নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আগামী ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে আরেকজন স্ট্যান্ডবাই হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাত স্পিনার নিয়েছে বাংলাদেশ। তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে চার অফ স্পিনার নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও নিশিতা আক্তার নিশি। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু হবে জ্যোতি-নাহিদা আক্তারদের অনুশীলন। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সেবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আগামী ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে আরেকজন স্ট্যান্ডবাই হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাত স্পিনার নিয়েছে বাংলাদেশ। তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে চার অফ স্পিনার নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও নিশিতা আক্তার নিশি। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু হবে জ্যোতি-নাহিদা আক্তারদের অনুশীলন। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সেবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে