আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তান এখন মুখোমুখি হওয়ার সুযোগই পায় না। সেকারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ‘পাখির চোখ’ থাকে সবার। বড় মঞ্চে পাকিস্তানকে পেলে বিরাট কোহলির ব্যাট ছোটে তরবারির মতো। ভারতীয় এই ব্যাটারকে নিয়ে স্বাভাবিকভাবেই যে তটস্থ থাকতে হয় পাকিস্তান দলকে।
নিউইয়র্কে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা যদি কোহলির একটা পরিসংখ্যান দেখে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই চোখ কপালে উঠতে বাধ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলির গড় ৩০৮। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতীয় ব্যাটার করেছেন ৪ ফিফটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন কোহলি। ৩০৮ গড় ও ১৩২.৭৫ স্ট্রাইকরেটে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তিনি করেছেন ৩০৮ রান। পাঁচ ম্যাচের মধ্যে তাঁকে একবারই আউট করতে পেরেছে পাকিস্তান। পরিসংখ্যানই বলে দিচ্ছে, সময়ের সেরা ব্যাটারের সামনে পাকিস্তানের বোলাররা রীতিমতো অসহায় হয়ে পড়েন। কোহলির আরাধ্য উইকেট পাকিস্তান পেয়েছিল দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ৪৯ বলে ৫৭ রান করা কোহলিকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। সেই ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে হারায় ভারতকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ মিলে এখনো পর্যন্ত এটাই পাকিস্তানের একমাত্র জয়।
কলম্বো, মিরপুর, ইডেন, দুবাই, মেলবোর্ন—পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ভিন্ন ভেন্যুতে খেলেছেন কোহলি। যার মধ্যে সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলেছেন ৮২ রানের অপরাজিত ইনিংস। ভারতের বিপর্যয়ে যেভাবে একা লড়ে গেছেন, সেই ম্যাচের কথা ক্রিকেটপ্রেমীরা চাইলেও যে ভুলতে পারবেন না। ৫৩ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। যার মধ্যে রয়েছে হারিস রউফকে মারা চোখধাঁধানো দুই ছক্কা। ভারতকে ম্যাচ জেতানোর পর কোহলির চোখে ছিল আনন্দাশ্রু। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই।
যুক্তরাষ্ট্রের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। সুপার এইটে যেতে হলে বাবর-শাহিনদের এখন নিজেদের শেষ তিন ম্যাচ জয়ের
কোনো বিকল্প নেই। নিউইয়র্কে আজ বিরাটের উইকেট নিতে পাকিস্তানের বোলাররা যে এই ব্যাপারে আলাদা পরিকল্পনা করছেন, তা হলফ করে বলাই যায়। কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান।
আরও পড়ুন: ‘কোণঠাসা’ পাকিস্তানকে নিয়ে সতর্ক রোহিত
আইসিসি ইভেন্ট, এশিয়া কাপ ছাড়া ভারত-পাকিস্তান এখন মুখোমুখি হওয়ার সুযোগই পায় না। সেকারণে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে ‘পাখির চোখ’ থাকে সবার। বড় মঞ্চে পাকিস্তানকে পেলে বিরাট কোহলির ব্যাট ছোটে তরবারির মতো। ভারতীয় এই ব্যাটারকে নিয়ে স্বাভাবিকভাবেই যে তটস্থ থাকতে হয় পাকিস্তান দলকে।
নিউইয়র্কে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা যদি কোহলির একটা পরিসংখ্যান দেখে থাকেন, তাহলে নিশ্চিতভাবেই চোখ কপালে উঠতে বাধ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে কোহলির গড় ৩০৮। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ভারতীয় ব্যাটার করেছেন ৪ ফিফটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছেন কোহলি। ৩০৮ গড় ও ১৩২.৭৫ স্ট্রাইকরেটে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে তিনি করেছেন ৩০৮ রান। পাঁচ ম্যাচের মধ্যে তাঁকে একবারই আউট করতে পেরেছে পাকিস্তান। পরিসংখ্যানই বলে দিচ্ছে, সময়ের সেরা ব্যাটারের সামনে পাকিস্তানের বোলাররা রীতিমতো অসহায় হয়ে পড়েন। কোহলির আরাধ্য উইকেট পাকিস্তান পেয়েছিল দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেই ম্যাচে ৪৯ বলে ৫৭ রান করা কোহলিকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। সেই ম্যাচে পাকিস্তান ১০ উইকেটে হারায় ভারতকে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি, ওয়ানডে বিশ্বকাপ মিলে এখনো পর্যন্ত এটাই পাকিস্তানের একমাত্র জয়।
কলম্বো, মিরপুর, ইডেন, দুবাই, মেলবোর্ন—পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ভিন্ন ভেন্যুতে খেলেছেন কোহলি। যার মধ্যে সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলেছেন ৮২ রানের অপরাজিত ইনিংস। ভারতের বিপর্যয়ে যেভাবে একা লড়ে গেছেন, সেই ম্যাচের কথা ক্রিকেটপ্রেমীরা চাইলেও যে ভুলতে পারবেন না। ৫৩ বলের ইনিংসে মেরেছেন ৬ চার ও ৪ ছক্কা। যার মধ্যে রয়েছে হারিস রউফকে মারা চোখধাঁধানো দুই ছক্কা। ভারতকে ম্যাচ জেতানোর পর কোহলির চোখে ছিল আনন্দাশ্রু। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতেই।
যুক্তরাষ্ট্রের কাছে হেরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে পাকিস্তান। সুপার এইটে যেতে হলে বাবর-শাহিনদের এখন নিজেদের শেষ তিন ম্যাচ জয়ের
কোনো বিকল্প নেই। নিউইয়র্কে আজ বিরাটের উইকেট নিতে পাকিস্তানের বোলাররা যে এই ব্যাপারে আলাদা পরিকল্পনা করছেন, তা হলফ করে বলাই যায়। কানাডা ও আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান।
আরও পড়ুন: ‘কোণঠাসা’ পাকিস্তানকে নিয়ে সতর্ক রোহিত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫