ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ অনায়াসেই জিতেছিল পাকিস্তান। তবে নিউজিল্যান্ডের কাছে তারা আজ কোনো পাত্তাই পায়নি । ক্রাইস্টচার্চে পাকিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা।
১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজেদের দখলে নিয়ে নেয় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ওপেনিংয়ে ৮১ বলে ১১৭ রানের জুটি গড়েন। অ্যালেন আউট হলেও বাকি পথটুকু অনায়াসে পাড়ি দেন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ২৩ বল আগেই স্বাগতিকেরা ৯ উইকেটের বিশাল জয় পায়। কনওয়ে ৪৬ বলে করেন ৪৯ রান এবং কিউই অধিনায়ক করেন ৯ বলে ৯ রান।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসটি খেলেছেন অ্যালেন—৪২ বলের ইনিংসে এই ওপেনার হাঁকিয়েছেন ৬টি ছক্কা এবং ১টি চার। স্বাগতিকদের একমাত্র উইকেটটি নিয়েছেন পাকিস্তানি লেগস্পিনার শাদাব খান। ম্যাচ-সেরা হয়েছেন মাইকেল ব্রেসওয়েল। ১১ রানে ২ উইকেট নিয়েছেন কিউই এই অলরাউন্ডার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইফতিখার আহমেদ। কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ব্রেসওয়েল। এই তিনজনের মধ্যে ব্রেসওয়েল সবচেয়ে কম রান খরচ করেন।
ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ অনায়াসেই জিতেছিল পাকিস্তান। তবে নিউজিল্যান্ডের কাছে তারা আজ কোনো পাত্তাই পায়নি । ক্রাইস্টচার্চে পাকিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা।
১৩১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচ অনেকটা নিজেদের দখলে নিয়ে নেয় নিউজিল্যান্ড। ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে ওপেনিংয়ে ৮১ বলে ১১৭ রানের জুটি গড়েন। অ্যালেন আউট হলেও বাকি পথটুকু অনায়াসে পাড়ি দেন কনওয়ে ও কেন উইলিয়ামসন। ২৩ বল আগেই স্বাগতিকেরা ৯ উইকেটের বিশাল জয় পায়। কনওয়ে ৪৬ বলে করেন ৪৯ রান এবং কিউই অধিনায়ক করেন ৯ বলে ৯ রান।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬২ রানের ইনিংসটি খেলেছেন অ্যালেন—৪২ বলের ইনিংসে এই ওপেনার হাঁকিয়েছেন ৬টি ছক্কা এবং ১টি চার। স্বাগতিকদের একমাত্র উইকেটটি নিয়েছেন পাকিস্তানি লেগস্পিনার শাদাব খান। ম্যাচ-সেরা হয়েছেন মাইকেল ব্রেসওয়েল। ১১ রানে ২ উইকেট নিয়েছেন কিউই এই অলরাউন্ডার।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ইফতিখার আহমেদ। কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ব্রেসওয়েল। এই তিনজনের মধ্যে ব্রেসওয়েল সবচেয়ে কম রান খরচ করেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫