নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এমন দাপুটে পারফরম্যান্সের পর আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে তাসকিন আহমেদে তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। এরপর তামিম ইকবালের অপরাজিত ৮৭ ও লিটনের ৪৮ রানে চড়ে সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।
সিরিজ জয়ের মুহূর্তে দলের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। সভাপতি সাহেব (নাজমুল হাসান পাপন) পুরো দলের সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়েরা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি (পাপন) তাদের জন্য ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।’
জালাল আরও বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জিতলাম। এটা সত্যিই অবিশ্বাস্য। বলার অপেক্ষা রাখে না সবাই খুব আনন্দিত।’
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। এমন দাপুটে পারফরম্যান্সের পর আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে তাসকিন আহমেদে তোপে ১৫৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। এরপর তামিম ইকবালের অপরাজিত ৮৭ ও লিটনের ৪৮ রানে চড়ে সহজ জয়ে সিরিজ নিজেদের করে নেয় সফরকারীরা।
সিরিজ জয়ের মুহূর্তে দলের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমার স্পিকার অন করে ফোন দিয়েছিলাম। সভাপতি সাহেব (নাজমুল হাসান পাপন) পুরো দলের সঙ্গে কথা বলেছেন। খেলোয়াড়েরা তাৎক্ষণিক একটি ঘোষণা শুনতে চেয়েছিল। মাননীয় সভাপতি (পাপন) তাদের জন্য ৩ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন।’
জালাল আরও বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীও (শেখ হাসিনা) খেলা দেখেছেন। উনিও সবাইকে অভিনন্দন জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জিতলাম। এটা সত্যিই অবিশ্বাস্য। বলার অপেক্ষা রাখে না সবাই খুব আনন্দিত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫