নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান চরিত্রটা কেমন? উত্তরটা আর ভেঙে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। পরিস্থিতি যেমনই হোক, সাকিব আলোচনায় থাকবেন না—এমনটা হতেই পারে না।
করোনা থেকে সেরে ওঠার খবরে দিন জুড়ে আলোচনায় সরগরম ছিলেন সাকিব। সেটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন হোক কিংবা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আনুষ্ঠানিক।
শ্রীলঙ্কা দলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা বাদ যাবে কেন? একের পর এক চোটে বাংলাদেশ দলের বোলিং শক্তিমত্তা কিছুটা কমেছে কি না, শ্রীলঙ্কান এক সংবাদকর্মীর এমন প্রশ্নে তাঁকে শুধরে দিলেন দিমুথ করুণারত্নে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘আজকেই খবর এসেছে সাকিব দলে ফিরেছে। শেষবার যখন ওদের সঙ্গে খেলেছি, সেখান থেকে তাহলে শুধু মিরাজ আর তাসকিন থাকছে না।’
সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে রাখার কথাও জানিয়েছেন করুণারত্নে, ‘তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরাও নজর রাখছি, ব্যাপারটা কোনদিকে যাচ্ছে (সাকিব প্রথম টেস্টে খেলবেন কী খেলবেন না)।’
চরম আর্থিক সংকটে অচলাবস্থা তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। দেশজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমাসিংহে। সামগ্রিকভাবে দ্বীপ দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।
শ্রীলঙ্কার নাজুক পরিস্থিতি যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ‘হট টপিক’, তখনই বাংলাদেশ সফর করছে লঙ্কানরা। তবে এই মুহূর্তে দুর্বিষহ পরিস্থিতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে চান করুণারত্নে। বাংলাদেশ থেকে দিতে চান জয়ের সুখবর, ‘সবাই জানে শ্রীলঙ্কায় কী ঘটছে। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে। আমরা দেশবাসীকে ভালো ফল উপহার দিতে চাই।’
বৃষ্টির বাগড়ায় বিকেএসপিতে দুই দিনের গা গরমের ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৮ ওভার। প্রস্তুতিটা যতটা ভালো হতে পারত, ততটা হয়নি। করুণারত্নে অবশ্য প্রস্তুতির ঘাটতি দেখছেন না, ‘আমরা শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ প্রস্তুতি নিয়েছি। কন্ডিশন অনেকটা একই রকম। এখানে পর্যাপ্ত অনুশীলন করেছি। সিরিজের জন্য আমরা শতভাগ প্রস্তুত।’
বাংলাদেশ ক্রিকেটে সাকিব আল হাসান চরিত্রটা কেমন? উত্তরটা আর ভেঙে বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। পরিস্থিতি যেমনই হোক, সাকিব আলোচনায় থাকবেন না—এমনটা হতেই পারে না।
করোনা থেকে সেরে ওঠার খবরে দিন জুড়ে আলোচনায় সরগরম ছিলেন সাকিব। সেটা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন হোক কিংবা প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর আনুষ্ঠানিক।
শ্রীলঙ্কা দলের ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও প্রসঙ্গটা বাদ যাবে কেন? একের পর এক চোটে বাংলাদেশ দলের বোলিং শক্তিমত্তা কিছুটা কমেছে কি না, শ্রীলঙ্কান এক সংবাদকর্মীর এমন প্রশ্নে তাঁকে শুধরে দিলেন দিমুথ করুণারত্নে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন শেষে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘আজকেই খবর এসেছে সাকিব দলে ফিরেছে। শেষবার যখন ওদের সঙ্গে খেলেছি, সেখান থেকে তাহলে শুধু মিরাজ আর তাসকিন থাকছে না।’
সাকিবকে নিয়ে পরিকল্পনা সাজিয়ে রাখার কথাও জানিয়েছেন করুণারত্নে, ‘তাকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আমরাও নজর রাখছি, ব্যাপারটা কোনদিকে যাচ্ছে (সাকিব প্রথম টেস্টে খেলবেন কী খেলবেন না)।’
চরম আর্থিক সংকটে অচলাবস্থা তৈরি হয়েছে শ্রীলঙ্কায়। দেশজুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেছেন। নতুন প্রধানমন্ত্রী হয়েছেন রনিল বিক্রমাসিংহে। সামগ্রিকভাবে দ্বীপ দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।
শ্রীলঙ্কার নাজুক পরিস্থিতি যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর ‘হট টপিক’, তখনই বাংলাদেশ সফর করছে লঙ্কানরা। তবে এই মুহূর্তে দুর্বিষহ পরিস্থিতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে চান করুণারত্নে। বাংলাদেশ থেকে দিতে চান জয়ের সুখবর, ‘সবাই জানে শ্রীলঙ্কায় কী ঘটছে। আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে। আমরা দেশবাসীকে ভালো ফল উপহার দিতে চাই।’
বৃষ্টির বাগড়ায় বিকেএসপিতে দুই দিনের গা গরমের ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৮ ওভার। প্রস্তুতিটা যতটা ভালো হতে পারত, ততটা হয়নি। করুণারত্নে অবশ্য প্রস্তুতির ঘাটতি দেখছেন না, ‘আমরা শ্রীলঙ্কায় কয়েক সপ্তাহ প্রস্তুতি নিয়েছি। কন্ডিশন অনেকটা একই রকম। এখানে পর্যাপ্ত অনুশীলন করেছি। সিরিজের জন্য আমরা শতভাগ প্রস্তুত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫