ওয়াশিংটন সুন্দরকে চার মারার পরই উদযাপন শুরু বিউ ওয়েবস্টারের। ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জয়ের উপলক্ষ্যেই ওয়েবস্টারের এমন উদযাপন। এই জয়ে অস্ট্রেলিয়া উঠে গেল ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। একই সঙ্গে অজিরা ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে লিখিয়ে নিল নিজের নামে।
সিডনিতে পঞ্চম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬২ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট এবং ২০০-এর বেশি ওভার রয়েছে। কারণ, আজ তো ছিল অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের তৃতীয় দিন। তবে অজিরা তিন দিনেই ম্যাচ জিতেছে। ২৭ ওভারে ৪ উইকেটে করেছে ১৬২ রান। ৬ রানরেটে ব্যাটিং করে জিতে অজিরা ভাঙল ২২ বছরের পুরোনো রেকর্ড। ১৫০ বা তার বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে সর্বোচ্চ রানরেটে জয়ের ঘটনা এটাই। এর আগে এই কীর্তি অজিরাই গড়েছিল ২০০৩ সালে সিডনিতে।
নিজেদের মাঠে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, সেটা পরিসংখ্যান আরেকটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়ায় ১৫০ বা তার বেশি রান তাড়া করে সর্বোচ্চ রানরেটে টেস্ট জয়ের সেরা পাঁচের প্রত্যেকটিতেই করেছে অজিরা। পাঁচটির চারটিই আবার সিডনিতে। যার মধ্যে ২০০৬ সালের জানুয়ারিতে সিডনিতে প্রোটিয়াদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে অজিরা জিতেছিল ৮ উইকেটে। অস্ট্রেলিয়ার তখন রানরেট ছিল ৪.৭৬। এই তালিকায় সেরা পাঁচে থাকা একমাত্র ম্যাচটি হয়েছে অ্যাডিলেডে। ২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অজিরা জিতেছিল ৫.১১ রানরেটে ব্যাটিং করে।
২০২১-২৩ সালে সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। আজ সেই ভারতকে বিদায় করে ফাইনালে উঠল অজিরা। লর্ডসে এ বছরের ১১ জুন শুরু হবে ২০২৩-২৫ চক্রের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য | রানরেট | দল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|---|
১৬২ | ৬ | অস্ট্রেলিয়া | ভারত | সিডনি | ২০২৫ |
১৭২ | ৫.৮৯ | অস্ট্রেলিয়া | জিম্বাবুয়ে | সিডনি | ২০০৩ |
১৬৮ | ৫.১১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | অ্যাডিলেড | ২০০৬ |
২৮৭ | ৪.৭৬ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ২০০৬ |
১৯৮ | ৪.৫৮ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ১৯১১ |
ওয়াশিংটন সুন্দরকে চার মারার পরই উদযাপন শুরু বিউ ওয়েবস্টারের। ভারতের বিপক্ষে ১০ বছর পর টেস্ট সিরিজ জয়ের উপলক্ষ্যেই ওয়েবস্টারের এমন উদযাপন। এই জয়ে অস্ট্রেলিয়া উঠে গেল ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। একই সঙ্গে অজিরা ২৩ বছরের পুরোনো রেকর্ড ভেঙে লিখিয়ে নিল নিজের নামে।
সিডনিতে পঞ্চম টেস্ট জিততে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬২ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট এবং ২০০-এর বেশি ওভার রয়েছে। কারণ, আজ তো ছিল অস্ট্রেলিয়া-ভারত পঞ্চম টেস্টের তৃতীয় দিন। তবে অজিরা তিন দিনেই ম্যাচ জিতেছে। ২৭ ওভারে ৪ উইকেটে করেছে ১৬২ রান। ৬ রানরেটে ব্যাটিং করে জিতে অজিরা ভাঙল ২২ বছরের পুরোনো রেকর্ড। ১৫০ বা তার বেশি রান তাড়া করে অস্ট্রেলিয়ার মাঠে টেস্টে সর্বোচ্চ রানরেটে জয়ের ঘটনা এটাই। এর আগে এই কীর্তি অজিরাই গড়েছিল ২০০৩ সালে সিডনিতে।
নিজেদের মাঠে অস্ট্রেলিয়া কতটা শক্তিশালী, সেটা পরিসংখ্যান আরেকটু গভীরভাবে দেখলেই বোঝা যাবে। অস্ট্রেলিয়ায় ১৫০ বা তার বেশি রান তাড়া করে সর্বোচ্চ রানরেটে টেস্ট জয়ের সেরা পাঁচের প্রত্যেকটিতেই করেছে অজিরা। পাঁচটির চারটিই আবার সিডনিতে। যার মধ্যে ২০০৬ সালের জানুয়ারিতে সিডনিতে প্রোটিয়াদের দেওয়া ২৮৭ রানের লক্ষ্য তাড়া করে অজিরা জিতেছিল ৮ উইকেটে। অস্ট্রেলিয়ার তখন রানরেট ছিল ৪.৭৬। এই তালিকায় সেরা পাঁচে থাকা একমাত্র ম্যাচটি হয়েছে অ্যাডিলেডে। ২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে অজিরা জিতেছিল ৫.১১ রানরেটে ব্যাটিং করে।
২০২১-২৩ সালে সবশেষ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। আজ সেই ভারতকে বিদায় করে ফাইনালে উঠল অজিরা। লর্ডসে এ বছরের ১১ জুন শুরু হবে ২০২৩-২৫ চক্রের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে অজিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য | রানরেট | দল | প্রতিপক্ষ | ভেন্যু | সাল |
---|---|---|---|---|---|
১৬২ | ৬ | অস্ট্রেলিয়া | ভারত | সিডনি | ২০২৫ |
১৭২ | ৫.৮৯ | অস্ট্রেলিয়া | জিম্বাবুয়ে | সিডনি | ২০০৩ |
১৬৮ | ৫.১১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | অ্যাডিলেড | ২০০৬ |
২৮৭ | ৪.৭৬ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ২০০৬ |
১৯৮ | ৪.৫৮ | অস্ট্রেলিয়া | দক্ষিণ আফ্রিকা | সিডনি | ১৯১১ |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫