ক্রীড়া ডেস্ক
ছন্দে না থাকলেও বাবর আজমকে নিয়ে ভরসার কমতি ছিল না। ব্যাটিং লাইনআপে দলের সবচেয়ে অভিজ্ঞ তিনি। তাই ভারতের বিপক্ষে তিনি জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু আরও একবার লিখলেন হতাশার গল্প।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে ২৪২ রানের লক্ষ্য অনায়াসেও পেরিয়ে যায় তারা। কোহলির সঙ্গে বাবরের তুলনা হরহামেশাই করা হয়ে থাকে। গতকাল যদিও তুলনা করার মতো কিছু ছিল না। কেননা বাবরের ব্যাট থেকে আসে কেবল ২৩ রান। এ যেন ভক্তদের প্রত্যাশার সঙ্গে প্রতারণা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ হয়ে তাই বাবরকে প্রতারকই বললেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, ‘আমরা সবসময়, কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন কোহলির নায়ক কে? শচীন টেন্ডুলকার এবং শচীন ১০০টি সেঞ্চুরি করেছে। কোহলি তাঁর পথেই হাঁটছে।’
পাকিস্তানের এক টিভি শোতে বাবর আরও বলেন, ‘বাবর আজমের নায়ক কে? টুক টুক। তুমি ভুল নায়ককে বেছে নিয়েছ। তোমার চিন্তা-ভাবনাই ভুল। শুরু থেকেই তুমি একজন প্রতারক। পাকিস্তান ক্রিকেট নিয়ে আমার কোনো কথাই বলতাম না। টাকা পাচ্ছি বলেই কথা বলতে হচ্ছে। এনিয়ে কথা বলা মানেই সময় নষ্ট করা। এই অধঃপতন আামি ২০০১ সাল থেকেই দেখে আসছি। আমি এমন অধিনায়ক দেখেছি, যাঁদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলায়।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে খুব একটা ছন্দে ছিলেন না কোহলিও। কিন্তু পাকিস্তান বলে কথা, প্রিয় প্রতিপক্ষের সামনে আর নীরব থাকেনি তাঁর ব্যাট। শোয়েব বলেন, ‘আমরা অতীতেও এমনটা দেখেছি। কোহলিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে বললে, সে সেঞ্চুরি করবেই। তাকে টুপি খোলা সম্মান, সে একজন সুপারস্টার। রান তাড়ায় সেরা এবং আধুনিক ক্রিকেটের কিংবদন্তি। তাকে নিয়ে আমি খুবই খুশি। সব প্রশংসাই প্রাপ্য তার জন্য।’
ছন্দে না থাকলেও বাবর আজমকে নিয়ে ভরসার কমতি ছিল না। ব্যাটিং লাইনআপে দলের সবচেয়ে অভিজ্ঞ তিনি। তাই ভারতের বিপক্ষে তিনি জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল ভক্তদের। কিন্তু আরও একবার লিখলেন হতাশার গল্প।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকাল চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। বিরাট কোহলির সেঞ্চুরিতে ২৪২ রানের লক্ষ্য অনায়াসেও পেরিয়ে যায় তারা। কোহলির সঙ্গে বাবরের তুলনা হরহামেশাই করা হয়ে থাকে। গতকাল যদিও তুলনা করার মতো কিছু ছিল না। কেননা বাবরের ব্যাট থেকে আসে কেবল ২৩ রান। এ যেন ভক্তদের প্রত্যাশার সঙ্গে প্রতারণা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ হয়ে তাই বাবরকে প্রতারকই বললেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার, ‘আমরা সবসময়, কোহলির সঙ্গে বাবরের তুলনা করি। এখন আমাকে বলুন কোহলির নায়ক কে? শচীন টেন্ডুলকার এবং শচীন ১০০টি সেঞ্চুরি করেছে। কোহলি তাঁর পথেই হাঁটছে।’
পাকিস্তানের এক টিভি শোতে বাবর আরও বলেন, ‘বাবর আজমের নায়ক কে? টুক টুক। তুমি ভুল নায়ককে বেছে নিয়েছ। তোমার চিন্তা-ভাবনাই ভুল। শুরু থেকেই তুমি একজন প্রতারক। পাকিস্তান ক্রিকেট নিয়ে আমার কোনো কথাই বলতাম না। টাকা পাচ্ছি বলেই কথা বলতে হচ্ছে। এনিয়ে কথা বলা মানেই সময় নষ্ট করা। এই অধঃপতন আামি ২০০১ সাল থেকেই দেখে আসছি। আমি এমন অধিনায়ক দেখেছি, যাঁদের ব্যক্তিত্ব দিনে তিনবার বদলায়।’
চ্যাম্পিয়নস ট্রফির আগে খুব একটা ছন্দে ছিলেন না কোহলিও। কিন্তু পাকিস্তান বলে কথা, প্রিয় প্রতিপক্ষের সামনে আর নীরব থাকেনি তাঁর ব্যাট। শোয়েব বলেন, ‘আমরা অতীতেও এমনটা দেখেছি। কোহলিকে পাকিস্তানের বিপক্ষে খেলতে বললে, সে সেঞ্চুরি করবেই। তাকে টুপি খোলা সম্মান, সে একজন সুপারস্টার। রান তাড়ায় সেরা এবং আধুনিক ক্রিকেটের কিংবদন্তি। তাকে নিয়ে আমি খুবই খুশি। সব প্রশংসাই প্রাপ্য তার জন্য।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে