হাঁটুর চোটে শাহিন শাহ আফ্রিদির ছিটকে যাওয়া প্রতিপক্ষদের জন্য স্বস্তির খবর, বিশেষ করে ভারতের জন্য। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডার ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন পাকিস্তানি এই পেসার। কিন্তু তিনি না থাকায় স্বস্তির বদলে কষ্ট অনুভব করেছেন লোকেশ রাহুল। ভারতীয় ব্যাটারের মতে, শাহিনের না থাকাটা সত্যি হতাশার।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপ শুরু হলেও সবার নজর ভারত-পাকিস্তান ম্যাচে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হেভিওয়েট ম্যাচ আগামীকাল। এই ম্যাচকে কেন্দ্র করেই সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক রাহুল। তিনি সংবাদ সম্মেলনেই শাহিনকে নিয়ে বলেছেন, ‘শাহিন বিশ্বমানের একজন বোলার। আমাদের মানসিকতা ছিল মানসম্মত বোলারদের মুখোমুখি হওয়া। বিশ্বমানের বোলার, মানসম্মত বোলার। বাঁ-হাতি পেসাররা আরও বিপজ্জনক সমস্যা তৈরি করে। সে দলে থাকলে আমাদের জন্য চ্যালেঞ্জটা ভালো হতো। একজন খেলোয়াড়ের জন্য এ সময়টা খুবই হতাশার। সে এশিয়া কাপের অংশ হতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওকে বিপক্ষ দলে পাচ্ছি না।’
চোটে পড়ার কষ্টটা ভালোই বোঝেন রাহুল। চোটে পড়ায় গত নভেম্বর থেকে হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি সিরিজ। চোটমুক্ত হয়ে এ মাসে জিম্বাবুয়ে সিরিজে ফিরেছেন ভারতীয় এই ব্যাটার। সেই উপলব্ধি থেকেই শাহিনের কষ্টটা বুঝতে পারছেন ভারতের সহ-অধিনায়ক। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে না থাকাটা পাকিস্তানি পেসারের জন্য অবশ্যই আরও হতাশার।
দুই দলের শেষ দেখায় পাকিস্তান ১০ উইকেটে জিতেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে শাহিনের তোপে ভারতের ব্যাটিং অর্ডার ধসে পড়েছিল। ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার।
রাহুল ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে বলেছেন, ‘খেলোয়াড় ও ভারতীয় দলের সদস্য হিসেবে খুবই উত্তেজিত। অন্য সময় দুই দলের খেলাও হয় না। তাই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে আছি। পাকিস্তানের মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা ভালো। দুই দলের অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। বিশ্বকাপের কোনো খেলায় হেরে গেলে একটু কষ্টই হয়। পাকিস্তানের কাছে আমরা বিধ্বস্ত হয়েছিলাম। এবার আমরা একটা সুযোগ পেয়েছি। তাই শূন্য থেকে শুরু করতে চাই।’
হাঁটুর চোটে শাহিন শাহ আফ্রিদির ছিটকে যাওয়া প্রতিপক্ষদের জন্য স্বস্তির খবর, বিশেষ করে ভারতের জন্য। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের টপ অর্ডার ব্যাটিং ধসিয়ে দিয়েছিলেন পাকিস্তানি এই পেসার। কিন্তু তিনি না থাকায় স্বস্তির বদলে কষ্ট অনুভব করেছেন লোকেশ রাহুল। ভারতীয় ব্যাটারের মতে, শাহিনের না থাকাটা সত্যি হতাশার।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ দিয়ে আজ এশিয়া কাপ শুরু হলেও সবার নজর ভারত-পাকিস্তান ম্যাচে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হেভিওয়েট ম্যাচ আগামীকাল। এই ম্যাচকে কেন্দ্র করেই সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক রাহুল। তিনি সংবাদ সম্মেলনেই শাহিনকে নিয়ে বলেছেন, ‘শাহিন বিশ্বমানের একজন বোলার। আমাদের মানসিকতা ছিল মানসম্মত বোলারদের মুখোমুখি হওয়া। বিশ্বমানের বোলার, মানসম্মত বোলার। বাঁ-হাতি পেসাররা আরও বিপজ্জনক সমস্যা তৈরি করে। সে দলে থাকলে আমাদের জন্য চ্যালেঞ্জটা ভালো হতো। একজন খেলোয়াড়ের জন্য এ সময়টা খুবই হতাশার। সে এশিয়া কাপের অংশ হতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ওকে বিপক্ষ দলে পাচ্ছি না।’
চোটে পড়ার কষ্টটা ভালোই বোঝেন রাহুল। চোটে পড়ায় গত নভেম্বর থেকে হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি সিরিজ। চোটমুক্ত হয়ে এ মাসে জিম্বাবুয়ে সিরিজে ফিরেছেন ভারতীয় এই ব্যাটার। সেই উপলব্ধি থেকেই শাহিনের কষ্টটা বুঝতে পারছেন ভারতের সহ-অধিনায়ক। এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে না থাকাটা পাকিস্তানি পেসারের জন্য অবশ্যই আরও হতাশার।
দুই দলের শেষ দেখায় পাকিস্তান ১০ উইকেটে জিতেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ম্যাচে শাহিনের তোপে ভারতের ব্যাটিং অর্ডার ধসে পড়েছিল। ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার।
রাহুল ভারত-পাকিস্তান ম্যাচ সম্পর্কে বলেছেন, ‘খেলোয়াড় ও ভারতীয় দলের সদস্য হিসেবে খুবই উত্তেজিত। অন্য সময় দুই দলের খেলাও হয় না। তাই ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে আছি। পাকিস্তানের মতো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা ভালো। দুই দলের অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। বিশ্বকাপের কোনো খেলায় হেরে গেলে একটু কষ্টই হয়। পাকিস্তানের কাছে আমরা বিধ্বস্ত হয়েছিলাম। এবার আমরা একটা সুযোগ পেয়েছি। তাই শূন্য থেকে শুরু করতে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫