দুর্দান্ত শুরু করা মেসির জার্সি কিনতে ধুম পড়ে গেছে। মেসি ১০ জার্সির আসলটার দাম ১৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১৭ হাজার ৩৫৭ টাকা। রেপ্লিকার দাম ১২৫ ডলার (১৩ হাজার ৫৬০ টাকা) ও জার্সির ইয়ং ভার্সনের দাম ১০৪ ডলার (১১ হাজার ২৮২ টাকা)। এমএলএস স্টোরে অর্ডার করলেই এই জার্সি পাওয়া যাবে। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলারের জার্সির চাহিদা এতই বেশি যে, তা দ্রুত শেষ হয়ে গেছে। এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। এমএলএস স্টোর ছাড়াও অ্যাডিডাস অনলাইন স্টোরে মেসির জার্সি প্রি-অর্ডার করা যাবে। অ্যাডিডাসের সেলস পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আইটেমটা (মেসির জার্সি) আগে থেকে অর্ডার করতে হয়। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ এর পরে এটা পাঠানো হবে।’ অ্যাডিডাসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, ‘যেসব ভক্ত সমর্থকেরা জার্সি চাইছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব জার্সি দেওয়ার চেষ্টা করছি। যেন তাঁরা অনলাইনে অথবা আমাদের স্টোর থেকে নিতে পারেন।’
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচ দিয়ে অভিষেক হয় মেসির। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রিকিকে মিয়ামির হয়ে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলে ২-১-এ জয় পায় মিয়ামি। এরপর একই মাঠে গত পরশু আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন।
দুর্দান্ত শুরু করা মেসির জার্সি কিনতে ধুম পড়ে গেছে। মেসি ১০ জার্সির আসলটার দাম ১৬০ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১৭ হাজার ৩৫৭ টাকা। রেপ্লিকার দাম ১২৫ ডলার (১৩ হাজার ৫৬০ টাকা) ও জার্সির ইয়ং ভার্সনের দাম ১০৪ ডলার (১১ হাজার ২৮২ টাকা)। এমএলএস স্টোরে অর্ডার করলেই এই জার্সি পাওয়া যাবে। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলারের জার্সির চাহিদা এতই বেশি যে, তা দ্রুত শেষ হয়ে গেছে। এই জার্সি পেতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। এমএলএস স্টোর ছাড়াও অ্যাডিডাস অনলাইন স্টোরে মেসির জার্সি প্রি-অর্ডার করা যাবে। অ্যাডিডাসের সেলস পেজ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই আইটেমটা (মেসির জার্সি) আগে থেকে অর্ডার করতে হয়। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ এর পরে এটা পাঠানো হবে।’ অ্যাডিডাসের এক মুখপাত্র এ ব্যাপারে বলেন, ‘যেসব ভক্ত সমর্থকেরা জার্সি চাইছেন, তাঁদের যত তাড়াতাড়ি সম্ভব জার্সি দেওয়ার চেষ্টা করছি। যেন তাঁরা অনলাইনে অথবা আমাদের স্টোর থেকে নিতে পারেন।’
২১ জুলাই ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ইন্টার মিয়ামি-ক্রুজ আজুল ম্যাচ দিয়ে অভিষেক হয় মেসির। অতিরিক্ত সময়ে দুর্দান্ত এক ফ্রিকিকে মিয়ামির হয়ে প্রথম গোল করেন মেসি। আর্জেন্টাইন তারকা ফুটবলারের গোলে ২-১-এ জয় পায় মিয়ামি। এরপর একই মাঠে গত পরশু আটলান্টা ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছে মিয়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন মেসি এবং একটি গোলে অ্যাসিস্ট করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৪ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৪ দিন আগে