ক্রীড়া ডেস্ক
নেতৃত্বে অভিষেকে কোনো অধিনায়কের ট্রিপল সেঞ্চুরি এত দিন ছিল না টেস্ট ক্রিকেটে। সেই কীর্তি এবার গড়লেন উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি।
টেস্ট দক্ষিণ আফ্রিকার হয়ে ট্রিপল সেঞ্চুরিই ছিল কেবল একটি। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন হাশিম আমলা। এবার তাঁর পাশে বসলেন মুল্ডার। আমলার সে সেঞ্চুরিটি ছিল ৩১১ রানের। তাঁকেও ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলার রেকর্ডও গড়ে ফেলেছেন মুল্ডার।
আগের দিনই ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুল্ডার। প্রথম দিনের খেলা শেষে ট্রিপল সেঞ্চুরি থেকে ছিলেন ৩৬ রান দূরে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই পেয়ে যান কাঙ্ক্ষিত সেই ট্রিপল সেঞ্চুরি। টেস্ট নেতৃত্বের অভিষেকে ২৫০ রানও ছিল না কোনো অধিনায়কের। এ হিসেবে আগের দিনই টেস্ট নেতৃত্বের অভিষেকে ২৫৯ বলে ২৬৪ করে রেকর্ড গড়েছিলেন।
মূল অধিনায়ক টেম্বা বাভুমার চোটে এই জিম্বাবুয়ে সফরে নেতৃত্ব পেয়েছিলেন কেশব মহারাজ। প্রথম টেস্টের পর তিনিও চোট নিয়ে ছিটকে পড়ায় দায়িত্ব পড়ে মুল্ডারের কাঁধে। এই ভার যে বোঝা নয়, বরং প্রেরণা, নেতৃত্বের প্রথম দিনেই তা প্রমাণ করে দেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। বুলাওয়ে টেস্টের প্রথম দিনে তিনি অপরাজিত ২৫৯ বলে ২৬৪ রান করে! আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রান করেছিলেন তিনি তাঁর টেস্ট নেতৃত্বের অভিষেক টেস্টে। তাঁকে ছাড়িয়ে ট্রিপল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন অধিনায়ক উইয়ান মুল্ডার।
অথচ এই টেস্টে নেতৃত্ব দেওয়ার কথাই ছিল না তাঁর। টেম্বা বাভুমার চোটের কারণে কেষভ মহারাজের নেতৃত্বেই সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিনিও চোটে পড়লে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় মুল্ডারকে। সে দায়িত্ব তিনি যে ভালোভাবেই পালন করেছেন তাঁর জ্বলজ্বল ট্রিপল সেঞ্চুরি তাঁরই প্রমাণ।
মুল্ডারের ট্রিপল সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা এ প্রতিবেদন পর্যন্ত প্রথম ইনিংসে তুলেছে ৫ উইকেটে ৫৪৯ রান। ৩১৫ রান নিয়ে ব্যাট করছিলেন মুল্ডার। ১৭ রান নিয়ে উইকেটে তাঁর সঙ্গী ছিলেন কাইল ভেরেইনা।
নেতৃত্বে অভিষেকে কোনো অধিনায়কের ট্রিপল সেঞ্চুরি এত দিন ছিল না টেস্ট ক্রিকেটে। সেই কীর্তি এবার গড়লেন উইয়ান মুল্ডার। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি।
টেস্ট দক্ষিণ আফ্রিকার হয়ে ট্রিপল সেঞ্চুরিই ছিল কেবল একটি। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন হাশিম আমলা। এবার তাঁর পাশে বসলেন মুল্ডার। আমলার সে সেঞ্চুরিটি ছিল ৩১১ রানের। তাঁকেও ছাড়িয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংস খেলার রেকর্ডও গড়ে ফেলেছেন মুল্ডার।
আগের দিনই ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মুল্ডার। প্রথম দিনের খেলা শেষে ট্রিপল সেঞ্চুরি থেকে ছিলেন ৩৬ রান দূরে। আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই পেয়ে যান কাঙ্ক্ষিত সেই ট্রিপল সেঞ্চুরি। টেস্ট নেতৃত্বের অভিষেকে ২৫০ রানও ছিল না কোনো অধিনায়কের। এ হিসেবে আগের দিনই টেস্ট নেতৃত্বের অভিষেকে ২৫৯ বলে ২৬৪ করে রেকর্ড গড়েছিলেন।
মূল অধিনায়ক টেম্বা বাভুমার চোটে এই জিম্বাবুয়ে সফরে নেতৃত্ব পেয়েছিলেন কেশব মহারাজ। প্রথম টেস্টের পর তিনিও চোট নিয়ে ছিটকে পড়ায় দায়িত্ব পড়ে মুল্ডারের কাঁধে। এই ভার যে বোঝা নয়, বরং প্রেরণা, নেতৃত্বের প্রথম দিনেই তা প্রমাণ করে দেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। বুলাওয়ে টেস্টের প্রথম দিনে তিনি অপরাজিত ২৫৯ বলে ২৬৪ রান করে! আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে ২৩৯ রান করেছিলেন তিনি তাঁর টেস্ট নেতৃত্বের অভিষেক টেস্টে। তাঁকে ছাড়িয়ে ট্রিপল সেঞ্চুরির নতুন রেকর্ড গড়লেন অধিনায়ক উইয়ান মুল্ডার।
অথচ এই টেস্টে নেতৃত্ব দেওয়ার কথাই ছিল না তাঁর। টেম্বা বাভুমার চোটের কারণে কেষভ মহারাজের নেতৃত্বেই সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তিনিও চোটে পড়লে নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় মুল্ডারকে। সে দায়িত্ব তিনি যে ভালোভাবেই পালন করেছেন তাঁর জ্বলজ্বল ট্রিপল সেঞ্চুরি তাঁরই প্রমাণ।
মুল্ডারের ট্রিপল সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা এ প্রতিবেদন পর্যন্ত প্রথম ইনিংসে তুলেছে ৫ উইকেটে ৫৪৯ রান। ৩১৫ রান নিয়ে ব্যাট করছিলেন মুল্ডার। ১৭ রান নিয়ে উইকেটে তাঁর সঙ্গী ছিলেন কাইল ভেরেইনা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে