দ্বিপক্ষীয় সিরিজে ১০ বছরেরও বেশি সময় মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচকে ঘিরে তাই ভক্ত-সমর্থকদের আগ্রহ একটু বেশি থাকে। এবার জানা গেল দুই দলের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু।
আনুষ্ঠানিকভাবে আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির সূচি আইসিসি এখনো প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৮ দলের ১৫ ম্যাচের যে টুর্নামেন্ট হবে, সেখানে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ক্রিকবাজ আরও জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি এরই মধ্যে আইসিসিকে পাঠিয়ে দিয়েছে। ম্যাচগুলোর তারিখ নিয়ে এখনো চিন্তা ভাবনা চলছে। সবচেয়ে বেশি ৭ ম্যাচ হবে লাহোরে। রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির ৫ ও ৩ ম্যাচ। খসড়া সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা করাচিতে। সেমিফাইনাল দুটি হতে পারে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে লাহোরে। এই লাহোরেই ভারতের সব ম্যাচ হওয়ার কথা। যদি ভারত সেমিতে ওঠে, তাহলে সেমিও লাহোরে হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে ক্রিকবাজের প্রতিবেদনে।
নিউইয়র্কে গত রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে পাকিস্তান। একই দিন সকালে ক্রিকবাজ চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টটি। বিভিন্ন বোর্ডের সূত্রের সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে বলে জানিয়েছিল ক্রিকবাজ। প্রথমে ধারণা করা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফি শুক্রবার শুরু হয়ে শেষ হবে রোববার। তবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি বুধবার এবং ৯ মার্চ রোববার।
পাকিস্তানে যেকোনো টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাগড়া দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ‘হাইব্রিড’ মডেলে হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে যেন হয়, এমনটাই ভারতীয় বোর্ড চাচ্ছে বলে শোনা গেছে। যদিও পিসিবি অথবা আইসিসির কেউ হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা করেনি। শেষ মুহূর্তে যেকোনো কিছু পরিবর্তন হওয়ার ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব কিছুই নির্ভর করছে বিসিসিআই ও ভারত সরকারের ওপর।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সব ম্যাচ যে লাহোরে দেওয়ার চিন্তাভাবনা, তা নিয়ে প্রতিবেদন মে মাসে প্রকাশ করেছিল ক্রিকইনফো। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্য খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার।
আরও পড়ুন:
দ্বিপক্ষীয় সিরিজে ১০ বছরেরও বেশি সময় মুখোমুখি হচ্ছে না ভারত-পাকিস্তান। আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচকে ঘিরে তাই ভক্ত-সমর্থকদের আগ্রহ একটু বেশি থাকে। এবার জানা গেল দুই দলের ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু।
আনুষ্ঠানিকভাবে আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফির সূচি আইসিসি এখনো প্রকাশ করেনি ঠিকই। তবে ক্রিকবাজের এক প্রতিবেদনে জানা গেছে, ভারত-পাকিস্তান ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ৮ দলের ১৫ ম্যাচের যে টুর্নামেন্ট হবে, সেখানে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। ক্রিকবাজ আরও জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি এরই মধ্যে আইসিসিকে পাঠিয়ে দিয়েছে। ম্যাচগুলোর তারিখ নিয়ে এখনো চিন্তা ভাবনা চলছে। সবচেয়ে বেশি ৭ ম্যাচ হবে লাহোরে। রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়নস ট্রফির ৫ ও ৩ ম্যাচ। খসড়া সূচি অনুযায়ী, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা করাচিতে। সেমিফাইনাল দুটি হতে পারে করাচি ও রাওয়ালপিন্ডিতে। ফাইনাল হবে লাহোরে। এই লাহোরেই ভারতের সব ম্যাচ হওয়ার কথা। যদি ভারত সেমিতে ওঠে, তাহলে সেমিও লাহোরে হওয়ার সম্ভাবনার কথা জানা গেছে ক্রিকবাজের প্রতিবেদনে।
নিউইয়র্কে গত রাতে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের কাছে ৬ রানে হেরেছে পাকিস্তান। একই দিন সকালে ক্রিকবাজ চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য সূচি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত হবে মিনি বিশ্বকাপখ্যাত টুর্নামেন্টটি। বিভিন্ন বোর্ডের সূত্রের সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে বলে জানিয়েছিল ক্রিকবাজ। প্রথমে ধারণা করা হয়েছিল, চ্যাম্পিয়নস ট্রফি শুক্রবার শুরু হয়ে শেষ হবে রোববার। তবে আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি বুধবার এবং ৯ মার্চ রোববার।
পাকিস্তানে যেকোনো টুর্নামেন্ট আয়োজন হওয়ার কথা থাকলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বাগড়া দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। ২০২৩ এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও ‘হাইব্রিড’ মডেলে হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও হাইব্রিড মডেলে যেন হয়, এমনটাই ভারতীয় বোর্ড চাচ্ছে বলে শোনা গেছে। যদিও পিসিবি অথবা আইসিসির কেউ হাইব্রিড মডেল নিয়ে কোনো আলোচনা করেনি। শেষ মুহূর্তে যেকোনো কিছু পরিবর্তন হওয়ার ব্যাপারটিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব কিছুই নির্ভর করছে বিসিসিআই ও ভারত সরকারের ওপর।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের সব ম্যাচ যে লাহোরে দেওয়ার চিন্তাভাবনা, তা নিয়ে প্রতিবেদন মে মাসে প্রকাশ করেছিল ক্রিকইনফো। লাহোরে ম্যাচ হলে প্রতিবেশী দেশ ভারতের ভক্ত-সমর্থকদের জন্য খেলা দেখতে যাওয়া তুলনামূলক সহজ হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ওয়াগা সীমান্ত থেকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের দূরত্ব ২৯ কিলোমিটার।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫