শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।
সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।
সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫