অধিনায়কত্ব পাওয়ার পর দলকে নেতৃত্ব দিতে দীর্ঘ ৯ মাস অপেক্ষা করতে হয়েছিল তামিম ইকবালকে। পূর্ণ মেয়াদে তামিম অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এরপর টানা চারটি সিরিজে নেতৃত্ব দিয়েছেন তামিম। সব মিলিয়ে গত দুই বছরে পাঁচ সিরিজে নেতৃত্ব দিয়ে চারটিতেই জিতিয়েছেন দলকে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সংবাদমাধ্যমকে তামিম অবশ্য বলেছেন, তিনি এখনো অধিনায়কত্ব শিখছেন।
অধিনায়কত্বের দ্বিতীয় সিরিজেই মুদ্রার উল্টো পিঠ দেখেছিলেন তামিম। নিউজিল্যান্ডে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছিল বাংলাদেশ। ওই সফরের পর এই দক্ষিণ আফ্রিকা সিরিজ তামিমের জন্য আরেকটি বড় পরীক্ষার মঞ্চ। নিজের অধিনায়কত্ব নিয়ে তামিম বললেন, ‘হয়তো ১৩-১৪টা ম্যাচে অধিনায়কত্ব করেছি। আমার কাছে মনে হয় প্রতিটি ম্যাচেই কিছু না কিছু শেখার বিষয় থাকে। কারণ প্রতিটি ম্যাচেই ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। আর এখান থেকেই আমি শিখি।’
তামিমের অধীনে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে বাংলাদেশ। এর পরও নিজেকে মূল্যায়নের ভার অন্যদেরই দিলেন ওয়ানডে অধিনায়ক, ‘যদি অনেক দিন ধরে কিংবা বয়সভিত্তিক দল থেকে অধিনায়কত্ব করা হয়, তাহলে অভিজ্ঞতা আসবে। কিন্তু আমার জন্য প্রতিটি ম্যাচই কিছু না কিছু শেখার। আমি কেমন অধিনায়ক কিংবা দলে কতটুকু অবদান রাখছি সেটা আমি মূল্যায়ন করতে পারব না। অন্যরা আমাকে মূল্যায়ন করবে।’
অধিনায়কত্ব পাওয়ার পর দলকে নেতৃত্ব দিতে দীর্ঘ ৯ মাস অপেক্ষা করতে হয়েছিল তামিম ইকবালকে। পূর্ণ মেয়াদে তামিম অধিনায়কত্ব পাওয়ার পর প্রথম সিরিজেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এরপর টানা চারটি সিরিজে নেতৃত্ব দিয়েছেন তামিম। সব মিলিয়ে গত দুই বছরে পাঁচ সিরিজে নেতৃত্ব দিয়ে চারটিতেই জিতিয়েছেন দলকে। দক্ষিণ আফ্রিকা সফরের আগে সংবাদমাধ্যমকে তামিম অবশ্য বলেছেন, তিনি এখনো অধিনায়কত্ব শিখছেন।
অধিনায়কত্বের দ্বিতীয় সিরিজেই মুদ্রার উল্টো পিঠ দেখেছিলেন তামিম। নিউজিল্যান্ডে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হেরে এসেছিল বাংলাদেশ। ওই সফরের পর এই দক্ষিণ আফ্রিকা সিরিজ তামিমের জন্য আরেকটি বড় পরীক্ষার মঞ্চ। নিজের অধিনায়কত্ব নিয়ে তামিম বললেন, ‘হয়তো ১৩-১৪টা ম্যাচে অধিনায়কত্ব করেছি। আমার কাছে মনে হয় প্রতিটি ম্যাচেই কিছু না কিছু শেখার বিষয় থাকে। কারণ প্রতিটি ম্যাচেই ভিন্ন ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। আর এখান থেকেই আমি শিখি।’
তামিমের অধীনে ওয়ানডে সুপার লিগে পয়েন্ট টেবিলের ১ নম্বরে আছে বাংলাদেশ। এর পরও নিজেকে মূল্যায়নের ভার অন্যদেরই দিলেন ওয়ানডে অধিনায়ক, ‘যদি অনেক দিন ধরে কিংবা বয়সভিত্তিক দল থেকে অধিনায়কত্ব করা হয়, তাহলে অভিজ্ঞতা আসবে। কিন্তু আমার জন্য প্রতিটি ম্যাচই কিছু না কিছু শেখার। আমি কেমন অধিনায়ক কিংবা দলে কতটুকু অবদান রাখছি সেটা আমি মূল্যায়ন করতে পারব না। অন্যরা আমাকে মূল্যায়ন করবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫