ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই। অবশ্য মাঠের লড়াইটা এখন তেমন দেখা যায় না। যে দলই জিতুক না কেন, একপেশে হয়ে যায় ম্যাচ। মাঠে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা দেখা না গেলেও ম্যাচ নিয়ে সমর্থকদের চাহিদা কিন্তু কমেনি। তেমনি কমেনি দর্শক-সমর্থকদের উত্তেজনাও।
তা না হলে কেন ভারতের পশ্চিম রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে? দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের মধ্যে উত্তেজনা আছে বলেই রেলওয়ে কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে স্পেশাল ট্রেনের ঘোষণা দিয়েছে। তারা লিখেছে, ‘সমর্থকদের ধরা পড়া উচিত নয়। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ উপলক্ষে সমর্থকদের ভিড় কমানোর জন্যই মুম্বাই ও আহমেদাবাদে দুটি বিশেষ ট্রেন চলবে। বুকিং শুরু হবে ১২ অক্টোবর ২০২৩ থেকে।’
১৪ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে আহমেদাবাদে। ১ লাখ ৩২ হাজার আসনসংখ্যার এই স্টেডিয়ামে হেভিওয়েট ম্যাচের সাক্ষী হতে অনেক সমর্থকই চাইবেন, এটাই স্বাভাবিক। মুম্বাই থেকেও আহমেদাবাদে যেতে আগ্রহী হাজার হাজার সমর্থকের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে যেন আহমেদাবাদে পৌঁছে সমর্থকেরা ম্যাচটি দেখতে পারে।
আগামীকাল ০৯০১৩ মুম্বাই সেন্ট্রাল–আহমেদাবাদ সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে এবং পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে আহমেদাবাদে পৌঁছাবে। ম্যাচ শেষ হওয়ার পরদিন মুম্বাইয়ে ফিরবে স্পেশাল ট্রেনটি। ০৯০১৪ আহমেদাবাদ-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট স্পেশাল ট্রেন ১৫ অক্টোবর আহমেদাবাদ স্টেশন ছাড়বে ভোর ৪টা ৯ মিনিটে এবং বলিউডের নগরীতে পৌঁছাবে একই দিন দুপুর ১২টা ১০ মিনিটে।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই রুদ্ধশ্বাস লড়াই। অবশ্য মাঠের লড়াইটা এখন তেমন দেখা যায় না। যে দলই জিতুক না কেন, একপেশে হয়ে যায় ম্যাচ। মাঠে শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতা দেখা না গেলেও ম্যাচ নিয়ে সমর্থকদের চাহিদা কিন্তু কমেনি। তেমনি কমেনি দর্শক-সমর্থকদের উত্তেজনাও।
তা না হলে কেন ভারতের পশ্চিম রেলওয়ে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে? দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচের মধ্যে উত্তেজনা আছে বলেই রেলওয়ে কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে স্পেশাল ট্রেনের ঘোষণা দিয়েছে। তারা লিখেছে, ‘সমর্থকদের ধরা পড়া উচিত নয়। বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ উপলক্ষে সমর্থকদের ভিড় কমানোর জন্যই মুম্বাই ও আহমেদাবাদে দুটি বিশেষ ট্রেন চলবে। বুকিং শুরু হবে ১২ অক্টোবর ২০২৩ থেকে।’
১৪ অক্টোবর ভারত-পাকিস্তানের ম্যাচটি হবে আহমেদাবাদে। ১ লাখ ৩২ হাজার আসনসংখ্যার এই স্টেডিয়ামে হেভিওয়েট ম্যাচের সাক্ষী হতে অনেক সমর্থকই চাইবেন, এটাই স্বাভাবিক। মুম্বাই থেকেও আহমেদাবাদে যেতে আগ্রহী হাজার হাজার সমর্থকের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। নির্বিঘ্নে যেন আহমেদাবাদে পৌঁছে সমর্থকেরা ম্যাচটি দেখতে পারে।
আগামীকাল ০৯০১৩ মুম্বাই সেন্ট্রাল–আহমেদাবাদ সুপারফাস্ট স্পেশাল ট্রেনটি মুম্বাই সেন্ট্রাল স্টেশন থেকে ভারতীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ছাড়বে এবং পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে আহমেদাবাদে পৌঁছাবে। ম্যাচ শেষ হওয়ার পরদিন মুম্বাইয়ে ফিরবে স্পেশাল ট্রেনটি। ০৯০১৪ আহমেদাবাদ-মুম্বাই সেন্ট্রাল সুপারফাস্ট স্পেশাল ট্রেন ১৫ অক্টোবর আহমেদাবাদ স্টেশন ছাড়বে ভোর ৪টা ৯ মিনিটে এবং বলিউডের নগরীতে পৌঁছাবে একই দিন দুপুর ১২টা ১০ মিনিটে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫