ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যাটাররা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ঘনঘন বৃষ্টি বাগড়া দিলেও ধপাস করে ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইনআপ। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কোনো রকমে ফলোঅন এড়াল এশিয়ার দলটি।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের চতুর্থ দিনে ব্রিসবেনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। নিয়মিত বিরতিতে বৃষ্টি এলেও দিনের খেলা হয়েছে ৫৭.৫ ওভার। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে একটা পর্যায়ে ফলোঅনের শঙ্কা তৈরি হলেও রবীন্দ্র জাদেজার ফিফটিতে বেঁচে গেছে ভারত। হাতে ১ উইকেট নিয়ে এখনো সফরকারীরা পিছিয়ে ১৯৩ রানে।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ১৭ ওভার। দিনের খেলা শুরুর পর তাড়াতাড়ি উইকেট হারায় ভারত। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ব্যর্থতার বৃত্ত থেকে এখনো বের হতে পারছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক করেছেন ১০ রান।
রোহিত ফিরলে ভারতের স্কোর হয়েছে ২৩.৩ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। সাত নম্বরে নেমে তখন দলের হাল ধরেন জাদেজা। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৫ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা।৪৩তম ওভারের তৃতীয় বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ওপেনার রাহুল করেছেন ৮৪ রান। ১৩৯ বলের ইনিংসে মারেন ৮ চার।
সপ্তম উইকেটে এরপর নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৪ বলে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। এই জুটি গড়ার মাঝেই জাদেজা টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন। ৬০তম ওভারের পঞ্চম বলে রেড্ডিকে বোল্ড করে জুটি ভাঙেন কামিন্স। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত রেড্ডি এই ম্যাচে ৬১ বলে করেন ১৬ রান।
রেড্ডির বিদায়ের পর ছোটখাটো ধস নামে ভারতের ইনিংসে। ১৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২১৩ রান। ৬৬তম ওভারের শেষ বলে জাদেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। ১২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় জাদেজা করেন ৭৮ রান।
জাদেজা ফেরার পরও ফলোঅন এড়াতে ভারতের প্রয়োজন ৩৩ রান। সফরকারীরা দিনের খেলা শেষ করেছে ৭৪.৫ ওভারে ৯ উইকেটে ২৫২ রানে। দশম উইকেটে আকাশ দীপ ও জসপ্রীত বুমরা ৫৪ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৭৫তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে কামিন্সকে চার ও ছক্কা মেরেছেন আকাশ।
অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যাটাররা ধারাবাহিক পারফর্ম করতে পারছেন না। ব্রিসবেনে সিরিজের তৃতীয় টেস্টে ঘনঘন বৃষ্টি বাগড়া দিলেও ধপাস করে ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইনআপ। এই ব্যাটিং বিপর্যয়ের মধ্যে কোনো রকমে ফলোঅন এড়াল এশিয়ার দলটি।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের চতুর্থ দিনে ব্রিসবেনে বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। নিয়মিত বিরতিতে বৃষ্টি এলেও দিনের খেলা হয়েছে ৫৭.৫ ওভার। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে একটা পর্যায়ে ফলোঅনের শঙ্কা তৈরি হলেও রবীন্দ্র জাদেজার ফিফটিতে বেঁচে গেছে ভারত। হাতে ১ উইকেট নিয়ে এখনো সফরকারীরা পিছিয়ে ১৯৩ রানে।
প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ১৭ ওভার। দিনের খেলা শুরুর পর তাড়াতাড়ি উইকেট হারায় ভারত। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে রোহিত শর্মাকে ফিরিয়েছেন প্যাট কামিন্স। ব্যর্থতার বৃত্ত থেকে এখনো বের হতে পারছেন না রোহিত। ভারতীয় অধিনায়ক করেছেন ১০ রান।
রোহিত ফিরলে ভারতের স্কোর হয়েছে ২৩.৩ ওভারে ৫ উইকেটে ৭৪ রান। সাত নম্বরে নেমে তখন দলের হাল ধরেন জাদেজা। ষষ্ঠ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৫ বলে ৬৭ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা।৪৩তম ওভারের তৃতীয় বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন নাথান লায়ন। সতীর্থদের আসা-যাওয়ার মধ্যে একপ্রান্ত আগলে রেখে ওপেনার রাহুল করেছেন ৮৪ রান। ১৩৯ বলের ইনিংসে মারেন ৮ চার।
সপ্তম উইকেটে এরপর নীতিশ কুমার রেড্ডির সঙ্গে ১০৪ বলে ৫৩ রানের জুটি গড়তে অবদান রাখেন জাদেজা। এই জুটি গড়ার মাঝেই জাদেজা টেস্ট ক্যারিয়ারের ২২তম ফিফটি তুলে নিয়েছেন। ৬০তম ওভারের পঞ্চম বলে রেড্ডিকে বোল্ড করে জুটি ভাঙেন কামিন্স। আক্রমণাত্মক ব্যাটিংয়ে অভ্যস্ত রেড্ডি এই ম্যাচে ৬১ বলে করেন ১৬ রান।
রেড্ডির বিদায়ের পর ছোটখাটো ধস নামে ভারতের ইনিংসে। ১৯ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোর হয়ে যায় ৯ উইকেটে ২১৩ রান। ৬৬তম ওভারের শেষ বলে জাদেজাকে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। ১২৩ বলে ৭ চার ও ১ ছক্কায় জাদেজা করেন ৭৮ রান।
জাদেজা ফেরার পরও ফলোঅন এড়াতে ভারতের প্রয়োজন ৩৩ রান। সফরকারীরা দিনের খেলা শেষ করেছে ৭৪.৫ ওভারে ৯ উইকেটে ২৫২ রানে। দশম উইকেটে আকাশ দীপ ও জসপ্রীত বুমরা ৫৪ বলে ৩৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েছেন। ৭৫তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে কামিন্সকে চার ও ছক্কা মেরেছেন আকাশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫