ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবার আজম। তিন সংস্করণেই খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। পাকিস্তান অধিনায়ক এবার জানালেন, এই সেরা সময় কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান তিনি। দেশের হয়ে আগামী দেড় বছরে আইসিসির দুটি (টি-টোয়েন্টি ও ওয়ানডে) বিশ্বকাপ জিততে চান।
বাবর মনে করেন, দুই বিশ্বকাপ জিততে পারলে ‘সেরা সময়’কে আরও বেশি স্মরণীয় করে রাখা যাবে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সীমিত ওভারের দুটি সংস্করণেই তিনি এখন আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্ট র্যাঙ্কিংয়েও আছেন চতুর্থ স্থানে। নিজের সেরা সময়টা আরও উপভোগ্য করতে দেশকে শিরোপা জেতাতে চান বাবর। ইতিহাসে জায়গা পেতে এখন তাঁর লক্ষ্য আগামী দেড় বছরে সাদা বলের দুই সংস্করণে বিশ্বকাপ জেতা।
এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টও হবে অক্টোবর-নভেম্বর মাসে। নিজের সেরা সময়টা তত দিন পর্যন্ত টেনে নিতে চান পাকিস্তান অধিনায়ক, ‘অবশ্যই আমি এই ছন্দটা উপভোগ করছি। ফর্ম নিয়ে মূল লক্ষ্য, আগামী দেড় বছরে পাকিস্তানকে দুটি বিশ্বকাপ জেতানো। সেটা যদি করতে পারি, আমার রানগুলো সার্থক হবে।’
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন বাবর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর শিরোপা স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এর আগে বয়সভিত্তিক দলের হয়েও দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ২০১০ ও ২০১২ দুই বিশ্বকাপেই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জেতার স্বাদ পাননি। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান।
ক্যারিয়ারের সেরা সময় পার করছেন বাবার আজম। তিন সংস্করণেই খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। পাকিস্তান অধিনায়ক এবার জানালেন, এই সেরা সময় কাজে লাগিয়ে ইতিহাস গড়তে চান তিনি। দেশের হয়ে আগামী দেড় বছরে আইসিসির দুটি (টি-টোয়েন্টি ও ওয়ানডে) বিশ্বকাপ জিততে চান।
বাবর মনে করেন, দুই বিশ্বকাপ জিততে পারলে ‘সেরা সময়’কে আরও বেশি স্মরণীয় করে রাখা যাবে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে নামলেই রানের ফোয়ারা ছোটাচ্ছেন বাবর। এমন ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সীমিত ওভারের দুটি সংস্করণেই তিনি এখন আইসিসি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটার। টেস্ট র্যাঙ্কিংয়েও আছেন চতুর্থ স্থানে। নিজের সেরা সময়টা আরও উপভোগ্য করতে দেশকে শিরোপা জেতাতে চান বাবর। ইতিহাসে জায়গা পেতে এখন তাঁর লক্ষ্য আগামী দেড় বছরে সাদা বলের দুই সংস্করণে বিশ্বকাপ জেতা।
এ বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর আগামী বছর, অর্থাৎ ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। সেই টুর্নামেন্টও হবে অক্টোবর-নভেম্বর মাসে। নিজের সেরা সময়টা তত দিন পর্যন্ত টেনে নিতে চান পাকিস্তান অধিনায়ক, ‘অবশ্যই আমি এই ছন্দটা উপভোগ করছি। ফর্ম নিয়ে মূল লক্ষ্য, আগামী দেড় বছরে পাকিস্তানকে দুটি বিশ্বকাপ জেতানো। সেটা যদি করতে পারি, আমার রানগুলো সার্থক হবে।’
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত দুটি বিশ্বকাপ খেলেছেন বাবর। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর শিরোপা স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল। এর আগে বয়সভিত্তিক দলের হয়েও দুটি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ২০১০ ও ২০১২ দুই বিশ্বকাপেই পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। তবে বিশ্বকাপ জেতার স্বাদ পাননি। সেই আক্ষেপ এবার ঘোচাতে চান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫