ক্রীড়া ডেস্ক
২০২৫ এশিয়া কাপে খেলবে না ভারত—দেশটির সংবাদমাধ্যমেই আজ এ প্রতিবেদন চাউর হয়েছে। এমন আলোচনার মধ্যেই এ ব্যাপারে বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের এশিয়া কাপে ভারত খেলবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরে দাঁড়াচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তাঁর কথায়, বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনই।
ভারত ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজন করার কথা, যা টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা। তবে এ প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে সময়সূচি বা ভেন্যু ঘোষণা করেনি। আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য সময় হিসেবে নির্ধারিত আছে টুর্নামেন্ট আয়োজনের।
আজ এক বিবৃতিতে দেবজিত সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি ইভেন্ট নিয়ে কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি। বিসিসিআই এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি এসিসিকে কিছু লিখেও জানায়নি। এখন আমাদের মূল মনোযোগ আইপিএল ও পরবর্তী ইংল্যান্ড সিরিজ (পুরুষ ও মহিলা) নিয়ে।’
দেবজিত আরও জানিয়েছেন, ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ এবং জুনে শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ নিয়েও বিসিসিআই এখনো কোনো কিছু চূড়ান্ত করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করা হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি।
২০২৫ এশিয়া কাপে খেলবে না ভারত—দেশটির সংবাদমাধ্যমেই আজ এ প্রতিবেদন চাউর হয়েছে। এমন আলোচনার মধ্যেই এ ব্যাপারে বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে এবারের এশিয়া কাপে ভারত খেলবে কি না, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তবে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারত সরে দাঁড়াচ্ছে এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি এবং এ বিষয়ে কোনো আলোচনাও হয়নি। তাঁর কথায়, বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জনই।
ভারত ছয় দলের এই টুর্নামেন্টের আয়োজন করার কথা, যা টি-টোয়েন্টি সংস্করণে হওয়ার কথা। তবে এ প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে সময়সূচি বা ভেন্যু ঘোষণা করেনি। আগামী সেপ্টেম্বরে সম্ভাব্য সময় হিসেবে নির্ধারিত আছে টুর্নামেন্ট আয়োজনের।
আজ এক বিবৃতিতে দেবজিত সাইকিয়া বলেন, ‘এশিয়া কাপ বা অন্য কোনো এসিসি ইভেন্ট নিয়ে কোনো পর্যায়ে কোনো আলোচনা হয়নি। বিসিসিআই এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, এমনকি এসিসিকে কিছু লিখেও জানায়নি। এখন আমাদের মূল মনোযোগ আইপিএল ও পরবর্তী ইংল্যান্ড সিরিজ (পুরুষ ও মহিলা) নিয়ে।’
দেবজিত আরও জানিয়েছেন, ভারতের এশিয়া কাপে অংশগ্রহণ এবং জুনে শ্রীলঙ্কায় নারী ইমার্জিং এশিয়া কাপ নিয়েও বিসিসিআই এখনো কোনো কিছু চূড়ান্ত করেনি। তবে ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের ইমার্জিং এশিয়া কাপ স্থগিত করা হয়েছে, যদিও এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেনি।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে