‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটি যেন আর্শদীপ সিংয়ের সঙ্গে ভালোভাবে মিলে যায়। কয়েক মাসে আগে যিনি হয়ে গিয়েছিলেন ভিলেন। তবে সেগুলোকে আমলে না নিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। আর্শদীপের এই হার না মানা মানসিকতা মুগ্ধ করেছে ওয়াসিম আকরামকে।
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ঘটনা। দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে আসিফ আলির সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন আর্শদীপ। সেই আসিফের ব্যাটিংয়েই ম্যাচ জেতে পাকিস্তান। তাতে তিনি অনেকের চক্ষুশূলে পরিণত হলেন। তাঁকে নিয়ে নেটিজেনরা রীতিমতো বিদ্বেষ ছড়িয়েছেন। এরপর ভারতীয় এই বাঁহাতি পেসার যেভাবে কামব্যাক করেছেন, তাতে রীতিমতো মুগ্ধ ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘ভারতে সে সামাজিকমাধ্যমে ট্রলিংয়ের শিকার হয়েছিল। সে নিজে এটা নিয়ে ভাবেনি। এই মনোভাবটাই গুরুত্বপূর্ণ।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন আর্শদীপ। বোলিং গড় ১৪.৬৬ এবং ইকোনমি ৮.২৫। পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট এবং নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-এই তিন দলের বিপক্ষে নিয়েছেন দুটি করে উইকেট। আর্শদীপের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন ওয়াসিম, ‘সে দুই দিকেই বল সুইং করতে পারে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। ইয়র্কার এবং স্লোয়ার করতে পারে।’
‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটি যেন আর্শদীপ সিংয়ের সঙ্গে ভালোভাবে মিলে যায়। কয়েক মাসে আগে যিনি হয়ে গিয়েছিলেন ভিলেন। তবে সেগুলোকে আমলে না নিয়ে দুর্দান্ত পারফর্ম করছেন। আর্শদীপের এই হার না মানা মানসিকতা মুগ্ধ করেছে ওয়াসিম আকরামকে।
চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ঘটনা। দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে আসিফ আলির সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন আর্শদীপ। সেই আসিফের ব্যাটিংয়েই ম্যাচ জেতে পাকিস্তান। তাতে তিনি অনেকের চক্ষুশূলে পরিণত হলেন। তাঁকে নিয়ে নেটিজেনরা রীতিমতো বিদ্বেষ ছড়িয়েছেন। এরপর ভারতীয় এই বাঁহাতি পেসার যেভাবে কামব্যাক করেছেন, তাতে রীতিমতো মুগ্ধ ওয়াসিম। পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার বলেন, ‘ভারতে সে সামাজিকমাধ্যমে ট্রলিংয়ের শিকার হয়েছিল। সে নিজে এটা নিয়ে ভাবেনি। এই মনোভাবটাই গুরুত্বপূর্ণ।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন আর্শদীপ। বোলিং গড় ১৪.৬৬ এবং ইকোনমি ৮.২৫। পাকিস্তানের বিপক্ষে নিয়েছিলেন ৩ উইকেট এবং নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ-এই তিন দলের বিপক্ষে নিয়েছেন দুটি করে উইকেট। আর্শদীপের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করেন ওয়াসিম, ‘সে দুই দিকেই বল সুইং করতে পারে। তার ভবিষ্যৎ উজ্জ্বল। ইয়র্কার এবং স্লোয়ার করতে পারে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫