সিরিজ আগেই জেতা হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এবার কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাহাড়সম লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। ইন্দোরে রোহিত শর্মা ও শুভমান গিলের রেকর্ড গড়া ওপেনিং জুটিতে ৯ উইকেটে ৩৮৫ রান করেছে ভারত। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
ভারতের সর্বশেষ ইনিংসগুলো দেখলে যে কারও চোখ কপালে উঠবে। সর্বশেষ পাঁচ ইনিংসে যে পাঁচবার তারা প্রথমে ব্যাট করেছে, প্রত্যেকবার ত্রিশোর্ধ্ব স্কোর দাঁড় করিয়েছে। আজ ভারতকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন রোহিত ও গিল। দুজনে ইনিংসের ২৭তম ওভারের শুরুতে বিচ্ছিন্ন হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করেন ২১২ রান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি।
১০১ রানে ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত। ৮৫ বলে ভারতীয় অধিনায়কের সেঞ্চুরিটি সাজানো ছিল ৯ চার ও ৬ ছয়ে। পাক্কা তিন বছর পর ওয়ানডে সেঞ্চুরি পেলেন রোহিত। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেছেন ৫০ ওভারের ক্রিকেটে ৩০ সেঞ্চুরি নিয়ে তিনে থাকা সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া গিল এবার ৭৮ বলে ১৩ চার ৫ ছয়ে করেন ১১২ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ফিফটিতে ৪০০ পেরোনর স্বপ্নও দেখে ভারত। তবে সেটি আর সম্ভব হয়নি।
সিরিজ আগেই জেতা হয়ে গেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারত। এবার কিউইদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাহাড়সম লক্ষ্য দিয়েছে টিম ইন্ডিয়া। ইন্দোরে রোহিত শর্মা ও শুভমান গিলের রেকর্ড গড়া ওপেনিং জুটিতে ৯ উইকেটে ৩৮৫ রান করেছে ভারত। কিউইদের বিপক্ষে ওয়ানডেতে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
ভারতের সর্বশেষ ইনিংসগুলো দেখলে যে কারও চোখ কপালে উঠবে। সর্বশেষ পাঁচ ইনিংসে যে পাঁচবার তারা প্রথমে ব্যাট করেছে, প্রত্যেকবার ত্রিশোর্ধ্ব স্কোর দাঁড় করিয়েছে। আজ ভারতকে বিশাল সংগ্রহ এনে দিয়েছেন রোহিত ও গিল। দুজনে ইনিংসের ২৭তম ওভারের শুরুতে বিচ্ছিন্ন হওয়ার আগে স্কোরবোর্ডে জমা করেন ২১২ রান, যা নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বোচ্চ ওপেনিং জুটি।
১০১ রানে ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত। ৮৫ বলে ভারতীয় অধিনায়কের সেঞ্চুরিটি সাজানো ছিল ৯ চার ও ৬ ছয়ে। পাক্কা তিন বছর পর ওয়ানডে সেঞ্চুরি পেলেন রোহিত। সেই সঙ্গে ছুঁয়ে ফেলেছেন ৫০ ওভারের ক্রিকেটে ৩০ সেঞ্চুরি নিয়ে তিনে থাকা সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিংকে।
সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া গিল এবার ৭৮ বলে ১৩ চার ৫ ছয়ে করেন ১১২ রান। শেষদিকে হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ফিফটিতে ৪০০ পেরোনর স্বপ্নও দেখে ভারত। তবে সেটি আর সম্ভব হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে