‘ইতিহাস’, ‘অঘটন’-ইংল্যান্ডের বিপক্ষে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের জয় একেকজনের কাছে একেক রকম। যেখানে রশিদ খানের বলে মার্ক উড বোল্ড হওয়ার পর বিশ্বকাপ তো বটেই, ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটেই তা আফগানিস্তানের প্রথম জয়। ৬৯ রানের দাপুটে জয় আফগানিস্তান দল উৎসর্গ করেছে কদিন আগে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে।
২০২৩ বিশ্বকাপেও বাংলাদেশ, ভারত—এই দুই দলের কাছে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু করে আফগানরা। বিশ্বকাপে টানা ১৪ হারের রেকর্ড নিয়ে গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে আফগানরা। প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান করেছিল ২৮৪ রান। একেই তো ইংলিশরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার ওপর অনেক পরিসংখ্যান তাদের পক্ষেও কথা বলছিল। এখানেই পাশার দান উল্টে দিয়েছেন মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, রশিদ খানরা। ইংল্যান্ডের ১০ উইকেটের ৮টিই নিয়েছেন আফগান স্পিন ত্রয়ী। মুজিব, রশিদ নিয়েছেন ৩টি করে উইকেট আর ২টি উইকেট নিয়েছেন নবী। প্রত্যেকটা উইকেটের পর আফগান খেলোয়াড়দের উদযাপনই বলে দিচ্ছিল যে জয়ের জন্য তাঁরা কতটা ক্ষুধার্ত ছিলেন।
৬৯ রানের দাপুটে জয়ে বিশ্বকাপে জয়ের গেরো তো খুলেছেই। আফগানিস্তানের লোকেরাও পেয়েছে উদযাপন করার মতো এক উপলক্ষ। এক সপ্তাহ আগে হেরাতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৩ থেকে ৪ হাজার মানুষ। ইংল্যান্ডের বিপক্ষে জয় রশিদ উৎসর্গ করেছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের উদ্দেশে। ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে আফগান লেগ স্পিনার বলেছেন, ‘দেশে ফিরে বড় উদযাপন হবে। আমাদের তেমন কোনো জয় বা দেশে তেমন কোনো পরিস্থিতি ছিল না। আমি মনে করি, ক্রিকেটই একমাত্র উৎস যা অনেক খুশি ও স্মৃতির মুহূর্ত এনে দেয়। ইংল্যান্ডের বিপক্ষে জয় আমাদের জন্য অনেক বড় কিছু। দেশে ফিরলে নিশ্চয়ই তাঁরা অনেক গর্বিত হবেন। কয়েক দিন আগে আফগানিস্তানের হেরাতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তিন হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। দুই হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। এই জয় তাদের মুখে হাসি ফোটাবে। কিছুটা হলেও দুঃসহ স্মৃতিগুলো ভুলে থাকতে পারবে।’ এর আগে গতরাতে ম্যাচ শেষে ম্যাচসেরা মুজিব উর রহমানও এই জয় আফগানদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
আফগানদের দাপুটে জয়ে হয়েছে গতকাল অনেক রেকর্ড। ২০ উইকেটের মধ্যে ১৩ উইকেট নিয়েছেন আফগানিস্তান-ইংল্যান্ডের স্পিনাররা মিলে। যা বিশ্বকাপে এক ম্যাচে স্পিনারদের উইকেট নেওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৪টি করে নেওয়ার ঘটনা ঘটেছে ২ বার। ২০০৩ বিশ্বকাপে নাইরোবিতে কেনিয়া-শ্রীলঙ্কা, ২০১১ বিশ্বকাপে নাগপুরে কানাডা-জিম্বাবুয়ে ম্যাচ-দুটোতেই ১৪টি করে উইকেট নিয়েছেন স্পিনাররা। আফগান স্পিনারদের জন্য বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে গতকালই। এর আগে কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন আফগান স্পিনাররা।
‘ইতিহাস’, ‘অঘটন’-ইংল্যান্ডের বিপক্ষে গতরাতে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের জয় একেকজনের কাছে একেক রকম। যেখানে রশিদ খানের বলে মার্ক উড বোল্ড হওয়ার পর বিশ্বকাপ তো বটেই, ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটেই তা আফগানিস্তানের প্রথম জয়। ৬৯ রানের দাপুটে জয় আফগানিস্তান দল উৎসর্গ করেছে কদিন আগে দেশটিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে।
২০২৩ বিশ্বকাপেও বাংলাদেশ, ভারত—এই দুই দলের কাছে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ শুরু করে আফগানরা। বিশ্বকাপে টানা ১৪ হারের রেকর্ড নিয়ে গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামে আফগানরা। প্রথমে ব্যাটিং করে আফগানিস্তান করেছিল ২৮৪ রান। একেই তো ইংলিশরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তার ওপর অনেক পরিসংখ্যান তাদের পক্ষেও কথা বলছিল। এখানেই পাশার দান উল্টে দিয়েছেন মুজিব উর রহমান, মোহাম্মদ নবী, রশিদ খানরা। ইংল্যান্ডের ১০ উইকেটের ৮টিই নিয়েছেন আফগান স্পিন ত্রয়ী। মুজিব, রশিদ নিয়েছেন ৩টি করে উইকেট আর ২টি উইকেট নিয়েছেন নবী। প্রত্যেকটা উইকেটের পর আফগান খেলোয়াড়দের উদযাপনই বলে দিচ্ছিল যে জয়ের জন্য তাঁরা কতটা ক্ষুধার্ত ছিলেন।
৬৯ রানের দাপুটে জয়ে বিশ্বকাপে জয়ের গেরো তো খুলেছেই। আফগানিস্তানের লোকেরাও পেয়েছে উদযাপন করার মতো এক উপলক্ষ। এক সপ্তাহ আগে হেরাতে ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ৩ থেকে ৪ হাজার মানুষ। ইংল্যান্ডের বিপক্ষে জয় রশিদ উৎসর্গ করেছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানদের উদ্দেশে। ম্যাচ শেষে স্টার স্পোর্টসকে আফগান লেগ স্পিনার বলেছেন, ‘দেশে ফিরে বড় উদযাপন হবে। আমাদের তেমন কোনো জয় বা দেশে তেমন কোনো পরিস্থিতি ছিল না। আমি মনে করি, ক্রিকেটই একমাত্র উৎস যা অনেক খুশি ও স্মৃতির মুহূর্ত এনে দেয়। ইংল্যান্ডের বিপক্ষে জয় আমাদের জন্য অনেক বড় কিছু। দেশে ফিরলে নিশ্চয়ই তাঁরা অনেক গর্বিত হবেন। কয়েক দিন আগে আফগানিস্তানের হেরাতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। তিন হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। দুই হাজারেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। এই জয় তাদের মুখে হাসি ফোটাবে। কিছুটা হলেও দুঃসহ স্মৃতিগুলো ভুলে থাকতে পারবে।’ এর আগে গতরাতে ম্যাচ শেষে ম্যাচসেরা মুজিব উর রহমানও এই জয় আফগানদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন।
আফগানদের দাপুটে জয়ে হয়েছে গতকাল অনেক রেকর্ড। ২০ উইকেটের মধ্যে ১৩ উইকেট নিয়েছেন আফগানিস্তান-ইংল্যান্ডের স্পিনাররা মিলে। যা বিশ্বকাপে এক ম্যাচে স্পিনারদের উইকেট নেওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ১৪টি করে নেওয়ার ঘটনা ঘটেছে ২ বার। ২০০৩ বিশ্বকাপে নাইরোবিতে কেনিয়া-শ্রীলঙ্কা, ২০১১ বিশ্বকাপে নাগপুরে কানাডা-জিম্বাবুয়ে ম্যাচ-দুটোতেই ১৪টি করে উইকেট নিয়েছেন স্পিনাররা। আফগান স্পিনারদের জন্য বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নেওয়ার ঘটনা ঘটেছে গতকালই। এর আগে কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছিলেন আফগান স্পিনাররা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫