এবারের বিপিএল শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। কিন্তু দশম টুর্নামেন্টের শুরুর সময় ঘনিয়ে আসলেও নিজেদের অধিনায়কদের নাম এখনো জানায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আজ নিজেদের অধিনায়কের নাম জানিয়ে দিয়েছে রংপুর রাইডার্স।
অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নিয়েছে টুর্নামেন্টের একবারের চ্যাম্পিয়ন রংপুর। সর্বশেষবারও এই উইকেটরক্ষক ব্যাটারের অধীনে খেলেছে দলটি। আজ ২০১৭ সালের চ্যাম্পিয়নদের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিইও ইশতিয়াক সাদেক।
ইশতিয়াক জানিয়েছেন, বসুন্ধরার অধিনায়ক নুরুল হাসান সোহান হয়েছেন। সাকিব আল হাসানকে দিতে চাওয়া হয়েছিল, তবে তিনি করবেন না। সাকিব যে রংপুরকে নেতৃত্ব দেবেন না সেটা অবশ্য আগে থেকেই জানা গিয়েছিল। তাঁর অনাগ্রহের কারণেই সোহানকে নিয়েই দল পরিকল্পনা সাজাচ্ছেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছিলেন কোচ সোহেল ইসলাম।
রংপুরের কোচ সোহেল বলেছেন, ‘রংপুর রাইডার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব একই দল, একই মালিক (বসুন্ধরা গ্রুপের)। সোহান গতবারও দায়িত্ব পালন করেছে।’ আর সাকিবের অনাগ্রহ নিয়ে সোহেল বলেছেন, ‘বয়সের একটা ব্যাপার আছে, একটা সময় আপনি বেশি চাপ নিতে পারবেন না।’
দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচে রংপুরকে নেতৃত্বও দিয়েছেন সোহান। প্রতিপক্ষকে ১৪ রানে হারানোর ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ৪৩ বলে দুর্দান্ত ৬৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি ঢাকা।
এবারের বিপিএল শুরু হতে আর মাত্র ২ দিন বাকি। কিন্তু দশম টুর্নামেন্টের শুরুর সময় ঘনিয়ে আসলেও নিজেদের অধিনায়কদের নাম এখনো জানায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে আজ নিজেদের অধিনায়কের নাম জানিয়ে দিয়েছে রংপুর রাইডার্স।
অধিনায়ক হিসেবে নুরুল হাসান সোহানকে বেছে নিয়েছে টুর্নামেন্টের একবারের চ্যাম্পিয়ন রংপুর। সর্বশেষবারও এই উইকেটরক্ষক ব্যাটারের অধীনে খেলেছে দলটি। আজ ২০১৭ সালের চ্যাম্পিয়নদের নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির সিইও ইশতিয়াক সাদেক।
ইশতিয়াক জানিয়েছেন, বসুন্ধরার অধিনায়ক নুরুল হাসান সোহান হয়েছেন। সাকিব আল হাসানকে দিতে চাওয়া হয়েছিল, তবে তিনি করবেন না। সাকিব যে রংপুরকে নেতৃত্ব দেবেন না সেটা অবশ্য আগে থেকেই জানা গিয়েছিল। তাঁর অনাগ্রহের কারণেই সোহানকে নিয়েই দল পরিকল্পনা সাজাচ্ছেন বলে গতকাল আজকের পত্রিকাকে জানিয়েছিলেন কোচ সোহেল ইসলাম।
রংপুরের কোচ সোহেল বলেছেন, ‘রংপুর রাইডার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব একই দল, একই মালিক (বসুন্ধরা গ্রুপের)। সোহান গতবারও দায়িত্ব পালন করেছে।’ আর সাকিবের অনাগ্রহ নিয়ে সোহেল বলেছেন, ‘বয়সের একটা ব্যাপার আছে, একটা সময় আপনি বেশি চাপ নিতে পারবেন না।’
দুর্দান্ত ঢাকার বিপক্ষে আজ প্রস্তুতি ম্যাচে রংপুরকে নেতৃত্বও দিয়েছেন সোহান। প্রতিপক্ষকে ১৪ রানে হারানোর ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্বও দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার। তাঁর ৪৩ বলে দুর্দান্ত ৬৯ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রানের বেশি করতে পারেনি ঢাকা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫