নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের পেসারদের তোপ দাগানো বোলিংয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ধুঁকছে শ্রীলঙ্কা। প্রথম দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে হারিয়ে ৯২ রান তুলেছে লঙ্কানরা। ঘাসের ছোঁয়া পেয়ে প্রথম সেশনে টানা বল করে গেছেন পেস বোলাররা। মেঘলা আবহাওয়ায় সবুজ উইকেটে তারুণ্যনির্ভর বাংলাদেশের পেস আক্রমণ নাভিশ্বাস তুলে ছাড়ল লঙ্কান ব্যাটারদের।
দিনের প্রথম সেশনে বাংলাদেশের পেসারদের এমন বোলিংয়ে মুগ্ধতা ঝরেছে আতহার আলী খানের কণ্ঠে। ধারাভাষ্যকক্ষে আতহার বলেন, ‘আমার মনে পড়ে না বাংলাদেশের পেসাররা প্রথম দিনে এত সুন্দর সকাল পেয়েছে কি না ৷ বাংলাদেশ তুলে নিয়েছে ৫ উইকেট।’
ছন্দ খোঁজা খালেদ এই টেস্টে একাদশে সুযোগ পাবেন কি না, এটা নিয়েও ছিল সংশয়। টেস্টে টানা ৪ ইনিংসে ছিলেন উইকেটশূন্য। শেষ ৭ ইনিংসের মধ্যে ২ ইনিংসে উইকেট পেয়েছেন একটি কর, ৫ ইনিংসে দেখাই পাননি উইকেটের। প্রত্যাবর্তনের জন্য নিজের ঘরের মাঠকেই যেন বেছে নিলেন সিলেটের এই পেসার।
শ্রীলঙ্কার টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেন খালেদ। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে অভিজ্ঞ দিমুথ করুণারত্নের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন তরুণ নিশান মাদুশকা। কিন্তু দ্বিতীয় ওভারেই খালেদের গুড লেংথের হালকা বেরিয়ে যাওয়া বলে বোকা বনে যান মাদুশকা। কিছুটা দ্বিধাদ্বন্দ্বে খেলতে গিয়ে ওভারের শেষ বল তাঁর ব্যাট ছুঁয়ে থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে জমা পড়ে। ২ রানে ফেরেন মাদুশকা।
দ্বিতীয় উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় আরও ১০ ওভার। দ্বিতীয় উইকেটে শুরুর বিপর্যয় সামলে জুটি বড় করার চেষ্টা করেন করুণারত্নে ও কুশল মেন্ডিস। ১২তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে দলকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন খালেদ। খালেদের হঠাৎ লাফিয়ে ওঠা বল মেন্ডিসও অনেকটা সংশয় নিয়ে না কাট করার চেষ্টা করেন। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে গালিতে জাকির হাসানের হাতে গিয়ে পৌঁছায়। ১৬ আসে মেন্ডিসের ব্যাট থেকে। একই ওভারের শেষ বলে থিতু হওয়া করুণারত্নেকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন খালেদ। শ্রীলঙ্কার টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিলেন তিনি। খালেদের ইনসুইংয়ে কয়েকবারই অল্পের জন্য বেঁচে যান করুণারত্নে। ওভার দ্য উইকেট থেকে করা বল করুণারত্নের ব্যাটের নিচ দিয়ে অফ-স্টাম্প উপড়ে দেয়। ৩৭ বল খেলে ১৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
খালেদের পরের ওভারে রানআউট হয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুস (৫)। ১৭তম ওভারে শরীফুল ইসলামের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল (৯)। ষষ্ঠ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন। এরই মধ্যে ৩৫ রানে জুটি গড়েছেন দুজনে। ধনাঞ্জয়া ২৫ ও কামিন্দু ১১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের পেসারদের তোপ দাগানো বোলিংয়ে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ধুঁকছে শ্রীলঙ্কা। প্রথম দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেটে হারিয়ে ৯২ রান তুলেছে লঙ্কানরা। ঘাসের ছোঁয়া পেয়ে প্রথম সেশনে টানা বল করে গেছেন পেস বোলাররা। মেঘলা আবহাওয়ায় সবুজ উইকেটে তারুণ্যনির্ভর বাংলাদেশের পেস আক্রমণ নাভিশ্বাস তুলে ছাড়ল লঙ্কান ব্যাটারদের।
দিনের প্রথম সেশনে বাংলাদেশের পেসারদের এমন বোলিংয়ে মুগ্ধতা ঝরেছে আতহার আলী খানের কণ্ঠে। ধারাভাষ্যকক্ষে আতহার বলেন, ‘আমার মনে পড়ে না বাংলাদেশের পেসাররা প্রথম দিনে এত সুন্দর সকাল পেয়েছে কি না ৷ বাংলাদেশ তুলে নিয়েছে ৫ উইকেট।’
ছন্দ খোঁজা খালেদ এই টেস্টে একাদশে সুযোগ পাবেন কি না, এটা নিয়েও ছিল সংশয়। টেস্টে টানা ৪ ইনিংসে ছিলেন উইকেটশূন্য। শেষ ৭ ইনিংসের মধ্যে ২ ইনিংসে উইকেট পেয়েছেন একটি কর, ৫ ইনিংসে দেখাই পাননি উইকেটের। প্রত্যাবর্তনের জন্য নিজের ঘরের মাঠকেই যেন বেছে নিলেন সিলেটের এই পেসার।
শ্রীলঙ্কার টপ অর্ডার একাই গুঁড়িয়ে দেন খালেদ। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে অভিজ্ঞ দিমুথ করুণারত্নের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন তরুণ নিশান মাদুশকা। কিন্তু দ্বিতীয় ওভারেই খালেদের গুড লেংথের হালকা বেরিয়ে যাওয়া বলে বোকা বনে যান মাদুশকা। কিছুটা দ্বিধাদ্বন্দ্বে খেলতে গিয়ে ওভারের শেষ বল তাঁর ব্যাট ছুঁয়ে থার্ড স্লিপে মেহেদী হাসান মিরাজের হাতে জমা পড়ে। ২ রানে ফেরেন মাদুশকা।
দ্বিতীয় উইকেট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় আরও ১০ ওভার। দ্বিতীয় উইকেটে শুরুর বিপর্যয় সামলে জুটি বড় করার চেষ্টা করেন করুণারত্নে ও কুশল মেন্ডিস। ১২তম ওভারে মেন্ডিসকে ফিরিয়ে দলকে দারুণ ব্রেক-থ্রু এনে দেন খালেদ। খালেদের হঠাৎ লাফিয়ে ওঠা বল মেন্ডিসও অনেকটা সংশয় নিয়ে না কাট করার চেষ্টা করেন। কিন্তু বল তার ব্যাট ছুঁয়ে গালিতে জাকির হাসানের হাতে গিয়ে পৌঁছায়। ১৬ আসে মেন্ডিসের ব্যাট থেকে। একই ওভারের শেষ বলে থিতু হওয়া করুণারত্নেকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন খালেদ। শ্রীলঙ্কার টপ অর্ডার একাই গুঁড়িয়ে দিলেন তিনি। খালেদের ইনসুইংয়ে কয়েকবারই অল্পের জন্য বেঁচে যান করুণারত্নে। ওভার দ্য উইকেট থেকে করা বল করুণারত্নের ব্যাটের নিচ দিয়ে অফ-স্টাম্প উপড়ে দেয়। ৩৭ বল খেলে ১৭ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
খালেদের পরের ওভারে রানআউট হয়ে ফেরেন অ্যাঞ্জেলো ম্যাথুস (৫)। ১৭তম ওভারে শরীফুল ইসলামের বলে লেগ স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন দিনেশ চান্দিমাল (৯)। ষষ্ঠ উইকেটে ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস বিপর্যয় সামলানোর চেষ্টা করছেন। এরই মধ্যে ৩৫ রানে জুটি গড়েছেন দুজনে। ধনাঞ্জয়া ২৫ ও কামিন্দু ১১ রানে অপরাজিত আছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে