অনলাইন ডেস্ক
ফাইনালের সময় ঘনিয়ে আসছে, রংপুর রাইডার্স তখন ঘোর অনিশ্চয়তায়, চরম অস্বস্তিতে। তাদের চিন্তা ঠিকঠাক একাদশ গড়া নিয়ে—বিসিবির এনওসি বা অনাপত্তিপত্র না থাকায় তারা ফাইনালে সৌম্য সরকার, আফিফ হোসেন, রিশাদ হোসেনকে খেলাতে পারবে না। গায়না গ্লোবাল সুপার লিগের ফাইনালের ঠিক ২ ঘণ্টা আগে জটিলতার নিরসন হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছে রংপুর।
আজ বাংলাদেশ সময় সকালে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের রংপুরের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। ফাইনালের আগে রংপুরের হয়ে খেলা সৌম্য, রিশাদ আর আফিফের চলে যাওয়ার কথা ছিল সেন্ট কিটসে জাতীয় দলে যোগ দিতে। গতকাল তাঁরা আর গায়ানা থেকে সেন্ট কিটসে যাওয়ার ফ্লাইট পায়নি। যেহেতু রংপুরের সঙ্গেই ছিলেন তিন ক্রিকেটার, বিসিবির সঙ্গে অবিরত যোগাযোগ করে শেষ পর্যন্ত তাঁদের খেলানোর অনুমতি পেয়ে যায় টিম ম্যানেজমেন্ট ।
ফাইনালের পর দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল গায়না থেকে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা যেহেতু ফ্লাইট পায়নি, মাঠেই ছিল, পরে ফারুক ভাই (বিসিবি সভাপতি) অনুমতি দিয়েছেন। ফারুক ভাই বলেছেন তাহলে তোমরা চ্যাম্পিয়ন হয়ে ফেরো।’
রংপুর দলের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি বললেন ম্যাচের সোয়া ২ ঘণ্টা আগে জটিলতা নিরসনের পুরো প্রক্রিয়াটা, ‘প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছিল বোর্ড পরিচালকদের সঙ্গে। পরে বোর্ড সভাপতির সঙ্গে কথা হয় আমাদের। একটা পর্যায়ে বাংলাদেশ কোচ ফিল সিমন্সের সঙ্গেও কথা হয়েছে। গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট ডিরেক্টরও কথা বলেছেন বিসিবির সঙ্গে। একপর্যায়ে বিসিবি সভাপতি আমাদের অনুমতি দিয়েছেন। আমরা অনেক টেনশনে ছিলাম। একাদশ সাজাতে বিকল্প হিসেবে স্থানীয় একজন ক্রিকেটারও নিয়ে রেখেছিলাম।’
সব চিন্তা-উদ্বেগ দূর হয়েছে রংপুরের। সৌম্য সরকারের অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে চড়ে বাংলাদেশের কোনো দল হিসেবে আন্তর্জাতিক কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে রংপুর। আর চ্যাম্পিয়ন হওয়ার পরই গায়ানার স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় আজ দুপুর ২টা) জাতীয় দলের ডাকে সাড়া দিতে সৌম্য, আফিফ ও রিশাদ ধরছেন সেন্ট কিটসের ফ্লাইট। তাঁরা স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় আজ রাত ১০টা) সেন্ট কিটসে পৌঁছাবেন। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে কাল।
ফাইনালের সময় ঘনিয়ে আসছে, রংপুর রাইডার্স তখন ঘোর অনিশ্চয়তায়, চরম অস্বস্তিতে। তাদের চিন্তা ঠিকঠাক একাদশ গড়া নিয়ে—বিসিবির এনওসি বা অনাপত্তিপত্র না থাকায় তারা ফাইনালে সৌম্য সরকার, আফিফ হোসেন, রিশাদ হোসেনকে খেলাতে পারবে না। গায়না গ্লোবাল সুপার লিগের ফাইনালের ঠিক ২ ঘণ্টা আগে জটিলতার নিরসন হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়নও হয়েছে রংপুর।
আজ বাংলাদেশ সময় সকালে গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের রংপুরের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। ফাইনালের আগে রংপুরের হয়ে খেলা সৌম্য, রিশাদ আর আফিফের চলে যাওয়ার কথা ছিল সেন্ট কিটসে জাতীয় দলে যোগ দিতে। গতকাল তাঁরা আর গায়ানা থেকে সেন্ট কিটসে যাওয়ার ফ্লাইট পায়নি। যেহেতু রংপুরের সঙ্গেই ছিলেন তিন ক্রিকেটার, বিসিবির সঙ্গে অবিরত যোগাযোগ করে শেষ পর্যন্ত তাঁদের খেলানোর অনুমতি পেয়ে যায় টিম ম্যানেজমেন্ট ।
ফাইনালের পর দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল গায়না থেকে ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা যেহেতু ফ্লাইট পায়নি, মাঠেই ছিল, পরে ফারুক ভাই (বিসিবি সভাপতি) অনুমতি দিয়েছেন। ফারুক ভাই বলেছেন তাহলে তোমরা চ্যাম্পিয়ন হয়ে ফেরো।’
রংপুর দলের ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি বললেন ম্যাচের সোয়া ২ ঘণ্টা আগে জটিলতা নিরসনের পুরো প্রক্রিয়াটা, ‘প্রতিনিয়ত যোগাযোগ করা হচ্ছিল বোর্ড পরিচালকদের সঙ্গে। পরে বোর্ড সভাপতির সঙ্গে কথা হয় আমাদের। একটা পর্যায়ে বাংলাদেশ কোচ ফিল সিমন্সের সঙ্গেও কথা হয়েছে। গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট ডিরেক্টরও কথা বলেছেন বিসিবির সঙ্গে। একপর্যায়ে বিসিবি সভাপতি আমাদের অনুমতি দিয়েছেন। আমরা অনেক টেনশনে ছিলাম। একাদশ সাজাতে বিকল্প হিসেবে স্থানীয় একজন ক্রিকেটারও নিয়ে রেখেছিলাম।’
সব চিন্তা-উদ্বেগ দূর হয়েছে রংপুরের। সৌম্য সরকারের অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংসে চড়ে বাংলাদেশের কোনো দল হিসেবে আন্তর্জাতিক কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে রংপুর। আর চ্যাম্পিয়ন হওয়ার পরই গায়ানার স্থানীয় সময় ভোর ৫টায় (বাংলাদেশ সময় আজ দুপুর ২টা) জাতীয় দলের ডাকে সাড়া দিতে সৌম্য, আফিফ ও রিশাদ ধরছেন সেন্ট কিটসের ফ্লাইট। তাঁরা স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় আজ রাত ১০টা) সেন্ট কিটসে পৌঁছাবেন। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে কাল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫