নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।
বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ভারতের রক্ষণদুর্গে হানা দিয়েছে বারবার। মাঠজুড়েই বিচরণ করেছেন হামজা। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শিলং থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের বুম ঘিরে ধরে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খানকে। ভারত ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমকে আমের বলেন, ‘ভারতও হামজাকে দারুণভাবে বরণ করেছে। সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা, হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি, এটা উপমহাদেশের জন্য ভালো দিক হয়েছে। এই অঞ্চলের ফুটবল অনেক উন্নত হবে।’
ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন হামজা। তবে দেশে বেশিক্ষণ থাকতে পারছেন না। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলতে তাঁকে পাড়ি জমাতে হবে বিদেশে। বাফুফে সূত্র থেকে জানা গেছে, হামজা আজ রাতে ঢাকাতেই থাকছেন। আগামীকাল সকালে ইংল্যান্ডে উড়াল দেবেন।
শুক্রবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির মুখোমুখি হবে হামজার শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রামাল লেনে শুরু হবে ম্যাচটি। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে শেফিল্ড। আর বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আতিথেয়তা দেবে সিঙ্গাপুরকে।
বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর অভিষেকটা হয়েছে দুর্দান্ত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল ভারতকে হারাতে না পারলেও স্বাগতিকদের নাচিয়ে ছেড়েছেন হামজা। ভারতের অভিজ্ঞ ফুটবলার সুনীল ছেত্রী পর্যন্ত বোতলবন্দী হয়ে যান।
বাংলাদেশ-ভারত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও ভারতের রক্ষণদুর্গে হানা দিয়েছে বারবার। মাঠজুড়েই বিচরণ করেছেন হামজা। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শিলং থেকে রওনা দিয়ে বাংলাদেশ সময় আজ বিকেল ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের বুম ঘিরে ধরে বাংলাদেশ ফুটবল দলের ম্যানেজার আমের খানকে। ভারত ম্যাচ নিয়ে সংবাদমাধ্যমকে আমের বলেন, ‘ভারতও হামজাকে দারুণভাবে বরণ করেছে। সবাই কিন্তু স্টেডিয়ামের মধ্যে হামজা, হামজা বলেই প্রতিধ্বনি তুলেছিল। আমি মনে করি, এটা উপমহাদেশের জন্য ভালো দিক হয়েছে। এই অঞ্চলের ফুটবল অনেক উন্নত হবে।’
ভারতের সঙ্গে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলে সতীর্থদের সঙ্গে দেশে ফিরেছেন হামজা। তবে দেশে বেশিক্ষণ থাকতে পারছেন না। ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলতে তাঁকে পাড়ি জমাতে হবে বিদেশে। বাফুফে সূত্র থেকে জানা গেছে, হামজা আজ রাতে ঢাকাতেই থাকছেন। আগামীকাল সকালে ইংল্যান্ডে উড়াল দেবেন।
শুক্রবার চ্যাম্পিয়নশিপের ম্যাচে কভেন্ট্রির মুখোমুখি হবে হামজার শেফিল্ড ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত ২টায় ব্রামাল লেনে শুরু হবে ম্যাচটি। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে শেফিল্ড। আর বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আতিথেয়তা দেবে সিঙ্গাপুরকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে