সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে পাকিস্তান ও নেদারল্যান্ডস দল দুটির কাছে ম্যাচটি ছিল ‘মাস্ট উইন গেইম।’ শেষ পর্যন্ত টিকে গেল পাকিস্তান। পার্থে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে সেমির আশা এখনো বাঁচিয়ে রাখল বাবর আজমের দল। আর প্রতিযোগিতা থেকে ছিটকে গেল নেদারল্যান্ডস।
৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটি আজও দ্রুত ভেঙে যায়। রোয়েলফ ফন ডার মারউইর ডিরেক্ট থ্রোতে রানআউটে কাটা পড়েন বাবর। এবারের বিশ্বকাপে এখনো দুই অঙ্ক ছুঁতে পারেননি পাকিস্তানের অধিনায়ক। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ক্রিজে আসেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান-ফখর করেছেন ৩১ বলে ৩৭ রানের জুটি। ফখরকে স্কট এডওয়ার্ডসের বলে কটবিহাইন্ড করে এই জুটি ভেঙে দেন ব্রেন্ডন গ্লোভার। ১৬ বলে ২০ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
ফখরের বিদায়ের পর উইকেটে আসেন শান মাসুদ। তৃতীয় উইকেট জুটিতে মাসুদ-রিজওয়ানের কাছে অবশ্য ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল। তবে রিজওয়ানকে কটবিহাইন্ড করে ৩০ রানের জুটি ভেঙে দেন পল ফন মিকেরেন। এরপর জয় থেকে এক রান বাকি থাকতে ড্রেসিংরুমের পথ ধরেন শান মাসুদ। বাকি আনুষ্ঠানিকতা সারেন শাদাব খান। ১৪তম ওভারের পঞ্চম বলে গ্লোভারকে চার মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান শাদাব।
পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৯ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। ডাচদের মধ্যে দুটো উইকেট নিয়েছেন গ্লোভার। ম্যাচসেরা হয়েছেন শাদাব। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই লেগস্পিনার।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ডাচরা করেন ৯১ রান। সর্বোচ্চ ২৭ রান করেন কলিন অ্যাকারমান।
সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে পাকিস্তান ও নেদারল্যান্ডস দল দুটির কাছে ম্যাচটি ছিল ‘মাস্ট উইন গেইম।’ শেষ পর্যন্ত টিকে গেল পাকিস্তান। পার্থে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে সেমির আশা এখনো বাঁচিয়ে রাখল বাবর আজমের দল। আর প্রতিযোগিতা থেকে ছিটকে গেল নেদারল্যান্ডস।
৯২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের উদ্বোধনী জুটি আজও দ্রুত ভেঙে যায়। রোয়েলফ ফন ডার মারউইর ডিরেক্ট থ্রোতে রানআউটে কাটা পড়েন বাবর। এবারের বিশ্বকাপে এখনো দুই অঙ্ক ছুঁতে পারেননি পাকিস্তানের অধিনায়ক। ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর ক্রিজে আসেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ান-ফখর করেছেন ৩১ বলে ৩৭ রানের জুটি। ফখরকে স্কট এডওয়ার্ডসের বলে কটবিহাইন্ড করে এই জুটি ভেঙে দেন ব্রেন্ডন গ্লোভার। ১৬ বলে ২০ রান করেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার।
ফখরের বিদায়ের পর উইকেটে আসেন শান মাসুদ। তৃতীয় উইকেট জুটিতে মাসুদ-রিজওয়ানের কাছে অবশ্য ম্যাচ শেষ করে আসার সুযোগ ছিল। তবে রিজওয়ানকে কটবিহাইন্ড করে ৩০ রানের জুটি ভেঙে দেন পল ফন মিকেরেন। এরপর জয় থেকে এক রান বাকি থাকতে ড্রেসিংরুমের পথ ধরেন শান মাসুদ। বাকি আনুষ্ঠানিকতা সারেন শাদাব খান। ১৪তম ওভারের পঞ্চম বলে গ্লোভারকে চার মেরে পাকিস্তানকে জয়ের বন্দরে নিয়ে যান শাদাব।
পাকিস্তানিদের মধ্যে সর্বোচ্চ ইনিংস খেলেছেন মোহাম্মদ রিজওয়ান। ৩৯ বলে ৪৯ রান করেন পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার। ডাচদের মধ্যে দুটো উইকেট নিয়েছেন গ্লোভার। ম্যাচসেরা হয়েছেন শাদাব। ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই লেগস্পিনার।
টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ডাচরা করেন ৯১ রান। সর্বোচ্চ ২৭ রান করেন কলিন অ্যাকারমান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫