নতুন করে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ডও। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, একদম নতুন কাউকে নয়, অন্তর্বর্তীকালীন বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই টি-টোয়েন্টির দায়িত্ব দিতে চান তাঁরা।
তবে ফারুকের কথা অনুযায়ী বাংলাদেশ দলকে বিভিন্ন সংস্করণে লিটন দাসই নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়। এ দৌড়ে এগিয়ে আছেন এ উইকেটরক্ষকন-ব্যাটারই। মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টি দল সব সময় সুযোগও পান না। অভিজ্ঞ তাসকিন আহমেদও আলোচনায় আছেন। এই পেসার অবশ্য জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেননি এর আগে। কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন তাসকিন। লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলছেন, তাঁর অভিজ্ঞতাও হয়তো বিবেচনা করতে পারে বিসিবি।
কে হবেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক? এ প্রসঙ্গে আজ মিরপুরে সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (নতুন অধিনায়ক)। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্ব দেওয়ার)।’
আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ দলের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। সময় নিয়ে অধিনায়ক নির্ধারণ করার সুযোগ পাচ্ছে বিসিবি। শান্তদের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে, দুই টেস্ট। এফটিপির বাইরে জুলাইয়ের দিকে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান দলের। সেই সিরিজে টি-টোয়েন্টি সিরিজ আছে শান্তদের। পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’
নতুন করে টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। নাজমুল হোসেন শান্ত আগেই জানিয়ে দিয়েছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর কুড়ি ওভারের দায়িত্ব ছাড়তে চান তিনি। নতুন অধিনায়ক নিয়ে ভাবছে ক্রিকেট বোর্ডও। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, একদম নতুন কাউকে নয়, অন্তর্বর্তীকালীন বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছেন এমন কাউকেই টি-টোয়েন্টির দায়িত্ব দিতে চান তাঁরা।
তবে ফারুকের কথা অনুযায়ী বাংলাদেশ দলকে বিভিন্ন সংস্করণে লিটন দাসই নেতৃত্ব দিয়েছেন বিভিন্ন সময়। এ দৌড়ে এগিয়ে আছেন এ উইকেটরক্ষকন-ব্যাটারই। মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টি দল সব সময় সুযোগও পান না। অভিজ্ঞ তাসকিন আহমেদও আলোচনায় আছেন। এই পেসার অবশ্য জাতীয় দলের হয়ে অধিনায়কত্ব করেননি এর আগে। কিন্তু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক ছিলেন তাসকিন। লম্বা সময় জাতীয় দলের হয়ে খেলছেন, তাঁর অভিজ্ঞতাও হয়তো বিবেচনা করতে পারে বিসিবি।
কে হবেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক? এ প্রসঙ্গে আজ মিরপুরে সংবাদমাধ্যমকে ফারুক আহমেদ বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেব। খুব শিগগির জানা যাবে (নতুন অধিনায়ক)। ইতিমধ্যে দু-একজন টি-টোয়েন্টির অধিনায়কত্ব করেছেন, যারা এখনো দলের বাইরে নয়। এ রকম কাউকে আমরা চেষ্টা করব (অধিনায়কত্ব দেওয়ার)।’
আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ দলের কোনো টি-টোয়েন্টি সিরিজ নেই। সময় নিয়ে অধিনায়ক নির্ধারণ করার সুযোগ পাচ্ছে বিসিবি। শান্তদের পরবর্তী সিরিজ জিম্বাবুয়ের বিপক্ষে, দুই টেস্ট। এফটিপির বাইরে জুলাইয়ের দিকে বাংলাদেশ সফরে আসার কথা পাকিস্তান দলের। সেই সিরিজে টি-টোয়েন্টি সিরিজ আছে শান্তদের। পাকিস্তান সিরিজ নিয়ে আশাবাদী ফারুক। বিসিবি সভাপতি বলেন, ‘পাকিস্তান এরই মধ্যে আমাদের জানিয়েছে, তারা এফটিপির বাইরে একটি সফর করবে এবং বাংলাদেশে খেলতে আসবে। এটি বেশ ব্যস্ত সূচির মধ্যেই আয়োজন করা হতে পারে, সম্ভবত জুলাই মাসে। আমরা বিষয়টি নিশ্চিত করেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হলে সংবাদমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা শুধু ত্রিদেশীয় সিরিজ নয়, বরং আন্তর্জাতিক ক্যালেন্ডারে ফাঁকা সময় থাকলে যেন যেকোনো টুর্নামেন্ট বা সিরিজে অংশ নিতে পারি, সে বিষয়েও আলোচনা করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫