নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নাহিদ রানা। হাসান মাহমুদ অবশ্য বেশ কিছু সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ছিল দুজনের জন্যই সাদা পোশাকে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে সেই টেস্ট জেতাতে দুই পেসারই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আর সেটি সম্ভব হয়েছে পারস্পরিক সহযোগিতায়।
মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাহিদকে অভিজ্ঞতা দিয়ে বেশ সাহায্য করেছেন দলের অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান। আজ বিসিবির ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি, ‘ভাইয়ের (হাসান) সঙ্গে বোলিং করে অনেক ভালো লেগেছে। যখন আমি বোলিং করি, শুরুর দিকে একটু ব্যাকফুটে ছিলাম। ভাইয়া ও শরীফুল ভাই দুজনে মিলে বুঝিয়েছে, লাইন-লেন্থ ঠিক করে বোলিং করতে। আমি যখন এক স্পেলের পর আরেক স্পেলে বোলিংয়ে আসছি, দুজনে বুদ্ধি দিয়েছে। এটা-ওটা করলে কী হয় এসব বলে অনেক সাহায্য করেছে।’
সতীর্থ পেসারকে নিয়ে আশাবাদী হাসানও। সেই ভিডিও বার্তায় তিনিও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই ভিন্ন। সে হিসেবে ও (নাহিদ) খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। যত তাড়াতাড়ি ও খাপ খাইয়ে নিতে পারবে, ওর জন্য ভালো। আমরা চেষ্টা করছি, ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে। ওকে সাহস দেওয়া, অনুপ্রাণিত করা, সবকিছু মিলিয়ে ও যাতে ম্যাচে ভালো করতে পারে এটাই চেষ্টা করি।’
বাংলাদেশি পেসাররা রাওয়ালপিন্ডি টেস্টে উইকেট নিয়েছে ৭টি। অনুশীলনে ভালো করার প্রভাবটাই ম্যাচে রাখতে পেরেছেন মনে করেন হাসান, ‘আমরা পেসাররা সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অনুশীলনে, এর প্রভাবটাই আসলে ম্যাচে পড়েছে। দেখা গেছে, দুই পাশ থেকে আমি শরীফুল বোলিং করছি, পরে রানা আসল। ও আমাদেরকেও সাহায্য করেছে। দলের জন্য তার অনেক অবদান ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেটে একেবারে নতুন নাহিদ রানা। হাসান মাহমুদ অবশ্য বেশ কিছু সীমিত ওভারের ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ছিল দুজনের জন্যই সাদা পোশাকে দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশকে সেই টেস্ট জেতাতে দুই পেসারই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আর সেটি সম্ভব হয়েছে পারস্পরিক সহযোগিতায়।
মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা নাহিদকে অভিজ্ঞতা দিয়ে বেশ সাহায্য করেছেন দলের অন্য দুই পেসার শরীফুল ইসলাম ও হাসান। আজ বিসিবির ভিডিও বার্তায় সেই অভিজ্ঞতা তুলে ধরলেন তিনি, ‘ভাইয়ের (হাসান) সঙ্গে বোলিং করে অনেক ভালো লেগেছে। যখন আমি বোলিং করি, শুরুর দিকে একটু ব্যাকফুটে ছিলাম। ভাইয়া ও শরীফুল ভাই দুজনে মিলে বুঝিয়েছে, লাইন-লেন্থ ঠিক করে বোলিং করতে। আমি যখন এক স্পেলের পর আরেক স্পেলে বোলিংয়ে আসছি, দুজনে বুদ্ধি দিয়েছে। এটা-ওটা করলে কী হয় এসব বলে অনেক সাহায্য করেছে।’
সতীর্থ পেসারকে নিয়ে আশাবাদী হাসানও। সেই ভিডিও বার্তায় তিনিও বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের চাপটাই ভিন্ন। সে হিসেবে ও (নাহিদ) খুব তাড়াতাড়ি খাপ খাইয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে। যত তাড়াতাড়ি ও খাপ খাইয়ে নিতে পারবে, ওর জন্য ভালো। আমরা চেষ্টা করছি, ওকে যত গোছানো যায় ম্যাচের মধ্যে। ওকে সাহস দেওয়া, অনুপ্রাণিত করা, সবকিছু মিলিয়ে ও যাতে ম্যাচে ভালো করতে পারে এটাই চেষ্টা করি।’
বাংলাদেশি পেসাররা রাওয়ালপিন্ডি টেস্টে উইকেট নিয়েছে ৭টি। অনুশীলনে ভালো করার প্রভাবটাই ম্যাচে রাখতে পেরেছেন মনে করেন হাসান, ‘আমরা পেসাররা সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি অনুশীলনে, এর প্রভাবটাই আসলে ম্যাচে পড়েছে। দেখা গেছে, দুই পাশ থেকে আমি শরীফুল বোলিং করছি, পরে রানা আসল। ও আমাদেরকেও সাহায্য করেছে। দলের জন্য তার অনেক অবদান ছিল।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫