ক্রীড়া ডেস্ক
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান ‘যুদ্ধের’ শেষ হয়েছে দুই সপ্তাহ আগে। হাইব্রিড মডেলে টুর্নামেন্টটির সমাধান দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে অন্য সমস্যায় পড়ল পাকিস্তান। দেশটির এক স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো শেষ হয়নি।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। স্টেডিয়ামগুলোর আপগ্রেডের কাজ এবং পুনঃসংস্কারের কাজের দিকে যখন সবাই তাকিয়ে, তখন কাজে ধীরগতির ব্যাপারটা নজরে এসেছে। দফায় দফায় করাচি স্টেডিয়ামের কাজ শেষ করার ডেডলাইন দেওয়া হলেও সেটা অসম্পূর্ণ থেকেই গেল। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে, প্রথম দফায় গত বছরের ১৫ ডিসেম্বর কাজ শেষ করার কথা ছিল। দ্বিতীয়বার ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ করা গেল না সংস্কার কাজ।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের চুক্তিতে পিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। একই বছরের জুলাইয়ে পিসিবি সভাপতির অনুমতি পাওয়ার পর সংস্কার কাজ শুরু হয়। পাঁচ তলা বিল্ডিংয়ের অবকাঠামোগত কাজ শেষ হলেও প্রত্যেক তলার ফিনিশিং কাজ বাকি রয়েছে। প্রস্তাবিত সংস্কার কাজের পরিকল্পনার মধ্যে প্রথম তলায় আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিং বিরোধী ইউনিটের জন্য কক্ষ বানানোর ব্যাপার রয়েছে। একই তলায় ম্যাচ কর্মকর্তাদের জন্য কক্ষ তৈরির ব্যাপার রয়েছে। দ্বিতীয় তলায় দুইটা ড্রেসিংরুম বানানোর পরিকল্পনা রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায় হসপিটালিটি বক্স বানানোর পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনের জন্য একটি কক্ষ বানানোর পরিকল্পনা রয়েছে পাঁচ তলায়।
পাঁচ তলা অবকাঠামোর পাশাপাশি পুরোনো স্কোরবোর্ডের পরিবর্তে নতুন ডিজিটাল স্ক্রিন বানানোর পরিকল্পনাও রয়েছে সেখানে। আধুনিক এলইডি লাইট বসানোর পরিকল্পনা ছিল প্রথমবারই। মাঠের চারপাশের বেড়া সরানোর কাজ অবশ্য আগেভাগে শুরু হয়েছে। পুনঃসংস্কার কাজের বাজেট ৩৫০ কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি টাকা।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে আমিরাতের দুবাইয়ে। করাচিতে উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচ হবে। ২১ ফেব্রুয়ারি ও ১ মার্চ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটি হবে করাচিতে।
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান ‘যুদ্ধের’ শেষ হয়েছে দুই সপ্তাহ আগে। হাইব্রিড মডেলে টুর্নামেন্টটির সমাধান দেয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে টুর্নামেন্ট যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে অন্য সমস্যায় পড়ল পাকিস্তান। দেশটির এক স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো শেষ হয়নি।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। স্টেডিয়ামগুলোর আপগ্রেডের কাজ এবং পুনঃসংস্কারের কাজের দিকে যখন সবাই তাকিয়ে, তখন কাজে ধীরগতির ব্যাপারটা নজরে এসেছে। দফায় দফায় করাচি স্টেডিয়ামের কাজ শেষ করার ডেডলাইন দেওয়া হলেও সেটা অসম্পূর্ণ থেকেই গেল। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে জানা গেছে, প্রথম দফায় গত বছরের ১৫ ডিসেম্বর কাজ শেষ করার কথা ছিল। দ্বিতীয়বার ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলেও শেষ করা গেল না সংস্কার কাজ।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিন বছরের চুক্তিতে পিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন মহসিন নাকভি। একই বছরের জুলাইয়ে পিসিবি সভাপতির অনুমতি পাওয়ার পর সংস্কার কাজ শুরু হয়। পাঁচ তলা বিল্ডিংয়ের অবকাঠামোগত কাজ শেষ হলেও প্রত্যেক তলার ফিনিশিং কাজ বাকি রয়েছে। প্রস্তাবিত সংস্কার কাজের পরিকল্পনার মধ্যে প্রথম তলায় আইসিসির দুর্নীতিবিরোধী ও ডোপিং বিরোধী ইউনিটের জন্য কক্ষ বানানোর ব্যাপার রয়েছে। একই তলায় ম্যাচ কর্মকর্তাদের জন্য কক্ষ তৈরির ব্যাপার রয়েছে। দ্বিতীয় তলায় দুইটা ড্রেসিংরুম বানানোর পরিকল্পনা রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলায় হসপিটালিটি বক্স বানানোর পরিকল্পনা রয়েছে। সংবাদ সম্মেলনের জন্য একটি কক্ষ বানানোর পরিকল্পনা রয়েছে পাঁচ তলায়।
পাঁচ তলা অবকাঠামোর পাশাপাশি পুরোনো স্কোরবোর্ডের পরিবর্তে নতুন ডিজিটাল স্ক্রিন বানানোর পরিকল্পনাও রয়েছে সেখানে। আধুনিক এলইডি লাইট বসানোর পরিকল্পনা ছিল প্রথমবারই। মাঠের চারপাশের বেড়া সরানোর কাজ অবশ্য আগেভাগে শুরু হয়েছে। পুনঃসংস্কার কাজের বাজেট ৩৫০ কোটি পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৫০ কোটি টাকা।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। ভারত তাদের ম্যাচগুলো খেলবে আমিরাতের দুবাইয়ে। করাচিতে উদ্বোধনী ম্যাচসহ তিনটি ম্যাচ হবে। ২১ ফেব্রুয়ারি ও ১ মার্চ আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুটি হবে করাচিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫