দলের প্রথম সাত ম্যাচে একাদশে ঢোকার সুযোগই হয়নি পেসার চেতন সাকারিয়ার। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচে নেমেই অ্যারন ফিঞ্চের উইকেট উপড়ে দিয়ে জায়গা করে নেন পরের ম্যাচেও।
মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের নিয়ে দিল্লির বোলিং লাইনআপটা বেশ শক্তিশালীই। স্কোয়াডের বাইরে লুঙ্গি এনগিডি, এনরিখ নর্তিয়েদের মতো পেসাররা। সাকারিয়ার অন্তর্ভুক্তির সেই লাইনআপের বৈচিত্র্য বাড়িয়েছে।
দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ও কোচ রিকি পন্টিংকে নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজ সতীর্থ সাকারিয়া। কোচ-অধিনায়ক দুজনকে নিয়েই প্রশংসায় পঞ্চমুখ বাঁহাতি এই পেসার।
কোচ রিকি পন্টিংকে নিয়ে সাকারিয়া বলেছেন, ‘এই দলের সঙ্গে অনেক দিন থেকেই আছি। রিকি পন্টিংয়ের বিষয়গুলো নিয়ে আমি হতবাক। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, দেখা যাবে পন্টিং কিছু একটা নিয়ে মজা করে পরিস্থিতিকে হালকা করে দিচ্ছেন। ম্যাচের আগে তিনি ব্যক্তিগতভাবে সবার সঙ্গেই কথা বলেন। তিনি সব খেলোয়াড়কে আলাদাভাবে ম্যাচের আগে উজ্জীবিত করেন।’
অধিনায়ক ঋষভ পন্তকে নিয়েও আছে সাকারিয়ার মুগ্ধতা। জানালেন দলের ভালো-মন্দ সবদিকেই খেয়াল পন্তের, ‘ঋষভ ভাই খুবই ঠান্ডা মানুষ। সব চাপ-দায়িত্ব একাই কাঁধে নিয়ে নেন। চাপের সময় পুরো দলের ভার তিনি একাই বয়ে বেড়ান। দলের যখন কেউ ভালো করে তিনি সেই খেলোয়াড়ের খুব প্রশংসা করেন। আর কেউ খারাপ করলে সবার আগে তিনিই হাত তুলে বলেন সব দোষ তার। দলকে ঝামেলায় পড়তে দেন না।’
দলের প্রথম সাত ম্যাচে একাদশে ঢোকার সুযোগই হয়নি পেসার চেতন সাকারিয়ার। দিল্লি ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচ খেলার সুযোগ পান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। ম্যাচে নেমেই অ্যারন ফিঞ্চের উইকেট উপড়ে দিয়ে জায়গা করে নেন পরের ম্যাচেও।
মোস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরদের নিয়ে দিল্লির বোলিং লাইনআপটা বেশ শক্তিশালীই। স্কোয়াডের বাইরে লুঙ্গি এনগিডি, এনরিখ নর্তিয়েদের মতো পেসাররা। সাকারিয়ার অন্তর্ভুক্তির সেই লাইনআপের বৈচিত্র্য বাড়িয়েছে।
দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ও কোচ রিকি পন্টিংকে নিয়ে এনডিটিভির সঙ্গে কথা বলেছেন মোস্তাফিজ সতীর্থ সাকারিয়া। কোচ-অধিনায়ক দুজনকে নিয়েই প্রশংসায় পঞ্চমুখ বাঁহাতি এই পেসার।
কোচ রিকি পন্টিংকে নিয়ে সাকারিয়া বলেছেন, ‘এই দলের সঙ্গে অনেক দিন থেকেই আছি। রিকি পন্টিংয়ের বিষয়গুলো নিয়ে আমি হতবাক। যখন কোনো কঠিন পরিস্থিতি আসে, দেখা যাবে পন্টিং কিছু একটা নিয়ে মজা করে পরিস্থিতিকে হালকা করে দিচ্ছেন। ম্যাচের আগে তিনি ব্যক্তিগতভাবে সবার সঙ্গেই কথা বলেন। তিনি সব খেলোয়াড়কে আলাদাভাবে ম্যাচের আগে উজ্জীবিত করেন।’
অধিনায়ক ঋষভ পন্তকে নিয়েও আছে সাকারিয়ার মুগ্ধতা। জানালেন দলের ভালো-মন্দ সবদিকেই খেয়াল পন্তের, ‘ঋষভ ভাই খুবই ঠান্ডা মানুষ। সব চাপ-দায়িত্ব একাই কাঁধে নিয়ে নেন। চাপের সময় পুরো দলের ভার তিনি একাই বয়ে বেড়ান। দলের যখন কেউ ভালো করে তিনি সেই খেলোয়াড়ের খুব প্রশংসা করেন। আর কেউ খারাপ করলে সবার আগে তিনিই হাত তুলে বলেন সব দোষ তার। দলকে ঝামেলায় পড়তে দেন না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫