মাইলফলকটা ছুঁয়ে ফেলার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২০০০ রান করার রেকর্ড। কিন্তু মাইলফল স্পর্শ করার ২৯ রানে আউট হওয়া তা আর হয়নি। ৩৫ রান করতে পারলেই রেকর্ডটি গড়তে পারতেন ভারতীয় ব্যাটার।
আফগানিস্তানের ১৭৩ রান তাড়া করতে নেমে ১৬ বলে ৫ চারে ২৯ রান করে বিদায় নেন কোহলি। তাতে বাড়ল একটি অপেক্ষাও। আর ৬ রান করলেই য স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান হয়ে যেত তাঁর! আজ ইন্দোরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ব্যাটিংয়ে নামেন ১১৯৬৫ রান নিয়ে।
কোহলি না পারলেও আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ তম ম্যাচের রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। রেকর্ড গড়ার রাতটা অবশ্য ভালো কাটেনি রোহিতের। সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো আজও ডাক মেরেছেন তিনি। সেদিন ২ বলে শূন্য রানে ফিরলেও আজ গোল্ডেন ডাক মেরেছেন ভারতীয় অধিনায়ক।
তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি। যশস্বী জয়সোয়াল ও শিবম দুবের ফিফটিতে বড় জয় পেয়েছে তারা। ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে সিরিজও জিতে নিয়েছে ভারত। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলা জয়সোয়াল আউট হলেও ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন দুবে। টানা ফিফটি পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে গুলবাদিন নাইবের ফিফটিতে ১৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। ৩৫ বলে ৫৭ রান করেন আফগানিস্তানের অলরাউন্ডার। শেষদিকে ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে অবদান রাখেন অফ স্পিনার মুজিব উর রহমান। ভারতের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে।
মাইলফলকটা ছুঁয়ে ফেলার সুযোগ পেয়েছিলেন বিরাট কোহলি। দারুণ ব্যাটিংয়ে এগিয়েও যাচ্ছিলেন তিনি। ভারতের প্রথম ব্যাটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২০০০ রান করার রেকর্ড। কিন্তু মাইলফল স্পর্শ করার ২৯ রানে আউট হওয়া তা আর হয়নি। ৩৫ রান করতে পারলেই রেকর্ডটি গড়তে পারতেন ভারতীয় ব্যাটার।
আফগানিস্তানের ১৭৩ রান তাড়া করতে নেমে ১৬ বলে ৫ চারে ২৯ রান করে বিদায় নেন কোহলি। তাতে বাড়ল একটি অপেক্ষাও। আর ৬ রান করলেই য স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান হয়ে যেত তাঁর! আজ ইন্দোরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কোহলি ব্যাটিংয়ে নামেন ১১৯৬৫ রান নিয়ে।
কোহলি না পারলেও আফগানিস্তানকে ৬ উইকেটে হারানোর ম্যাচে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০ তম ম্যাচের রেকর্ড গড়েছেন ভারতীয় অধিনায়ক। রেকর্ড গড়ার রাতটা অবশ্য ভালো কাটেনি রোহিতের। সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতো আজও ডাক মেরেছেন তিনি। সেদিন ২ বলে শূন্য রানে ফিরলেও আজ গোল্ডেন ডাক মেরেছেন ভারতীয় অধিনায়ক।
তাতে অবশ্য ভারতের জয় আটকায়নি। যশস্বী জয়সোয়াল ও শিবম দুবের ফিফটিতে বড় জয় পেয়েছে তারা। ২৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয়ে সিরিজও জিতে নিয়েছে ভারত। ওপেনিংয়ে নেমে ৩৪ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলা জয়সোয়াল আউট হলেও ৩২ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছেড়েছেন দুবে। টানা ফিফটি পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে গুলবাদিন নাইবের ফিফটিতে ১৭২ রানের সংগ্রহ পায় আফগানরা। ৩৫ বলে ৫৭ রান করেন আফগানিস্তানের অলরাউন্ডার। শেষদিকে ৯ বলে ২১ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে চ্যালেঞ্জিং স্কোর এনে দিতে অবদান রাখেন অফ স্পিনার মুজিব উর রহমান। ভারতের হয়ে ৩২ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী ১৭ জানুয়ারি বেঙ্গালুরুতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে