টস জিতে জো রুটের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া কি তবে কাল হয়ে দাঁড়াল! ব্রিজবেনে অস্ট্রেলিয়ান পেসারদের সামনে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। প্যাট কামিন্স-জস হ্যাজেলউডের পেস আগুনে পুড়ে ছারখার ইংলিশরা। রুটের দল প্রথম ইনিংসে অলআউট ১৪৭ রানে।
ইনিংসের প্রথম বলেই বাঁহাতি ওপেনার ররি বার্নসকে দিয়ে শুরু। রানের খাতা খোলার আগেই বার্সনকে বোল্ড করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই উইকেট হারিয়ে শুরু হয় ইংল্যান্ডের অ্যাশেজ। শুরুর এই ধাক্কা সামলে না নিতেই এবার হ্যাজেলউডের আঘাত। ইনিংসের চতুর্থ ওভারে কপিবুক স্টাইলে মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানান হ্যাজেলউড।
নিজের পরের ওভারে ইংল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কা দেন হ্যাজেলউড। দারুণ সেটআপে স্লিপে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচে পরিণত করেন রুটকে। ১১ রানেই তিন উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুঁকছে, তখন আগের অ্যাশেজের নায়ক বেন স্টোকসকে ফেরান প্যাট কামিন্স। অধিনায়ক কামিন্সের এটি প্রথম উইকেট।
পঞ্চম উইকেট জুটিতে হাসিব হামিদ ও অলি পোপ কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। দ্বিতীয় সেশনের শুরুতে হাসিবকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন কামিন্স। জস বাটলারকে নিয়ে পোপ এগিয়ে নিতে থাকেন ইংল্যান্ডকে। এই জুটি ফিফটি পেরিয়ে আশার আলো দেখাচ্ছিল। সেটি হতে দেননি স্টার্ক। বাটলারকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করান।
বাটলার ফেরার পর আর দাঁড়াতেই পারেনি কোনো ইংলিশ ব্যাটার। পরের ২৪ রানে নেই ৪ উইকেট। ১৪৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। কামিন্স নেন ৫ উইকেট। অধিনায়ক হিসেবে শুরুটা রাঙিয়ে দেন এই অস্ট্রেলিয়ান পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামতে দেরি হচ্ছে।
টস জিতে জো রুটের ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া কি তবে কাল হয়ে দাঁড়াল! ব্রিজবেনে অস্ট্রেলিয়ান পেসারদের সামনে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। প্যাট কামিন্স-জস হ্যাজেলউডের পেস আগুনে পুড়ে ছারখার ইংলিশরা। রুটের দল প্রথম ইনিংসে অলআউট ১৪৭ রানে।
ইনিংসের প্রথম বলেই বাঁহাতি ওপেনার ররি বার্নসকে দিয়ে শুরু। রানের খাতা খোলার আগেই বার্সনকে বোল্ড করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই উইকেট হারিয়ে শুরু হয় ইংল্যান্ডের অ্যাশেজ। শুরুর এই ধাক্কা সামলে না নিতেই এবার হ্যাজেলউডের আঘাত। ইনিংসের চতুর্থ ওভারে কপিবুক স্টাইলে মালানকে উইকেটের পেছনে ক্যাচ বানান হ্যাজেলউড।
নিজের পরের ওভারে ইংল্যান্ডকে সবচেয়ে বড় ধাক্কা দেন হ্যাজেলউড। দারুণ সেটআপে স্লিপে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচে পরিণত করেন রুটকে। ১১ রানেই তিন উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ধুঁকছে, তখন আগের অ্যাশেজের নায়ক বেন স্টোকসকে ফেরান প্যাট কামিন্স। অধিনায়ক কামিন্সের এটি প্রথম উইকেট।
পঞ্চম উইকেট জুটিতে হাসিব হামিদ ও অলি পোপ কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। দ্বিতীয় সেশনের শুরুতে হাসিবকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন কামিন্স। জস বাটলারকে নিয়ে পোপ এগিয়ে নিতে থাকেন ইংল্যান্ডকে। এই জুটি ফিফটি পেরিয়ে আশার আলো দেখাচ্ছিল। সেটি হতে দেননি স্টার্ক। বাটলারকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করান।
বাটলার ফেরার পর আর দাঁড়াতেই পারেনি কোনো ইংলিশ ব্যাটার। পরের ২৪ রানে নেই ৪ উইকেট। ১৪৭ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। কামিন্স নেন ৫ উইকেট। অধিনায়ক হিসেবে শুরুটা রাঙিয়ে দেন এই অস্ট্রেলিয়ান পেসার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামতে দেরি হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫