আইসিসি ইভেন্টে ভারতের ম্যাচ থাকলে যেন ব্যস্ততা বেড়ে যায় মাইকেল ভনের। ব্যঙ্গাত্মক, প্রশংসামূলক—ভারতকে নিয়ে সব রকম পোস্টই সামাজিক যোগাযোগমাধ্যমে করেন তিনি। বাদ যায়নি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও। তাতে যেন একটু বিপাকেই পড়ে গেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
সুপার এইটে অবস্থান যা-ই হোক, ভারতের খেলার কথা ছিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সে অনুযায়ী টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ভারত পরশু রাতে গায়ানায় খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটা শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে, যা উপমহাদেশের দর্শকদের ম্যাচ উপভোগ করার উপযুক্ত সময়। ভনের দাবি, এই ম্যাচটা (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) হওয়ার কথা ছিল গায়ানায়। তবে টুর্নামেন্ট ইভেন্ট তো ভারতকেন্দ্রিক। অন্যদের ওপর অবিচার হচ্ছে।
সরাসরি না বললেও ভন ভারতের প্রতি আইসিসির পক্ষপাতমূলক আচরণের দিকে ইঙ্গিত করেছেন। ইংল্যান্ডের সাবেক ব্যাটারের কথা শুনে রীতিমতো অবাক সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে সৌরভ বলেন, ‘মাইকেল ভন আমার খুব ভালো বন্ধু। আমি বুঝতে পারি না আইসিসি ভারতকে কীভাবে ম্যাচ জেতাবে ভারতীয় সময় রাত ৮টায় ম্যাচ রেখে। সম্প্রচারের ব্যাপার ম্যাচ জিততে কীভাবে সাহায্য করে আমি বুঝি না। আপনাকে খেলে জিততে হবে।’
বিশ্বকাপের দুটি সেমিফাইনালই হয়েছে গত পরশু। ত্রিনিদাদে বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। তবে ভারত-ইংল্যান্ড সেমিতে ছিল না কোনো রিজার্ভ ডে। আইসিসি এই ম্যাচের জন্য ২৫০ মিনিট বরাদ্দ রেখেছিল। বৃষ্টিতে যদি ম্যাচটি পণ্ড হতো, তবে সুপার এইটে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় ভারত উঠে যেত ফাইনালে। ভনের মতো তাই সঞ্জয় মাঞ্জেরেকার, ইনজামাম-উল-হকরাও ভারতের প্রতি আইসিসির পক্ষপাতমূলক আচরণের দিকে ইঙ্গিত করেছেন।
আইসিসি ইভেন্টে ভারতের ম্যাচ থাকলে যেন ব্যস্ততা বেড়ে যায় মাইকেল ভনের। ব্যঙ্গাত্মক, প্রশংসামূলক—ভারতকে নিয়ে সব রকম পোস্টই সামাজিক যোগাযোগমাধ্যমে করেন তিনি। বাদ যায়নি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপও। তাতে যেন একটু বিপাকেই পড়ে গেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক।
সুপার এইটে অবস্থান যা-ই হোক, ভারতের খেলার কথা ছিল গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। সে অনুযায়ী টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ভারত পরশু রাতে গায়ানায় খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে। ম্যাচটা শুরু হয়েছিল বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে, যা উপমহাদেশের দর্শকদের ম্যাচ উপভোগ করার উপযুক্ত সময়। ভনের দাবি, এই ম্যাচটা (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) হওয়ার কথা ছিল গায়ানায়। তবে টুর্নামেন্ট ইভেন্ট তো ভারতকেন্দ্রিক। অন্যদের ওপর অবিচার হচ্ছে।
সরাসরি না বললেও ভন ভারতের প্রতি আইসিসির পক্ষপাতমূলক আচরণের দিকে ইঙ্গিত করেছেন। ইংল্যান্ডের সাবেক ব্যাটারের কথা শুনে রীতিমতো অবাক সৌরভ গাঙ্গুলী। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে সৌরভ বলেন, ‘মাইকেল ভন আমার খুব ভালো বন্ধু। আমি বুঝতে পারি না আইসিসি ভারতকে কীভাবে ম্যাচ জেতাবে ভারতীয় সময় রাত ৮টায় ম্যাচ রেখে। সম্প্রচারের ব্যাপার ম্যাচ জিততে কীভাবে সাহায্য করে আমি বুঝি না। আপনাকে খেলে জিততে হবে।’
বিশ্বকাপের দুটি সেমিফাইনালই হয়েছে গত পরশু। ত্রিনিদাদে বাংলাদেশ সময় সকালে মুখোমুখি হয়েছে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল। তবে ভারত-ইংল্যান্ড সেমিতে ছিল না কোনো রিজার্ভ ডে। আইসিসি এই ম্যাচের জন্য ২৫০ মিনিট বরাদ্দ রেখেছিল। বৃষ্টিতে যদি ম্যাচটি পণ্ড হতো, তবে সুপার এইটে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় ভারত উঠে যেত ফাইনালে। ভনের মতো তাই সঞ্জয় মাঞ্জেরেকার, ইনজামাম-উল-হকরাও ভারতের প্রতি আইসিসির পক্ষপাতমূলক আচরণের দিকে ইঙ্গিত করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫