বাঁচা-মরার ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। পাল্লেকেলেতে গতকাল নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। তবু এই বিশাল জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রয়েছে দুশ্চিন্তা।
টস হেরে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে নেপাল। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে রানের চাকা সচল রাখে নেপাল। প্রথম ১০ ওভারেই ৩টা ক্যাচ মিস করেছে রোহিতের ভারত। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে প্রথম স্লিপে ক্যাচ ছেড়েছেন শ্রেয়াস আয়ার। সে যাত্রায় বেঁচে যান নেপালের ওপেনার কুশল ভুর্টেল। এর পরের ওভারেই সহজ ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে যান আসিফ শেখ। কয়েকবারের চেষ্টায়ও শর্ট কাভারে ক্যাচ ধরতে পারেননি কোহলি। এরপর পঞ্চম ওভারে ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক ইশান কিষান। ক্যাচ মিসের সুযোগগুলো কাজে লাগিয়ে প্রথম ১০ ওভারে নেপাল করে ১ উইকেটে ৬৫ রান।
প্রথম পাওয়ারপ্লে তো রয়েছেই, এরপর ৪১তম ওভারে ক্যাচ ছেড়েছেন ইশান। এ ছাড়া ভারতের কিছু মিস ফিল্ডিংয়ের কারণে রান বাড়ানোর সুযোগ পেয়েছে নেপাল। ভারতের ফিল্ডিং নিয়ে তাই আক্ষেপ ঝরেছে রোহিতের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বোলিং ভালো হয়েছে আজ (গতকাল)। তবে ফিল্ডিং বাজে হয়েছে। আমাদের এ জায়গায় উন্নতি করতে হবে।’
প্রথমে ব্যাট করে নেপালের ইনিংসে হানা দিয়েছে বৃষ্টি। তার পরও নেপাল ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পুরো ৫০ ওভার। যদিও তারা ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১-এর লক্ষ্যে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। ১৭ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন রোহিত। নিজের ইনিংস নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে তা নয় (ইনিংস নিয়ে খুশি কি না)। শুরুতে কিছুটা চাপে ছিলাম। তবে একবার যখন থিতু হয়ে গেলাম, দলের জয় নিশ্চিত করতে চেয়েছিলাম।’
বাঁচা-মরার ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। পাল্লেকেলেতে গতকাল নেপালকে বৃষ্টি আইনে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠেছে ভারত। তবু এই বিশাল জয়ের পর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার রয়েছে দুশ্চিন্তা।
টস হেরে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে নেপাল। ভারতীয় ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে রানের চাকা সচল রাখে নেপাল। প্রথম ১০ ওভারেই ৩টা ক্যাচ মিস করেছে রোহিতের ভারত। ইনিংসের প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে প্রথম স্লিপে ক্যাচ ছেড়েছেন শ্রেয়াস আয়ার। সে যাত্রায় বেঁচে যান নেপালের ওপেনার কুশল ভুর্টেল। এর পরের ওভারেই সহজ ক্যাচ ছেড়েছেন বিরাট কোহলি। দ্বিতীয় ওভারের প্রথম বলে মোহাম্মদ সিরাজকে তুলে মারতে যান আসিফ শেখ। কয়েকবারের চেষ্টায়ও শর্ট কাভারে ক্যাচ ধরতে পারেননি কোহলি। এরপর পঞ্চম ওভারে ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক ইশান কিষান। ক্যাচ মিসের সুযোগগুলো কাজে লাগিয়ে প্রথম ১০ ওভারে নেপাল করে ১ উইকেটে ৬৫ রান।
প্রথম পাওয়ারপ্লে তো রয়েছেই, এরপর ৪১তম ওভারে ক্যাচ ছেড়েছেন ইশান। এ ছাড়া ভারতের কিছু মিস ফিল্ডিংয়ের কারণে রান বাড়ানোর সুযোগ পেয়েছে নেপাল। ভারতের ফিল্ডিং নিয়ে তাই আক্ষেপ ঝরেছে রোহিতের কণ্ঠে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক বলেন, ‘বোলিং ভালো হয়েছে আজ (গতকাল)। তবে ফিল্ডিং বাজে হয়েছে। আমাদের এ জায়গায় উন্নতি করতে হবে।’
প্রথমে ব্যাট করে নেপালের ইনিংসে হানা দিয়েছে বৃষ্টি। তার পরও নেপাল ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে পুরো ৫০ ওভার। যদিও তারা ৪৮.২ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২৩১-এর লক্ষ্যে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। দুই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলে ২৩ ওভারে ১৪৫ রানের লক্ষ্য দাঁড়ায় ভারতের সামনে। ১৭ বল হাতে রেখে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত। ৫৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন রোহিত। নিজের ইনিংস নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আসলে তা নয় (ইনিংস নিয়ে খুশি কি না)। শুরুতে কিছুটা চাপে ছিলাম। তবে একবার যখন থিতু হয়ে গেলাম, দলের জয় নিশ্চিত করতে চেয়েছিলাম।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫