থান করছেন ২৪ ও ৪২ নম্বরে। পোপ ও ক্রলি এগিয়েছেন এক ও দুই ধাপ। ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড যে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, সেখানে তিনি করেছেন ৯৪ রান। এই ম্যাচে ৮৪ রান করেছেন ক্রলি। এই টেস্ট ভারত ড্র করতে পেরেছে দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দরের ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি। যেখানে জাদেজা খেলেছেন ১০৭ রানের অপরাজিত ইনিংস। পাঁচ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে এখন রবীন্দ্র জাদেজা।
সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সুখবর নেই বললেই চলে। পাঁচ ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৪২ নম্বরে অবস্থান করছেন তানজিদ হাসান তামিম। তাঁর সমান ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৪২ নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। এক ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ ও ১ রান করেছেন লিটন ও তানজিদ তামিম। যেখানে তানজিদ তামিম খেলেছেন দুই ম্যাচ।
ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ১৫০ রানের ইনিংস খেলে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এখন জো রুট। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রুট। ৮৬৭, ৮৩৪ ও ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই দুই, তিন ও চারে কেইন উইলিয়ামসন, হ্যারি ব্রুক ও স্টিভ স্মিথ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে আছেন টেম্বা বাভুমা, কামিন্দু মেন্ডিস ও ঋষভ পন্ত। এই তিন ব্যাটারই এক ধাপ করে এগিয়েছেন।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে গেছেন ট্রাভিস হেড। তাঁর রেটিং পয়েন্ট ৮১৪। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। তিনি পেছানোয় সুখবর পেয়েছেন অভিষেক শর্মা। এক ধাপ এগিয়ে ভারতীয় এই ব্যাটার র্যাঙ্কিংয়ের এখন এক নম্বর ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৮২৯। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম আট পর্যন্ত কোনো স্থানের পরিবর্তন হয়নি। ৭১৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জ্যাকব ডাফি। সাত ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে এখন অস্ট্রেলিয়ার নাথান এলিস। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে রশিদ খানের সঙ্গে যৌথভাবে আট নম্বরে এলিস।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়েও পিছিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তিন ধাপ পিছিয়ে মোস্তাফিজুর রহমান র্যাঙ্কিংয়ের ১২ নম্বর বোলার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ২.৮৬ ইকোনমিতে ৩ উইকেট নিলেও তৃতীয় ম্যাচে খেলেননি তিনি। শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ও ২৮ নম্বরে অবস্থান করছেন। দুজনেই এক ধাপ করে পিছিয়েছেন। ৬১১ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বর স্থানটা ধরে রেখেছেন রিশাদ হোসেন।
ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে বীরত্বপূর্ণ ড্রয়ের পর ভারতের এবার নামবে লন্ডন মিশনে। লন্ডনের ওভালে আগামীকাল শুরু হবে ইংল্যান্ড-ভারত সিরিজের পঞ্চম টেস্ট। ম্যাচ শুরুর আগের দিন ইংলিশ ক্রিকেটারদের সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
সাপ্তাহিক র্যাঙ্কিং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ হালনাগাদ করেছে। নতুন র্যাঙ্কিংয়ে দেখা গেছে, টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন বেন ডাকেট। তাঁর রেটিং পয়েন্ট ৭৪৩। ডাকেটের সতীর্থ বেন স্টোকস, জ্যাক ক্রলি, ওলি পোপেরও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। স্টোকস টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছেন স্টোকস। ম্যানচেষ্টারে সিরিজের চতুর্থ টেস্টে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তিনি। ব্যাটিংয়ে করেন ১৪১ রান। বোলিংয়ে ১০৫ রানে নিয়েছেন ৬ উইকেট। যার মধ্যে পাঁচটিই নিয়েছেন প্রথম ইনিংসে।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পোপ ও ক্রলি এখন অবস্থান করছেন ২৪ ও ৪২ নম্বরে। পোপ ও ক্রলি এগিয়েছেন এক ও দুই ধাপ। ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ড যে এক ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন, সেখানে তিনি করেছেন ৯৪ রান। এই ম্যাচে ৮৪ রান করেছেন ক্রলি। এই টেস্ট ভারত ড্র করতে পেরেছে দ্বিতীয় ইনিংসে পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজা-ওয়াশিংটন সুন্দরের ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি। যেখানে জাদেজা খেলেছেন ১০৭ রানের অপরাজিত ইনিংস। পাঁচ ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে এখন রবীন্দ্র জাদেজা।
সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের ক্রিকেটারদের সুখবর নেই বললেই চলে। পাঁচ ধাপ পিছিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৪২ নম্বরে অবস্থান করছেন তানজিদ হাসান তামিম। তাঁর সমান ৫৪২ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৪২ নম্বরে অবস্থান করছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। এক ধাপ পিছিয়ে ৪৬ নম্বরে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৮ ও ১ রান করেছেন লিটন ও তানজিদ তামিম। যেখানে তানজিদ তামিম খেলেছেন দুই ম্যাচ।
ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ১৫০ রানের ইনিংস খেলে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক এখন জো রুট। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রুট। ৮৬৭, ৮৩৪ ও ৮১৬ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই দুই, তিন ও চারে কেইন উইলিয়ামসন, হ্যারি ব্রুক ও স্টিভ স্মিথ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে আছেন টেম্বা বাভুমা, কামিন্দু মেন্ডিস ও ঋষভ পন্ত। এই তিন ব্যাটারই এক ধাপ করে এগিয়েছেন।
টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়ে দুইয়ে নেমে গেছেন ট্রাভিস হেড। তাঁর রেটিং পয়েন্ট ৮১৪। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেননি। তিনি পেছানোয় সুখবর পেয়েছেন অভিষেক শর্মা। এক ধাপ এগিয়ে ভারতীয় এই ব্যাটার র্যাঙ্কিংয়ের এখন এক নম্বর ব্যাটার। তাঁর রেটিং পয়েন্ট ৮২৯। টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম আট পর্যন্ত কোনো স্থানের পরিবর্তন হয়নি। ৭১৭ রেটিং পয়েন্ট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জ্যাকব ডাফি। সাত ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে আট নম্বরে এখন অস্ট্রেলিয়ার নাথান এলিস। ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে রশিদ খানের সঙ্গে যৌথভাবে আট নম্বরে এলিস।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়েও পিছিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। তিন ধাপ পিছিয়ে মোস্তাফিজুর রহমান র্যাঙ্কিংয়ের ১২ নম্বর বোলার। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ২.৮৬ ইকোনমিতে ৩ উইকেট নিলেও তৃতীয় ম্যাচে খেলেননি তিনি। শেখ মেহেদী হাসান ও তাসকিন আহমেদ বোলারদের র্যাঙ্কিংয়ে ১৭ ও ২৮ নম্বরে অবস্থান করছেন। দুজনেই এক ধাপ করে পিছিয়েছেন। ৬১১ রেটিং পয়েন্ট নিয়ে ২০ নম্বর স্থানটা ধরে রেখেছেন রিশাদ হোসেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৭ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে