নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম পাঁচ ম্যাচে জয় শূন্য ছিল মোহামেডান। জেগেছিল সুপার লিগে ওঠা নিয়ে শঙ্কা। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার পর সাকিব আল হাসানসহ কয়েকজন বাংলাদেশ দলের ক্রিকেটার মোহামেডানে যোগ দিলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।
পাঁচ ম্যাচ টানা হেরে এরপর টানা ৫ জয়ে সুপার লিগ নিশ্চিত করে মোহামেডান। কিন্তু এরপর সাকিব খেলেননি সুপার লিগের প্রথম ম্যাচ। আবাহনীর বিপক্ষে ৮ রানে হেরে যায় মোহামেডান।
দলে সাকিবের উপস্থিতি বদলে দিয়েছিল মোহামেডানকে। সাকিবের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের কথা জানেন সবাই। আজ মিরপুরে দলের অনুশীলন শেষে মোহামেডানের কোচ আশিকুর রহমান আশিক জানিয়েছেন, সাকিব থাকলে ড্রেসিংরুমে তৈরি হয় ইতিবাচক আবহ।
আশিক বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন কোচ হিসেবে যেটা দেখছি যে কেউ যদি বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তবে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে, তাহলে সে ক্রিকেট নিয়ে ধারনা পাবে, সাকিব এমন জিনিস। আর সে মোহামেডানে যেটা করছে, তার উপস্থিতি, তার শক্তি এমনভাবে ছড়িয়ে পড়েছে (ভাইব্রেট) চার দিকে, যা কী না ছড়িয়ে পড়েছে আমাদের সবার ভেতরে, একটা শক্তি সৃষ্টি করেছে। এতে আমাদের সবার ভেতর থেকে শক্তিটা বের হয়ে আসছে, যেটা নিভে ছিল।’
তিনি আবারও বলেন, ‘তো সারা বিশ্বে যদি কেউ ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তাহলে সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করুক। ওর ভেতর সব ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। একজন কোচ হিসেবে এটা আমি দেখছি এবং সে দলের ওপর যেভাবে প্রভাব ফেলছে আসার পর। পুরো একটা উদ্দীপ্ত মহল তৈরি হয়েছে।’
আশিক মনে করেন, সাকিব যে দলে থাকে,সে দলের খেলোয়াড়দের খেলাটাই সহজ হয়ে যায়। মোহামেডান কোচ বলেন, ‘এটা বিশাল বড়। আপনি দেখবেন সাকিব যে দলে থাকে, সে দলে খেলোয়াড়দের খেলাটা সহজ হয়ে যায় এবং কোচদের জন্য কোচিংটা সহজ হয়ে যায়। ওর যে অবদান, একবার ডাগআউটে যাচ্ছে, ১২তম খেলোয়াড়ের মাধ্যমে তথ্য পাঠাচ্ছে, ড্রেসিংরুমে মজা করছে, বাইরে থেকে একটা ইতিবাচক আবহ দিচ্ছে। আমাদের না, বিপক্ষে দলের ড্রেসিংরুমে কিংবা ছাতার নিচেও এর প্রভাব পড়ে। এক সাকিব আল হাসানের একটা কথা চারদিকে ছড়িয়ে পড়ে। তার ভেতরে আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে।’
তিনি যোগ করেন, ‘এগুলো আমার সঙ্গে আলাপ করে যে আশিক ভাই কী করা উচিত এখন। এটা একটু গোপন, দলের একটা ফর্মুলা, আমি বলছি যে এটা কর। হ্যাঁ সে আলাপ করে। সাকিব দলের প্রতি একটাই কথা বলে, দেখ কেউ ব্যক্তিগত লক্ষ্য নিয়ে এস না, দলের পরিস্থিতি যেভাবে চায় সেভাবে খেলতে হবে। সেভাবে সাকিবেরও ব্যাটিং অর্ডার এক ম্যাচে চলে গেছে সাতে, কোন সময় চারে। যখন যে পরিস্থিতি হয়েছে, তখন সেটাই করেছে আমাদের খেলোয়াড়রা। এটা খুব একটা উদ্দীপনা এবং শিক্ষণীয় বিষয়।’
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) প্রথম পাঁচ ম্যাচে জয় শূন্য ছিল মোহামেডান। জেগেছিল সুপার লিগে ওঠা নিয়ে শঙ্কা। তবে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার পর সাকিব আল হাসানসহ কয়েকজন বাংলাদেশ দলের ক্রিকেটার মোহামেডানে যোগ দিলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা।
পাঁচ ম্যাচ টানা হেরে এরপর টানা ৫ জয়ে সুপার লিগ নিশ্চিত করে মোহামেডান। কিন্তু এরপর সাকিব খেলেননি সুপার লিগের প্রথম ম্যাচ। আবাহনীর বিপক্ষে ৮ রানে হেরে যায় মোহামেডান।
দলে সাকিবের উপস্থিতি বদলে দিয়েছিল মোহামেডানকে। সাকিবের ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের কথা জানেন সবাই। আজ মিরপুরে দলের অনুশীলন শেষে মোহামেডানের কোচ আশিকুর রহমান আশিক জানিয়েছেন, সাকিব থাকলে ড্রেসিংরুমে তৈরি হয় ইতিবাচক আবহ।
আশিক বলেন, ‘আমি সাকিব আল হাসানের একজন কোচ হিসেবে যেটা দেখছি যে কেউ যদি বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তবে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে, তাহলে সে ক্রিকেট নিয়ে ধারনা পাবে, সাকিব এমন জিনিস। আর সে মোহামেডানে যেটা করছে, তার উপস্থিতি, তার শক্তি এমনভাবে ছড়িয়ে পড়েছে (ভাইব্রেট) চার দিকে, যা কী না ছড়িয়ে পড়েছে আমাদের সবার ভেতরে, একটা শক্তি সৃষ্টি করেছে। এতে আমাদের সবার ভেতর থেকে শক্তিটা বের হয়ে আসছে, যেটা নিভে ছিল।’
তিনি আবারও বলেন, ‘তো সারা বিশ্বে যদি কেউ ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তাহলে সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করুক। ওর ভেতর সব ইতিবাচক, নেতিবাচক কিছুই নেই। একজন কোচ হিসেবে এটা আমি দেখছি এবং সে দলের ওপর যেভাবে প্রভাব ফেলছে আসার পর। পুরো একটা উদ্দীপ্ত মহল তৈরি হয়েছে।’
আশিক মনে করেন, সাকিব যে দলে থাকে,সে দলের খেলোয়াড়দের খেলাটাই সহজ হয়ে যায়। মোহামেডান কোচ বলেন, ‘এটা বিশাল বড়। আপনি দেখবেন সাকিব যে দলে থাকে, সে দলে খেলোয়াড়দের খেলাটা সহজ হয়ে যায় এবং কোচদের জন্য কোচিংটা সহজ হয়ে যায়। ওর যে অবদান, একবার ডাগআউটে যাচ্ছে, ১২তম খেলোয়াড়ের মাধ্যমে তথ্য পাঠাচ্ছে, ড্রেসিংরুমে মজা করছে, বাইরে থেকে একটা ইতিবাচক আবহ দিচ্ছে। আমাদের না, বিপক্ষে দলের ড্রেসিংরুমে কিংবা ছাতার নিচেও এর প্রভাব পড়ে। এক সাকিব আল হাসানের একটা কথা চারদিকে ছড়িয়ে পড়ে। তার ভেতরে আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে।’
তিনি যোগ করেন, ‘এগুলো আমার সঙ্গে আলাপ করে যে আশিক ভাই কী করা উচিত এখন। এটা একটু গোপন, দলের একটা ফর্মুলা, আমি বলছি যে এটা কর। হ্যাঁ সে আলাপ করে। সাকিব দলের প্রতি একটাই কথা বলে, দেখ কেউ ব্যক্তিগত লক্ষ্য নিয়ে এস না, দলের পরিস্থিতি যেভাবে চায় সেভাবে খেলতে হবে। সেভাবে সাকিবেরও ব্যাটিং অর্ডার এক ম্যাচে চলে গেছে সাতে, কোন সময় চারে। যখন যে পরিস্থিতি হয়েছে, তখন সেটাই করেছে আমাদের খেলোয়াড়রা। এটা খুব একটা উদ্দীপনা এবং শিক্ষণীয় বিষয়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে