ক্রীড়া ডেস্ক
বিরাট কোহলির সিডনি সিক্সার্সে যোগ দেওয়ার খবরটা রীতিমতো চমক জাগানিয়া। ভারতের ঘরোয়া ক্রিকেটের বাইরে কখনো যে কোহলি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলেননি, তাঁর সিডনিতে খেলার কথা শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। আসলে ভক্ত-সমর্থকদের সঙ্গে মজা করতেই এমনটা করেছে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি।
ভারতের জার্সিতে কোহলির একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ভোরে সিডনি সিক্সার্স পোস্ট করেছে। সিডনির ফটোকার্ডে লেখা, ‘স্বাগত বিরাট কোহলি।’ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের এই ফ্র্যাঞ্চাইজি ক্যাপশন দিয়েছে, ‘কিং কোহলি। বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে পরের দুই মৌসুমের জন্য সিক্সারের অংশ হয়েছেন।’ কোহলিকে নিয়ে সিডনির এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। মিচেল স্টার্ক, স্টিভ স্মিথের মতো তারকাদের সঙ্গে সিডনিতে কোহলির খেলাটা অনেকেরই বিশ্বাস হচ্ছিল না। তিন-চার ঘণ্টা পরে সেই পোস্টের মন্তব্যের ঘরে সিডনি সিক্সার্স লিখেছে, ‘এপ্রিল ফুলস।’ ১ এপ্রিল একে অপরকে কৌতুক বা ভিন্ন কিছুর মাধ্যমে বোকা বানানোর যে ‘এপ্রিল ফুল’ প্রচলিত আছে, সেটাই কাজে লাগিয়েছে সিডনি।
কোহলিকে নিয়ে সিডনির ‘এপ্রিল ফুল’-এর পোস্টে অর্ধেকেরও বেশি হাহা ও ওয়াও রিঅ্যাকশন পড়েছে। অনেকে মজার মজার মন্তব্য করেছেন। কেউ একজন লিখেছেন, ‘এপ্রিল ফুল না হলে এটা আমি বিশ্বাস করতাম (কোহলির সিডনি সিক্সার্সে যাওয়া)।’ অনেকে আবার মজার ছলে জানতে চাইলেন, চুক্তিপত্র কোথায়? কারও চাওয়া, কোহলি সিডনি সিক্সার্সে খেললে ভালোই হতো। কেউ আবার মন্তব্য করেছেন, ‘আগামী বছর তাহলে জসপ্রীত বুমরাকে নেওয়ার চেষ্টা করবেন।’
বাস্তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের পুরুষ ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি দেয় না। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলসহ ঘরোয়া অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু জেমিমা রদ্রিগেজ, স্মৃতি মান্ধানার মতো ভারতের তারকা নারী ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন।
২০০৮ থেকে শুরু করে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ৮০৯৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ভারতীয় তারকা ক্রিকেটার আইপিএলের ১৮ মৌসুমে খেলেছেন ২৫৪ ম্যাচ। ২ ম্যাচে ৪ পয়েন্ট ও +২.২৬৬ রানরেট নিয়ে এখন পর্যন্ত ২০২৫ আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২ মার্চ ঝোড়ো ফিফটি এসেছে কোহলির ব্যাটে। চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু।
বিরাট কোহলির সিডনি সিক্সার্সে যোগ দেওয়ার খবরটা রীতিমতো চমক জাগানিয়া। ভারতের ঘরোয়া ক্রিকেটের বাইরে কখনো যে কোহলি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি খেলেননি, তাঁর সিডনিতে খেলার কথা শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। আসলে ভক্ত-সমর্থকদের সঙ্গে মজা করতেই এমনটা করেছে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি।
ভারতের জার্সিতে কোহলির একটি ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ভোরে সিডনি সিক্সার্স পোস্ট করেছে। সিডনির ফটোকার্ডে লেখা, ‘স্বাগত বিরাট কোহলি।’ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের এই ফ্র্যাঞ্চাইজি ক্যাপশন দিয়েছে, ‘কিং কোহলি। বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে পরের দুই মৌসুমের জন্য সিক্সারের অংশ হয়েছেন।’ কোহলিকে নিয়ে সিডনির এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়েছে। মিচেল স্টার্ক, স্টিভ স্মিথের মতো তারকাদের সঙ্গে সিডনিতে কোহলির খেলাটা অনেকেরই বিশ্বাস হচ্ছিল না। তিন-চার ঘণ্টা পরে সেই পোস্টের মন্তব্যের ঘরে সিডনি সিক্সার্স লিখেছে, ‘এপ্রিল ফুলস।’ ১ এপ্রিল একে অপরকে কৌতুক বা ভিন্ন কিছুর মাধ্যমে বোকা বানানোর যে ‘এপ্রিল ফুল’ প্রচলিত আছে, সেটাই কাজে লাগিয়েছে সিডনি।
কোহলিকে নিয়ে সিডনির ‘এপ্রিল ফুল’-এর পোস্টে অর্ধেকেরও বেশি হাহা ও ওয়াও রিঅ্যাকশন পড়েছে। অনেকে মজার মজার মন্তব্য করেছেন। কেউ একজন লিখেছেন, ‘এপ্রিল ফুল না হলে এটা আমি বিশ্বাস করতাম (কোহলির সিডনি সিক্সার্সে যাওয়া)।’ অনেকে আবার মজার ছলে জানতে চাইলেন, চুক্তিপত্র কোথায়? কারও চাওয়া, কোহলি সিডনি সিক্সার্সে খেললে ভালোই হতো। কেউ আবার মন্তব্য করেছেন, ‘আগামী বছর তাহলে জসপ্রীত বুমরাকে নেওয়ার চেষ্টা করবেন।’
বাস্তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাদের পুরুষ ক্রিকেটারদের বিদেশের লিগে খেলার অনুমতি দেয় না। অর্থের ঝনঝনানিতে পরিপূর্ণ আইপিএলসহ ঘরোয়া অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেন ভারতীয় ক্রিকেটাররা। কিন্তু জেমিমা রদ্রিগেজ, স্মৃতি মান্ধানার মতো ভারতের তারকা নারী ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলেছেন।
২০০৮ থেকে শুরু করে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি। ৮০৯৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ভারতীয় তারকা ক্রিকেটার আইপিএলের ১৮ মৌসুমে খেলেছেন ২৫৪ ম্যাচ। ২ ম্যাচে ৪ পয়েন্ট ও +২.২৬৬ রানরেট নিয়ে এখন পর্যন্ত ২০২৫ আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২ মার্চ ঝোড়ো ফিফটি এসেছে কোহলির ব্যাটে। চিন্নাস্বামী স্টেডিয়ামে আগামীকাল গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বেঙ্গালুরু।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে