নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা প্রত্যাশী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের বেশ কয়েকজন তারকা আছে তাদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের কারণে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টের শুরুতে পেল না ধানমন্ডির ক্লাবটি। তাদের ছাড়া খেলতে নেমে প্রথম ম্যাচেই হেরে বসল মোহামেডান।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪১ রানে হেরেছে শুভাগত হোম চৌধুরী। শাইনপুকুরের ছুড়ে দেওয়া ২৫০ রানের জবাব দিতে নেমে ২০৯ রানে গুটিয়ে যায় তারকাসমৃদ্ধ মোহামেডান। প্রথমবারের মতো ডিপিএল খেলতে আসা পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজে এদিন থাকলেন নিষ্প্রভ। হার দিয়েই লিগে অভিষেক হলো তার।
মোহামেডান ধরাশায়ী হলেও প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ধানমন্ডির আরকে ক্লাব শেখ জামাল। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২২১ রানে বেঁধে ফেলার পর ৬ উইকেটের জয় তুলে নেয় ইমরুল কায়েসের দল। বৃথাই গেল অমিত হাসানের ১০৭ রানের অপরাজিত ইনিংসটা। শেখ জামালের পক্ষে সৈকত আলি ৬৩, সাইফ হাসান ৬২ ও জহুরুল ইসলাম ৪৭ রান করেন। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওপেনার সাইফ।
তবে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে পাদপ্রদীপে ছিল মোহামেডান-শাইনপুকুর ম্যাচটা। টস হেরে ব্যাটিংয়ে নেমে রাকিন আহমেদ (৩৯), সিকান্দার রাজা (৪২), সাজ্জাদুল হক রিপন (৭০) ও আলাউদ্দিন বাবুর (৪৬) দৃঢ়তায় চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে শাইনপুকুর। শেষজন দশ নম্বরে নেমে ১৯ বলের বিস্ফোরক ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান। পরে বল হাতে ২ উইকেট নিয়ে বাবুই হয়েছেন ম্যাচ সেরা।
কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই চাপে থাকে মোহামেডান। ৫৪ রান করা ওপেনার পারভেজ হোসেন ইমন এক প্রান্ত আগলে রেখে আশা দেখানোর পর ফিরে যান। আসলে ৯৬ রানের মধ্যে ৬ উইকেট হারানোর যে চাপ সেটা সামলে উঠতে পারেননি ইমন। শেষ দিকে সোহরাওয়ার্দি শুভ ও ইয়াসিন আরাফাত মিশু শাইনপুকুরের জয়ের অপেক্ষাই বাড়িয়েছেন। শুভ ৫২ ও মিশু ৩৮ রানে আউট হন।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা প্রত্যাশী দল গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের বেশ কয়েকজন তারকা আছে তাদের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের কারণে সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজকে টুর্নামেন্টের শুরুতে পেল না ধানমন্ডির ক্লাবটি। তাদের ছাড়া খেলতে নেমে প্রথম ম্যাচেই হেরে বসল মোহামেডান।
আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪১ রানে হেরেছে শুভাগত হোম চৌধুরী। শাইনপুকুরের ছুড়ে দেওয়া ২৫০ রানের জবাব দিতে নেমে ২০৯ রানে গুটিয়ে যায় তারকাসমৃদ্ধ মোহামেডান। প্রথমবারের মতো ডিপিএল খেলতে আসা পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজে এদিন থাকলেন নিষ্প্রভ। হার দিয়েই লিগে অভিষেক হলো তার।
মোহামেডান ধরাশায়ী হলেও প্রত্যাশিত জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ধানমন্ডির আরকে ক্লাব শেখ জামাল। খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ২২১ রানে বেঁধে ফেলার পর ৬ উইকেটের জয় তুলে নেয় ইমরুল কায়েসের দল। বৃথাই গেল অমিত হাসানের ১০৭ রানের অপরাজিত ইনিংসটা। শেখ জামালের পক্ষে সৈকত আলি ৬৩, সাইফ হাসান ৬২ ও জহুরুল ইসলাম ৪৭ রান করেন। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ওপেনার সাইফ।
তবে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে পাদপ্রদীপে ছিল মোহামেডান-শাইনপুকুর ম্যাচটা। টস হেরে ব্যাটিংয়ে নেমে রাকিন আহমেদ (৩৯), সিকান্দার রাজা (৪২), সাজ্জাদুল হক রিপন (৭০) ও আলাউদ্দিন বাবুর (৪৬) দৃঢ়তায় চ্যালেঞ্জিং সংগ্রহ তোলে শাইনপুকুর। শেষজন দশ নম্বরে নেমে ১৯ বলের বিস্ফোরক ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান। পরে বল হাতে ২ উইকেট নিয়ে বাবুই হয়েছেন ম্যাচ সেরা।
কঠিন লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই চাপে থাকে মোহামেডান। ৫৪ রান করা ওপেনার পারভেজ হোসেন ইমন এক প্রান্ত আগলে রেখে আশা দেখানোর পর ফিরে যান। আসলে ৯৬ রানের মধ্যে ৬ উইকেট হারানোর যে চাপ সেটা সামলে উঠতে পারেননি ইমন। শেষ দিকে সোহরাওয়ার্দি শুভ ও ইয়াসিন আরাফাত মিশু শাইনপুকুরের জয়ের অপেক্ষাই বাড়িয়েছেন। শুভ ৫২ ও মিশু ৩৮ রানে আউট হন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে