Ajker Patrika

আর্শদীপের হার না মানা মানসিকতায় মুগ্ধ ওয়াসিম আকরাম 

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৯: ০৫
আর্শদীপের হার না মানা মানসিকতায় মুগ্ধ ওয়াসিম আকরাম 

‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটি যেন আর্শদীপ সিংয়ের সঙ্গে ভালোভাবে মিলে যায়। কয়েক মাসে আগে যিনি হয়ে গিয়েছিলেন ভিলেন। তবে সেগুলোকে আমলে না নিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। আর্শদীপের এই হার না মানা মানসিকতা মুগ্ধ করেছে ওয়াসিম আকরামকে। 

চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ঘটনা। দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে আসিফ আলির সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন আর্শদীপ। সেই আসিফের ব্যাটিংয়েই ম্যাচ জেতে পাকিস্তান। তাতে তিনি অনেকের চক্ষুশূলে পরিণত হলেন। তাঁকে নিয়ে নেটিজেনরা রীতিমতো বিদ্বেষ ছড়িয়েছেন। এরপর ভারতীয় এই বাঁহাতি পেসার যেভাবে কামব্যাক করেছেন, তাতে রীতিমতো মুগ্ধ ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘ভারতে সে সামাজিকমাধ্যমে ট্রলিংয়ের শিকার হয়েছিল। সে নিজে এটা নিয়ে ভাবেনি। এই মনোভাবটাই গুরুত্বপূর্ণ।’

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন আর্শদীপ। বোলিং গড় ১৪.৬৬ এবং ইকোনমি ৮.২৫। পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট এবং নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-এই তিন দলের বিপক্ষে নিয়েছেন দুটি করে উইকেট। আর্শদীপের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন ওয়াসিম, ‘সে দুই দিকেই বল সুইং করতে পারে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। ইয়র্কার এবং স্লোয়ার করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত