টেস্ট থেকে প্রায় দুই বছর আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন মঈন আলী। তবু এই সংস্করণে তাঁর ফেরার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অ্যাশেজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন তিনি। এ ব্যাপারে বেন স্টোকসের সঙ্গে মজাও করেছিলেন মঈন।
জ্যাক লিচের ছিটকে যাওয়াতেই মূলত অ্যাশেজে ডাক পেয়েছেন মঈন। পিঠের চোটে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন লিচ। লিচের পরিবর্তে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি (মঈন)। লিচের ছিটকে পড়ায় মঈন অ্যাশেজে খেলবেন কি না, সেই প্রশ্ন করেছিলেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের প্রশ্ন শুনে অবাক মঈন তখন মজা করেন। কেননা তিনি (মঈন) লিচের ছিটকে পড়ার প্রসঙ্গে জানতেন না। গতকাল এজবাস্টনে সংবাদ সম্মেলনে মঈন বলেন, ‘স্টোকসি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মেসেজ করেছিল, অ্যাশেজ? আমি ভেবেছিলাম স্টোকস আমার সঙ্গে মজা করছে। কারণ পিঠের চোটে ভোগা লিচের ব্যাপারে আমি জানতাম না। তাই আমি ‘লল’ বলে মেসেজ দিয়েছিলাম। পরে সংবাদ পেলাম এবং তার (স্টোকস) সঙ্গে কথা বললাম। আসলে অ্যাশেজই ছিল। এর অংশ হতে পারা অনেক দারুণ কিছু।’
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। পরশু এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ। আর ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম টেস্ট। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে ইংলিশরা। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
টেস্ট থেকে প্রায় দুই বছর আগে অবসরের ঘোষণা দিয়েছিলেন মঈন আলী। তবু এই সংস্করণে তাঁর ফেরার কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অ্যাশেজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন তিনি। এ ব্যাপারে বেন স্টোকসের সঙ্গে মজাও করেছিলেন মঈন।
জ্যাক লিচের ছিটকে যাওয়াতেই মূলত অ্যাশেজে ডাক পেয়েছেন মঈন। পিঠের চোটে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন লিচ। লিচের পরিবর্তে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি (মঈন)। লিচের ছিটকে পড়ায় মঈন অ্যাশেজে খেলবেন কি না, সেই প্রশ্ন করেছিলেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের প্রশ্ন শুনে অবাক মঈন তখন মজা করেন। কেননা তিনি (মঈন) লিচের ছিটকে পড়ার প্রসঙ্গে জানতেন না। গতকাল এজবাস্টনে সংবাদ সম্মেলনে মঈন বলেন, ‘স্টোকসি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে মেসেজ করেছিল, অ্যাশেজ? আমি ভেবেছিলাম স্টোকস আমার সঙ্গে মজা করছে। কারণ পিঠের চোটে ভোগা লিচের ব্যাপারে আমি জানতাম না। তাই আমি ‘লল’ বলে মেসেজ দিয়েছিলাম। পরে সংবাদ পেলাম এবং তার (স্টোকস) সঙ্গে কথা বললাম। আসলে অ্যাশেজই ছিল। এর অংশ হতে পারা অনেক দারুণ কিছু।’
পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। পরশু এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ। আর ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম টেস্ট। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে ইংলিশরা। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫