হাঁটুর চোট সারিয়ে বিশ্বকাপের দলে ফিরেছিলেন শাহিন শাহ আফ্রিদি। আবার পুরোনো সেই চোটেই ছিটকে যেতে হয়েছে তাঁকে। বিশ্বকাপের ফাইনালে নিজের বোলিং কোটার ওভার শেষ না করে। ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে তাঁর ছিটকে যাওয়া নিয়ে আফসোস করেছিলেন অধিনায়ক বাবর আজম।
আর আজ জানা গেছে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে শাহিনকে। পাকিস্তানের বোলারের চোট সম্পর্কে এমনটিই জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. সোহেল সেলিম। তিনি বলেছেন, ‘যদি এই চোটের কারণে আর কোনো চোট না হয় তাহলে শাহিনের সুস্থ হতে তিন থেকে চার মাস লাগবে। আর যদি পিসিবির মেডিকেল বোর্ড সার্জারির সিদ্ধান্ত নেন তবে ছয় থেকে সাত মাস দলের বাইরে থাকতে হবে।’
সেই সঙ্গে শাহিনের চিকিৎসায় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সে বিষয়ে তদন্তের কথাও জানিয়েছেন সেলিম। পিসিবির সাবেক প্রধান মেডিকেল কর্মকর্তা বলেছেন, ‘শাহিনের পুনর্বাসনের সময় পিসিবির মেডিকেল প্যানেল কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে কি না এ জন্য তদন্ত করা উচিত।’
ফলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজে খেলতে পারবেন না শাহিন। এই দুই দেশের সঙ্গে পাকিস্তান সাদা পোশাকের সিরিজ খেলবে ডিসেম্বর-জানুয়ারি মাসে।
বিশ্বকাপের শুরুতে ভালো করতে না পারলেও ম্যাচ গড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্স করতে শুরু করেছিলেন শাহিন। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে প্রথম দুই ম্যাচে কোনো উইকেটই পাননি এই পেসার। পরের ৪ ম্যাচে ১০ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরার তালিকাতে নিজের নাম রাখতে বাধ্য করেছিলেন আইসিসিকে। পরে ফাইনালেও শুরুটা করেছিলেন দুর্দান্ত। প্রথম স্পেলের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন অ্যালেক্স হেলসকে। দ্বিতীয় স্পেলে এসে মাত্র একটি বলই করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পুরোনো হাঁটুর চোট তাঁকে আবারও বিপদে ফেলেছে। এবারের চোট তাঁর ক্যারিয়ারে নাকি হুমকি হতে পারে এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
হাঁটুর চোট সারিয়ে বিশ্বকাপের দলে ফিরেছিলেন শাহিন শাহ আফ্রিদি। আবার পুরোনো সেই চোটেই ছিটকে যেতে হয়েছে তাঁকে। বিশ্বকাপের ফাইনালে নিজের বোলিং কোটার ওভার শেষ না করে। ইংল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরে তাঁর ছিটকে যাওয়া নিয়ে আফসোস করেছিলেন অধিনায়ক বাবর আজম।
আর আজ জানা গেছে দীর্ঘ সময়ের জন্যই মাঠের বাইরে থাকতে হবে শাহিনকে। পাকিস্তানের বোলারের চোট সম্পর্কে এমনটিই জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. সোহেল সেলিম। তিনি বলেছেন, ‘যদি এই চোটের কারণে আর কোনো চোট না হয় তাহলে শাহিনের সুস্থ হতে তিন থেকে চার মাস লাগবে। আর যদি পিসিবির মেডিকেল বোর্ড সার্জারির সিদ্ধান্ত নেন তবে ছয় থেকে সাত মাস দলের বাইরে থাকতে হবে।’
সেই সঙ্গে শাহিনের চিকিৎসায় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না সে বিষয়ে তদন্তের কথাও জানিয়েছেন সেলিম। পিসিবির সাবেক প্রধান মেডিকেল কর্মকর্তা বলেছেন, ‘শাহিনের পুনর্বাসনের সময় পিসিবির মেডিকেল প্যানেল কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে কি না এ জন্য তদন্ত করা উচিত।’
ফলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সিরিজে খেলতে পারবেন না শাহিন। এই দুই দেশের সঙ্গে পাকিস্তান সাদা পোশাকের সিরিজ খেলবে ডিসেম্বর-জানুয়ারি মাসে।
বিশ্বকাপের শুরুতে ভালো করতে না পারলেও ম্যাচ গড়ার সঙ্গে সঙ্গে পারফরম্যান্স করতে শুরু করেছিলেন শাহিন। টুর্নামেন্টে ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে প্রথম দুই ম্যাচে কোনো উইকেটই পাননি এই পেসার। পরের ৪ ম্যাচে ১০ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরার তালিকাতে নিজের নাম রাখতে বাধ্য করেছিলেন আইসিসিকে। পরে ফাইনালেও শুরুটা করেছিলেন দুর্দান্ত। প্রথম স্পেলের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন অ্যালেক্স হেলসকে। দ্বিতীয় স্পেলে এসে মাত্র একটি বলই করেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পুরোনো হাঁটুর চোট তাঁকে আবারও বিপদে ফেলেছে। এবারের চোট তাঁর ক্যারিয়ারে নাকি হুমকি হতে পারে এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫