বৃষ্টিবিঘ্নিত হলেও পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি। তাতে শেষ হাসি হাসল আইরিশরা। ডার্ক লুইস পদ্ধতিতে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে তারা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল আয়ারল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে এটি তাঁদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। পরের দুই ম্যাচ জিতে ফিরেছিল সমতায়। সিরিজ নিজেদের করে নিতে শেষ ম্যাচ জিততে হতো তাঁদের। কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়াল বেলফাস্টের বৃষ্টি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৯৫ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। এরপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা থেমে থাকে ম্যাচ। সফরকারীরা আর ব্যাটিংয়ে নামতে পারেনি।
বৃষ্টি আইনে সংক্ষিপ্ত হয়ে আসে ম্যাচটি। আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রান। এই রান নিতেই তিন উইকেট হারায় তারা। আফগান স্পিনাররা পরীক্ষায় ফেলেন তাদের। মুজিব উর রহমান দুই ওপেনারকে ফেরালে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে হারতে হলো আফগানিস্তানকে। হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলের ব্যাটে ৪০ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
এই ম্যাচ দিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন পল স্টার্লিং। ১০ বলে ১৬ রান করে মুজিবের বলে আউট হন তিনি। এই গ্রীষ্ম মৌসুমে কঠিন সময় কাটানোর পর শেষ হাসি হাসল আয়ারল্যান্ড। ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল অ্যান্ড্রু বালবির্নির দল।
বৃষ্টিবিঘ্নিত হলেও পরতে পরতে রোমাঞ্চ ছড়িয়েছে আয়ারল্যান্ড বনাম আফগানিস্তান সিরিজের শেষ টি-টোয়েন্টি। তাতে শেষ হাসি হাসল আইরিশরা। ডার্ক লুইস পদ্ধতিতে আফগানদের ৭ উইকেটে হারিয়েছে তারা। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতল আয়ারল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে এটি তাঁদের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
সিরিজের প্রথম দুই ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিলেন মোহাম্মদ নবী-রশিদ খানরা। পরের দুই ম্যাচ জিতে ফিরেছিল সমতায়। সিরিজ নিজেদের করে নিতে শেষ ম্যাচ জিততে হতো তাঁদের। কিন্তু তাতে বড় বাধা হয়ে দাঁড়াল বেলফাস্টের বৃষ্টি। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৯৫ রানে ৫ উইকেট হারায় আফগানিস্তান। এরপর বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা থেমে থাকে ম্যাচ। সফরকারীরা আর ব্যাটিংয়ে নামতে পারেনি।
বৃষ্টি আইনে সংক্ষিপ্ত হয়ে আসে ম্যাচটি। আয়ারল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রান। এই রান নিতেই তিন উইকেট হারায় তারা। আফগান স্পিনাররা পরীক্ষায় ফেলেন তাদের। মুজিব উর রহমান দুই ওপেনারকে ফেরালে জমে ওঠে ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে হারতে হলো আফগানিস্তানকে। হ্যারি টেক্টর ও জর্জ ডকরেলের ব্যাটে ৪০ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
এই ম্যাচ দিয়ে চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক ছুঁলেন পল স্টার্লিং। ১০ বলে ১৬ রান করে মুজিবের বলে আউট হন তিনি। এই গ্রীষ্ম মৌসুমে কঠিন সময় কাটানোর পর শেষ হাসি হাসল আয়ারল্যান্ড। ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল অ্যান্ড্রু বালবির্নির দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে