বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজস্ব সম্পত্তি। বিপিএলের ৯ মৌসুমের চারটি শিরোপাই জিতেছে কুমিল্লা। কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামেন।
এবারের বিপিএলে কুমিল্লার শিরোপা জয় রূপকথার গল্পের মতো। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভিক্টোরিয়ান্সরা। এরপর টানা ১১ ম্যাচ জিতে নবম বিপিএলের শিরোপা ঘরে তোলেন ইমরুল কায়েসরা। যেখানে গতকাল ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারালেও জয়টা সহজে পায়নি কুমিল্লা। শেষ চার ওভারে দরকার ছিল ৫২ রান। ১৭ তম ওভারে রুবেলের ওভার থেকে কুমিল্লা ২৩ রান তুলে নেয়, যার মধ্যে ২ ছক্কা ও ১ চারে একাই ১৬ রান নেন জনসন চার্লস। শেষ পর্যন্ত চার্লসের ব্যাট থেকেই আসে ম্যাচ উইনিং রান। ৫২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনাল সেরা হন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এছাড়াও গ্রুপ পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন চার্লস। উইন্ডিজ এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়েই বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে কুমিল্লা।
ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই কুমিল্লা মাঠে নামে বলে জানিয়েছেন সালাউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে অন্যরকম। মাঠে যখন আমরা নামি, তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামি। আমাদের লক্ষ্য থাকে আমরা ফাইনাল খেলব। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
বিপিএলের ফাইনালে কুমিল্লা সবসময়ই অপরাজেয়। চার ফাইনাল খেলে চারবারই জিতেছে তারা। টানা দুইবার জিতে এখনও বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ানসরা। চারবারই শিরোপা জয়ী কুমিল্লা দলের কোচ ছিলেন সালাউদ্দিন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা যেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিজস্ব সম্পত্তি। বিপিএলের ৯ মৌসুমের চারটি শিরোপাই জিতেছে কুমিল্লা। কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই তারা মাঠে নামেন।
এবারের বিপিএলে কুমিল্লার শিরোপা জয় রূপকথার গল্পের মতো। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে টুর্নামেন্ট শুরু করেছিল ভিক্টোরিয়ান্সরা। এরপর টানা ১১ ম্যাচ জিতে নবম বিপিএলের শিরোপা ঘরে তোলেন ইমরুল কায়েসরা। যেখানে গতকাল ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারালেও জয়টা সহজে পায়নি কুমিল্লা। শেষ চার ওভারে দরকার ছিল ৫২ রান। ১৭ তম ওভারে রুবেলের ওভার থেকে কুমিল্লা ২৩ রান তুলে নেয়, যার মধ্যে ২ ছক্কা ও ১ চারে একাই ১৬ রান নেন জনসন চার্লস। শেষ পর্যন্ত চার্লসের ব্যাট থেকেই আসে ম্যাচ উইনিং রান। ৫২ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ফাইনাল সেরা হন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। এছাড়াও গ্রুপ পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫৬ বলে ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন চার্লস। উইন্ডিজ এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিংয়েই বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ২১১ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ে কুমিল্লা।
ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই কুমিল্লা মাঠে নামে বলে জানিয়েছেন সালাউদ্দিন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কুমিল্লা কোচ বলেন, ‘আমাদের লক্ষ্য থাকে অন্যরকম। মাঠে যখন আমরা নামি, তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামি। আমাদের লক্ষ্য থাকে আমরা ফাইনাল খেলব। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
বিপিএলের ফাইনালে কুমিল্লা সবসময়ই অপরাজেয়। চার ফাইনাল খেলে চারবারই জিতেছে তারা। টানা দুইবার জিতে এখনও বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ানসরা। চারবারই শিরোপা জয়ী কুমিল্লা দলের কোচ ছিলেন সালাউদ্দিন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে