মিরপুর টেস্টের উইকেট নিয়ে তুমুল আলোচনা গত কদিনে। দুই দলের চার ইনিংস মিলিয়ে খেলা হয়েছে ১০৬৯ বল বা ১৭৮.১ ওভার, বলের হিসেবে বাংলাদেশের মাঠে হওয়া টেস্টের মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্ট এটি। প্রতি গড়ে ৫ ওভার শেষ হওয়ার আগেই একটি করে উইকেট পড়েছে। মাঝে একদিন বৃষ্টিতে না ভেসে গেলে আড়াই দিনেই খেলা শেষ হয়ে যেত। এমন উইকেট সরবরাহ করায় আইসিসি মিরপুরকে ‘শাস্তি’ দিয়েছে।
আজ সন্ধ্যায় আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে হওয়া মিরপুর টেস্টের উইকেট নিয়ে তারা ‘অসন্তুষ্ট’। ম্যাচ অফিশিয়াল ও দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন একটি ‘ডিমেরিট পয়েন্ট’ দিয়েছেন মিরপুরকে। বিসিবি চাইলে ১৪ দিনের মধ্যে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবে। এই ডিমেরিট পয়েন্টের মেয়াদ পাঁচ বছরের জন্য। এ সময়ে ৬ ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে মিরপুর।
বুন বলেছেন, ‘আউটফিল্ড খুব ভালো ছিল। বৃষ্টির পরও অনেক ভালো ছিল। তবে পিচ সম্ভবত পুরোপুরি তৈরি ছিল না। প্রথম সেশনের পর থেকেই বাউন্স অসম ছিল। ব্যাটাররা যখন সামনে খেলতে গেছে, স্পিনারদের বল প্রায় কাঁধের ওপর দিয়ে গেছে এবং কখনো কখনো নিচুও হয়ে গেছে।’
মিরপুর টেস্টের উইকেট নিয়ে তুমুল আলোচনা গত কদিনে। দুই দলের চার ইনিংস মিলিয়ে খেলা হয়েছে ১০৬৯ বল বা ১৭৮.১ ওভার, বলের হিসেবে বাংলাদেশের মাঠে হওয়া টেস্টের মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্যের টেস্ট এটি। প্রতি গড়ে ৫ ওভার শেষ হওয়ার আগেই একটি করে উইকেট পড়েছে। মাঝে একদিন বৃষ্টিতে না ভেসে গেলে আড়াই দিনেই খেলা শেষ হয়ে যেত। এমন উইকেট সরবরাহ করায় আইসিসি মিরপুরকে ‘শাস্তি’ দিয়েছে।
আজ সন্ধ্যায় আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যে হওয়া মিরপুর টেস্টের উইকেট নিয়ে তারা ‘অসন্তুষ্ট’। ম্যাচ অফিশিয়াল ও দুই দলের অধিনায়কের সঙ্গে কথা বলে আইসিসির ম্যাচ রেফারি ডেভিড বুন একটি ‘ডিমেরিট পয়েন্ট’ দিয়েছেন মিরপুরকে। বিসিবি চাইলে ১৪ দিনের মধ্যে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবে। এই ডিমেরিট পয়েন্টের মেয়াদ পাঁচ বছরের জন্য। এ সময়ে ৬ ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হবে মিরপুর।
বুন বলেছেন, ‘আউটফিল্ড খুব ভালো ছিল। বৃষ্টির পরও অনেক ভালো ছিল। তবে পিচ সম্ভবত পুরোপুরি তৈরি ছিল না। প্রথম সেশনের পর থেকেই বাউন্স অসম ছিল। ব্যাটাররা যখন সামনে খেলতে গেছে, স্পিনারদের বল প্রায় কাঁধের ওপর দিয়ে গেছে এবং কখনো কখনো নিচুও হয়ে গেছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫