নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শারীরিক ও মানসিকভাবে নিজের খেলাটা উপভোগ না করায় দক্ষিণ আফ্রিকাই যেতে চাননি সাকিব আল হাসান। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে খেলতে যান সাকিব। খেলতে গিয়েও স্বস্তিতে নেই, পরিবারের সদস্যদের অসুস্থতায় শেষ ওয়ানডের আগে দেশে ফিরতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত থেকে যান।
প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর জোহানেসবার্গে অসহায় আত্মসমর্পণ। দলের মানসিক অবস্থা এমনিতে ভালো থাকার কথা নয়। তার মধ্যে যোগ হয় দলের সেরা খেলোয়াড়কে ঘিরে অনিশ্চয়তা। তবে সিরিজ জয়ের হাতছানি দেওয়া ম্যাচের আগে আশার কথাই শুনিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন। পরিবারকে নিয়ে মনের ভেতর বয়ে যাওয়া ঝড় সাকিব কাউকে বুঝতে দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
ম্যাচের আগের দিন আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাশার বললেন, ‘সে (সাকিব) খুব ভালো আছে। স্বাভাবিকভাবে তার মনের মধ্যে কিছু (পরিবার নিয়ে চিন্তা) আছে, আমরা সবাই সেটা বুঝতে পারছি। কিন্তু ও কারও সামনে সেটা দেখাচ্ছে না, সে খুবই ইতিবাচক। ড্রেসিংরুমে কেউ এ বিষয়ে কিছু আলোচনা করছে না। ওকে ওর মতো থাকতে দিচ্ছে। ভালো লাগার ব্যাপার হচ্ছে ও যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কাউকে বুঝতেই দিচ্ছে না।’
বাশারের মতো সাকিবকে নিয়ে একই কথা প্রতিধ্বনিত হয়েছে মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা এ অফ স্পিনার বলেছেন, ‘সাকিব ভাই মানসিকভাবে বেশ শক্ত; ড্রেসিংরুমে কাউকে কিছু বুঝতে দিচ্ছেন না।’
শারীরিক ও মানসিকভাবে নিজের খেলাটা উপভোগ না করায় দক্ষিণ আফ্রিকাই যেতে চাননি সাকিব আল হাসান। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা করে খেলতে যান সাকিব। খেলতে গিয়েও স্বস্তিতে নেই, পরিবারের সদস্যদের অসুস্থতায় শেষ ওয়ানডের আগে দেশে ফিরতে চেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত থেকে যান।
প্রথম ওয়ানডেতে দাপুটে জয়ের পর জোহানেসবার্গে অসহায় আত্মসমর্পণ। দলের মানসিক অবস্থা এমনিতে ভালো থাকার কথা নয়। তার মধ্যে যোগ হয় দলের সেরা খেলোয়াড়কে ঘিরে অনিশ্চয়তা। তবে সিরিজ জয়ের হাতছানি দেওয়া ম্যাচের আগে আশার কথাই শুনিয়েছেন দলের সঙ্গে থাকা নির্বাচক হাবিবুল বাশার সুমন। পরিবারকে নিয়ে মনের ভেতর বয়ে যাওয়া ঝড় সাকিব কাউকে বুঝতে দিচ্ছেন না বলে জানিয়েছেন তিনি।
ম্যাচের আগের দিন আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাশার বললেন, ‘সে (সাকিব) খুব ভালো আছে। স্বাভাবিকভাবে তার মনের মধ্যে কিছু (পরিবার নিয়ে চিন্তা) আছে, আমরা সবাই সেটা বুঝতে পারছি। কিন্তু ও কারও সামনে সেটা দেখাচ্ছে না, সে খুবই ইতিবাচক। ড্রেসিংরুমে কেউ এ বিষয়ে কিছু আলোচনা করছে না। ওকে ওর মতো থাকতে দিচ্ছে। ভালো লাগার ব্যাপার হচ্ছে ও যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা কাউকে বুঝতেই দিচ্ছে না।’
বাশারের মতো সাকিবকে নিয়ে একই কথা প্রতিধ্বনিত হয়েছে মেহেদী হাসান মিরাজের কণ্ঠে। আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা এ অফ স্পিনার বলেছেন, ‘সাকিব ভাই মানসিকভাবে বেশ শক্ত; ড্রেসিংরুমে কাউকে কিছু বুঝতে দিচ্ছেন না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫