Ajker Patrika

তামিম–সাকিবদের ম্যাচ আপাতত মিরপুরে

নিজস্ব প্রতিবেদক
তামিম–সাকিবদের ম্যাচ আপাতত মিরপুরে

ঢাকা: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের সবগুলো ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিকেএসপির মাঠ দুটি। বৃষ্টির পর মাঠগুলোতে পানি ছিল প্রায় হাঁটু পরিমাণ। মাঠ প্রস্তুত করতে তাই আরও সময় প্রয়োজন। এ কারণে আগামী ৫ তারিখ পর্যন্ত বিকেএসপিতে নির্ধারিত ম্যাচগুলো এখন হবে মিরপুরে। সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আজ সাংবাদিকদের এ খবর নিশ্চিত করেছেন।

পূর্ব নির্ধারিত সূচিতে আগামীকাল কোনো খেলা ছিল না। কিন্তু বৃষ্টিতে আজ ম্যাচ স্থগিত হওয়ায়, এখন কালকেও খেলা মাঠে গড়াবে। এ বিষয়ে কাজী ইনাম বলেন, ‘বিকেএসপির যে দুটো মাঠ আমরা ব্যবহার করছি, বৃষ্টিতে তা খেলার অনুপযোগী হয়ে পড়েছে। প্রস্তুত করতে আরও সময় লাগবে। মিরপুরের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো। আমরা আগামীকাল ও পরশু বিকেএসপির মাঠগুলো ঠিক করার কাজ করব। যে কারণে আগামী চার দিনের ১২ টা ম্যাচ মিরপুরে খেলা হবে।’

সামনে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন। সেই কথা মাথায় রেখে এবারের ডিপিএল টি-টোয়েন্টি সংস্করণে আয়োজন করা হচ্ছে। ডিপিএল শেষ করেই জাতীয় দল যাবে জিম্বাবুয়ে সফরে। তামিমদের ব্যস্ত সূচির কারণে দ্রুত ডিপিএল শেষ করতে চায় সিসিডিএম। তাই দিনে ছয়টি করে ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে এখন সেটি সম্ভব হচ্ছে না।

ডিপিএলের নতুন সূচি অনুযায়ী কাল থেকে ৫ তারিখ পর্যন্ত মিরপুরে প্রতিদিন তিনটি করে ম্যাচ খেলা হবে। প্রথম ম্যাচ সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচ শুরু হবে বেলা ১টা ৩০ মিনিট এবং তৃতীয় ম্যাচ হবে সন্ধ্যা ৬টায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত