আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা কার্যত শেষ সাকিবদের। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ চার ম্যাচে হেরে একই অবস্থা পাকিস্তানেরও। তারপরও ম্যাচটা যখন বাংলাদেশ-পাকিস্তানের; কিছু গুরুগম্ভীর প্রশ্ন সাকিবের কাছে রেখেছিলেন সাংবাদিকেরা।
কিন্তু এমন পরিস্থিতিতেও সংবাদ সম্মেলন শেষ করে গেলেন হাসি দিয়ে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগে সবাইকে হাসালেন। বললেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, ইডেনে বলতে গেলে অপ্রতিরোধ্য পাকিস্তান। এই মাঠে ছয়টি ওয়ানডে খেলে তারা হেরেছে মাত্র এক ম্যাচ। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ জয় তাদের। তবে দীর্ঘদিন ধরে এখানে খেলা হয় না তাদের। সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চেয়েছিলেন, ইডেনের অপ্রতিরোধ্য পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের কৌশল। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ না খেলার প্রসঙ্গটিও এলো সঙ্গে। বাংলাদেশ অধিনায়ক এ ব্যাপারে বলেছেন, ‘যাদের আইপিএল খেলেছে, আমি, মোস্তাফিজ ও লিটনের ধারণা আছে। যারা খেলেনি তাদের তো আসলে ধারণা নেই। তাতে খুব বেশি কিছু যে হবে তা আমি বলব না। যদি ওদের (পাকিস্তান) কোচ বলে থাকেন, দুই দলের কাছে অপরিচিত কন্ডিশন, শেষ ১০-১৫ বছরে এখানে খুব একটা খেলা হয়নি। সেদিক থেকে আমাদের খুব একটা পরিচিত জায়গা আমাদের না, যদিও কাছাকাছি দেশ।’
এরপরই জানতে চাওয়া হয়, পাকিস্তানের টানা হার বাংলাদেশের জন্য সুবিধার হবে কি না এই ম্যাচে। তখনই সাকিব হেসে বলেন, ‘ওরাও বলতে পারে, আমরা পাঁচ ম্যাচ হেরেছি। এটা ওদের জন্য সুবিধাজনক। কি বলব, আপনি বলেন।’ এরপর হেসে হেসে বলেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
আগামীকাল কলকাতার ইডেন গার্ডেনসে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ হেরে সেমিফাইনালের আশা কার্যত শেষ সাকিবদের। প্রথম দুই ম্যাচ জিতলেও শেষ চার ম্যাচে হেরে একই অবস্থা পাকিস্তানেরও। তারপরও ম্যাচটা যখন বাংলাদেশ-পাকিস্তানের; কিছু গুরুগম্ভীর প্রশ্ন সাকিবের কাছে রেখেছিলেন সাংবাদিকেরা।
কিন্তু এমন পরিস্থিতিতেও সংবাদ সম্মেলন শেষ করে গেলেন হাসি দিয়ে। চেয়ার থেকে উঠে দাঁড়ানোর আগে সবাইকে হাসালেন। বললেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
সাম্প্রতিক পারফরম্যান্স যাই হোক না কেন, ইডেনে বলতে গেলে অপ্রতিরোধ্য পাকিস্তান। এই মাঠে ছয়টি ওয়ানডে খেলে তারা হেরেছে মাত্র এক ম্যাচ। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ জয় তাদের। তবে দীর্ঘদিন ধরে এখানে খেলা হয় না তাদের। সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চেয়েছিলেন, ইডেনের অপ্রতিরোধ্য পাকিস্তানের বিপক্ষে কেমন হবে বাংলাদেশের কৌশল। ভারতের মাটিতে বাংলাদেশের সিরিজ না খেলার প্রসঙ্গটিও এলো সঙ্গে। বাংলাদেশ অধিনায়ক এ ব্যাপারে বলেছেন, ‘যাদের আইপিএল খেলেছে, আমি, মোস্তাফিজ ও লিটনের ধারণা আছে। যারা খেলেনি তাদের তো আসলে ধারণা নেই। তাতে খুব বেশি কিছু যে হবে তা আমি বলব না। যদি ওদের (পাকিস্তান) কোচ বলে থাকেন, দুই দলের কাছে অপরিচিত কন্ডিশন, শেষ ১০-১৫ বছরে এখানে খুব একটা খেলা হয়নি। সেদিক থেকে আমাদের খুব একটা পরিচিত জায়গা আমাদের না, যদিও কাছাকাছি দেশ।’
এরপরই জানতে চাওয়া হয়, পাকিস্তানের টানা হার বাংলাদেশের জন্য সুবিধার হবে কি না এই ম্যাচে। তখনই সাকিব হেসে বলেন, ‘ওরাও বলতে পারে, আমরা পাঁচ ম্যাচ হেরেছি। এটা ওদের জন্য সুবিধাজনক। কি বলব, আপনি বলেন।’ এরপর হেসে হেসে বলেন, ‘মাঝে মাঝে হাসির দরকার আছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫