ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নস ট্রফি-প্রতি বছরই কোনো না কোনো আইসিসির টুর্নামেন্ট হয়ে থাকে। তবে আইসিসির এসব টুর্নামেন্ট খেলার সৌভাগ্য কানাডার হয় না বললেই চলে। উত্তর আমেরিকার দলটির কাছে আইসিসি ইভেন্ট যেন ‘অমাবশ্যার চাঁদ’। সেই কানাডা এবার এক যুগেরও বেশি সময় খেলার সুযোগ পেয়েছে আইসিসি ইভেন্টে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হয়েছে আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনাল রাউন্ড। আর বারমুডার কাছে ৮৬ রানে হেরে ফাইনাল রাউন্ড শুরু করেছিল কানাডা। সেই কানাডা এরপর ঘুরে দাঁড়ায় খুব দ্রুতই। কেমন আইল্যান্ডের সঙ্গে দুইবারের দেখায় কানাডা জিতেছিল ১০৮ রান ও ১৬৬ রানে। মাঝে পানামাকেও হারিয়েছিল ১৬৩ রানে। শতরানের ব্যবধানে তিন জয়ের পর পানামার সঙ্গে ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। নেট রানরেট বাড়ানোর পাশাপাশি কানাডা ৭ পয়েন্ট সংগ্রহ করে ফেলে।
হ্যামিল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা-বারমুডা। যেখানে বারমুডা আগেই সংগ্রহ করে ৯ পয়েন্ট। ঝড়ের কারণে মাঠের আউটফিল্ড শুকাতে দেরী হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ১৮ ওভারে কানাডা ৪ উইকেটে করে ১৩২ রান। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন নবনীত ঢালিওয়াল। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় বারমুডা। কানাডা, বারমুডা দুই দলেরই সমান ৯ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে কানাডা। কানাডার নেট রানরেট + ৪.০৭৩ আর বারমুডার নেট রানরেট +২.২২৩। কানাডার ৩৯ রানের জয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কালিম সানা। ৩.৪ ওভার বোলিং করে ১ মেডেন দিয়ে খরচ করেছেন ৪ রান।
ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, টেস্ট চ্যাম্পিয়নস ট্রফি-প্রতি বছরই কোনো না কোনো আইসিসির টুর্নামেন্ট হয়ে থাকে। তবে আইসিসির এসব টুর্নামেন্ট খেলার সৌভাগ্য কানাডার হয় না বললেই চলে। উত্তর আমেরিকার দলটির কাছে আইসিসি ইভেন্ট যেন ‘অমাবশ্যার চাঁদ’। সেই কানাডা এবার এক যুগেরও বেশি সময় খেলার সুযোগ পেয়েছে আইসিসি ইভেন্টে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে কানাডা।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত হয়েছে আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ফাইনাল রাউন্ড। আর বারমুডার কাছে ৮৬ রানে হেরে ফাইনাল রাউন্ড শুরু করেছিল কানাডা। সেই কানাডা এরপর ঘুরে দাঁড়ায় খুব দ্রুতই। কেমন আইল্যান্ডের সঙ্গে দুইবারের দেখায় কানাডা জিতেছিল ১০৮ রান ও ১৬৬ রানে। মাঝে পানামাকেও হারিয়েছিল ১৬৩ রানে। শতরানের ব্যবধানে তিন জয়ের পর পানামার সঙ্গে ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। নেট রানরেট বাড়ানোর পাশাপাশি কানাডা ৭ পয়েন্ট সংগ্রহ করে ফেলে।
হ্যামিল্টনের ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা-বারমুডা। যেখানে বারমুডা আগেই সংগ্রহ করে ৯ পয়েন্ট। ঝড়ের কারণে মাঠের আউটফিল্ড শুকাতে দেরী হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৮ ওভারে। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে ১৮ ওভারে কানাডা ৪ উইকেটে করে ১৩২ রান। ইনিংস সর্বোচ্চ ৪৫ রান করেন নবনীত ঢালিওয়াল। ১৩৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় বারমুডা। কানাডা, বারমুডা দুই দলেরই সমান ৯ পয়েন্ট থাকলেও নেট রানরেটে এগিয়ে থেকে শীর্ষে কানাডা। কানাডার নেট রানরেট + ৪.০৭৩ আর বারমুডার নেট রানরেট +২.২২৩। কানাডার ৩৯ রানের জয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন কালিম সানা। ৩.৪ ওভার বোলিং করে ১ মেডেন দিয়ে খরচ করেছেন ৪ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫