২০২৪ কোপা আমেরিকায় লিওনেল মেসি যেন বড্ড অচেনা। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারছেন না। গোলপোস্ট, গোলবারে আটকে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের। অসুস্থতার কারণে যে এসব হচ্ছে, সেটা স্বীকার করেছেন মেসি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-চিলি। মেসি ছিলেন শুরুর একাদশে, খেলেছেন পুরো ৯০ মিনিটও। তবে সেটা ‘মেসিসুলভ’ ছিল না। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের আগামীকাল চিকিৎসা করা হবে বলে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে। হঠাৎ কেন এমন ছন্দহীন হয়ে পড়লেন, ম্যাচ শেষে মিক্সড জোনে সেটা শিকার করেছেন স্বয়ং মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘ম্যাচের শুরুতে ছিল এমনটা (অসুস্থতা)। অসুস্থতার কারণে ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। দেখি আগামীকাল কী হয়। গত কয়েক দিন ধরে গলা ব্যথা, জ্বরে ভুগছি। হয়তোবা সেটা আজ ভুগিয়েছে। তবে খেলাটা শেষ করতে পেরেছি। আশা করি, জটিল কিছু না।’
২৪ মিনিটের সময় চিকিৎসক লা পুলগার থেকে চিকিৎসা নিতে দেখা গেছে মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলারের কী অবস্থা, সে ব্যাপারে জিজ্ঞেস করা হয় কোচ লিওনেল স্কালোনিকে। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এখনো মেসির সঙ্গে আমি কথা বলি নি। সে কেমন আছে তা জানি না।’ চিলির বিপক্ষে আজ ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি যে লাওতারো মার্তিনেজ, সেটার উৎস মেসির কর্নার। কানাডা, চিলির বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুই ম্যাচে দিয়েছে ৩ গোল, তবে কোনো গোল হজম করেনি। ৩০ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা-পেরু ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
আরও পড়ুন:
২০২৪ কোপা আমেরিকায় লিওনেল মেসি যেন বড্ড অচেনা। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারছেন না। গোলপোস্ট, গোলবারে আটকে যাচ্ছে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের। অসুস্থতার কারণে যে এসব হচ্ছে, সেটা স্বীকার করেছেন মেসি।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সকালে কোপা আমেরিকায় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-চিলি। মেসি ছিলেন শুরুর একাদশে, খেলেছেন পুরো ৯০ মিনিটও। তবে সেটা ‘মেসিসুলভ’ ছিল না। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের আগামীকাল চিকিৎসা করা হবে বলে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে। হঠাৎ কেন এমন ছন্দহীন হয়ে পড়লেন, ম্যাচ শেষে মিক্সড জোনে সেটা শিকার করেছেন স্বয়ং মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার বলেন, ‘ম্যাচের শুরুতে ছিল এমনটা (অসুস্থতা)। অসুস্থতার কারণে ঠিকমতো দৌড়াতে পারছিলাম না। দেখি আগামীকাল কী হয়। গত কয়েক দিন ধরে গলা ব্যথা, জ্বরে ভুগছি। হয়তোবা সেটা আজ ভুগিয়েছে। তবে খেলাটা শেষ করতে পেরেছি। আশা করি, জটিল কিছু না।’
২৪ মিনিটের সময় চিকিৎসক লা পুলগার থেকে চিকিৎসা নিতে দেখা গেছে মেসিকে। আর্জেন্টিনার তারকা ফুটবলারের কী অবস্থা, সে ব্যাপারে জিজ্ঞেস করা হয় কোচ লিওনেল স্কালোনিকে। সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘এখনো মেসির সঙ্গে আমি কথা বলি নি। সে কেমন আছে তা জানি না।’ চিলির বিপক্ষে আজ ১-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ৮৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি যে লাওতারো মার্তিনেজ, সেটার উৎস মেসির কর্নার। কানাডা, চিলির বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুই ম্যাচে দিয়েছে ৩ গোল, তবে কোনো গোল হজম করেনি। ৩০ জুন মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা-পেরু ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫