বয়স তাঁর ২৬। এটা এমন কোনো বয়স নয় যে তিন সংস্করণের ক্রিকেটে খেলার ধকল তিনি সইতে পারবেন না। তবু এই বয়সেই সাদাপোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টেস্টে অভিষেকেই ৪ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা, ব্যাট হাতে খেলেছিলেন ৫৩ বলে ৫৯ রানের ইনিংস। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার সফরে সেঞ্চুরিয়নে অভিষেক টেস্টের পর আরও তিনটি টেস্ট খেলেছেন। সবশেষ টেস্টটি ছিল পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু পরের তিন টেস্টের কোনোটিতেই সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। তাই গত দুই বছর লঙ্কান টেস্ট দলের বাইরে ছিলেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন, তাতে টেস্ট দলেও নিয়মিত হওয়ার একটা সম্ভাবনা তো ছিলই। কিন্তু সেদিকে না তাকিয়ে সীমিত ওভারের ক্রিকেট নিয়েই আরও মনোযোগী হতে চাইলেন। আর সে কারণেই ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন হাসারাঙ্গা।
লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গার টেস্ট থেকে অবসরের কথা আজ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, টেস্ট ছাড়ার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেট নিয়ে মনোযোগী হতে এবং ক্যারিয়ারটাকে দীর্ঘ করতেই টেস্ট ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কার লেগ স্পিনার দিয়েছেন বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগেভাগেই টেস্ট ছাড়ায় তাঁর বোলিং গড় ১০০.৭৫! কমপক্ষে ১০০ ওভার বোলিং করেছেন, শ্রীলঙ্কার এমন বোলারদের মধ্যে হাসারাঙ্গার চেয়ে বেশি বোলিং গড় শুধু অশোকা ডি সিলভার-১২৯.০০।
বয়স তাঁর ২৬। এটা এমন কোনো বয়স নয় যে তিন সংস্করণের ক্রিকেটে খেলার ধকল তিনি সইতে পারবেন না। তবু এই বয়সেই সাদাপোশাকের ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টেস্টে অভিষেকেই ৪ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা, ব্যাট হাতে খেলেছিলেন ৫৩ বলে ৫৯ রানের ইনিংস। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার সফরে সেঞ্চুরিয়নে অভিষেক টেস্টের পর আরও তিনটি টেস্ট খেলেছেন। সবশেষ টেস্টটি ছিল পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে। কিন্তু পরের তিন টেস্টের কোনোটিতেই সেভাবে আর জ্বলে উঠতে পারেননি। তাই গত দুই বছর লঙ্কান টেস্ট দলের বাইরে ছিলেন। তবে সীমিত ওভারের ক্রিকেটে যেভাবে নিজেকে দলে অপরিহার্য করে তুলেছেন, তাতে টেস্ট দলেও নিয়মিত হওয়ার একটা সম্ভাবনা তো ছিলই। কিন্তু সেদিকে না তাকিয়ে সীমিত ওভারের ক্রিকেট নিয়েই আরও মনোযোগী হতে চাইলেন। আর সে কারণেই ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন হাসারাঙ্গা।
লেগ স্পিনিং অলরাউন্ডার হাসারাঙ্গার টেস্ট থেকে অবসরের কথা আজ জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিজ্ঞপ্তিতে এসএলসি জানিয়েছে, টেস্ট ছাড়ার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন হাসারাঙ্গা। সাদা বলের ক্রিকেট নিয়ে মনোযোগী হতে এবং ক্যারিয়ারটাকে দীর্ঘ করতেই টেস্ট ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কার লেগ স্পিনার দিয়েছেন বলে সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগেভাগেই টেস্ট ছাড়ায় তাঁর বোলিং গড় ১০০.৭৫! কমপক্ষে ১০০ ওভার বোলিং করেছেন, শ্রীলঙ্কার এমন বোলারদের মধ্যে হাসারাঙ্গার চেয়ে বেশি বোলিং গড় শুধু অশোকা ডি সিলভার-১২৯.০০।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫